ETV Bharat / bharat

সনাতন ধর্ম নিয়ে মন্তব্য, উদয়নিধি-সহ অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টের

Sanatan Dharma Row: সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন ৷ মন্ত্রী শেখর বাবু এবং লোকসভার সাংসদ-সহ তাঁর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা হয় ৷ পদ থেকে অপসারণের সেই মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 6:56 PM IST

Madras High Court
মাদ্রাজ হাইকোর্ট

চেন্নাই, 6 মার্চ: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর কীসের ভিত্তিতে মন্ত্রী ও সাংসদ পদে থাকেন ৷ তাঁদের পদ থেকে অপসারণ চেয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা হয়েছিল ৷ বুধবার মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, মন্ত্রী শেখর বাবু এবং লোকসভার সাংসদ এ রাজার বিরুদ্ধে সনাতন ধর্ম সম্পর্কিত সেই মামলা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত ।

উদয়নিধি স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের ছেলে । 2023 সালের 2 সেপ্টেম্বর তিনি একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন । রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন, ‘‘সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার এবং সমতার বিরুদ্ধে এবং এটিকে সমাজ থেকে নির্মূল করা উচিত ।’’ ওই সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী শেখর বাবু এবং ডিএমকে সাংসদ এ রাজা ৷

বিচারপতি অনিতা সুমন্ত হিন্দু সংগঠনের-সহ তিনটি মামলা খারিজ করে দিয়েছেন ৷ মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল, "কাউকে কোনও ধর্ম মানতে বাধ্য করা যায় না । ঈশ্বরের উপাসনা প্রত্যেকের ব্যক্তিগত বিষয় এবং কেউ এতে হস্তক্ষেপ করতে পারে না । জনগণের প্রতিনিধিত্বকারী মন্ত্রীদের একতরফাভাবে কাজ করা উচিত নয় ।’’

উদয়নিধি স্ট্যালিন এবং শেখর বাবুর তরফে বলা হয়, "আমরা একটি সমতাভিত্তিক সমাজ গঠনের শপথ নিয়েছি । তাই জনপ্রতিনিধি মন্ত্রীদের উচিত নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের অধিকারের জন্য তাদের আওয়াজ তোলা । তারা নিপীড়িত হচ্ছে । সনাতন ধর্মের নামে একটি সম্প্রদায়কে উচ্চতর এবং অন্যকে নিকৃষ্ট হিসাবে বিবেচনা করা থেকে বিরত রাখতে হবে ।"

তাঁরা আরও বলেন, "প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত রয়েছে । সরকারের তা প্রকাশ করার এবং অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে । ভারতের সংবিধান শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের অধিকারের কথা বলে না, এটি দ্বারা প্রভাবিত ব্যক্তিদের অধিকার পাওয়ার কথাও বলে । এটির জন্য লড়াই করার অনুমতিও দেয় । এটা বলে না যে আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলব ।"

বিচারপতি বিগত বছরের 23 নভেম্বর এই মামলার রায় সংরক্ষিত করেছিল । আজ বিচারপতি অনিতা সুমন্ত মামলাটি খারিজ করে দিয়ে বলেছেন, "বিতর্কিত মন্তব্য করার পর মন্ত্রীরা তাঁদের পদে বহাল থাকেন কীসের ভিত্তিতে, আদালত এই প্রশ্ন করতে পারে না ।"

আরও পড়ুন:

  1. হিন্দু ধর্মের নয় জাতপাতের বিরোধিতা করেছি, বিতর্কের আবহে সাফাই উদয়নিধির
  2. সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে উদয়নিধির বিরুদ্ধে মামলা
  3. 'এর পরিণতি জানেন ?' সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্তালিনের মন্তব্যে অসন্তোষ সুপ্রিম কোর্টের

চেন্নাই, 6 মার্চ: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর কীসের ভিত্তিতে মন্ত্রী ও সাংসদ পদে থাকেন ৷ তাঁদের পদ থেকে অপসারণ চেয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা হয়েছিল ৷ বুধবার মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, মন্ত্রী শেখর বাবু এবং লোকসভার সাংসদ এ রাজার বিরুদ্ধে সনাতন ধর্ম সম্পর্কিত সেই মামলা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত ।

উদয়নিধি স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের ছেলে । 2023 সালের 2 সেপ্টেম্বর তিনি একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন । রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন, ‘‘সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার এবং সমতার বিরুদ্ধে এবং এটিকে সমাজ থেকে নির্মূল করা উচিত ।’’ ওই সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী শেখর বাবু এবং ডিএমকে সাংসদ এ রাজা ৷

বিচারপতি অনিতা সুমন্ত হিন্দু সংগঠনের-সহ তিনটি মামলা খারিজ করে দিয়েছেন ৷ মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল, "কাউকে কোনও ধর্ম মানতে বাধ্য করা যায় না । ঈশ্বরের উপাসনা প্রত্যেকের ব্যক্তিগত বিষয় এবং কেউ এতে হস্তক্ষেপ করতে পারে না । জনগণের প্রতিনিধিত্বকারী মন্ত্রীদের একতরফাভাবে কাজ করা উচিত নয় ।’’

উদয়নিধি স্ট্যালিন এবং শেখর বাবুর তরফে বলা হয়, "আমরা একটি সমতাভিত্তিক সমাজ গঠনের শপথ নিয়েছি । তাই জনপ্রতিনিধি মন্ত্রীদের উচিত নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের অধিকারের জন্য তাদের আওয়াজ তোলা । তারা নিপীড়িত হচ্ছে । সনাতন ধর্মের নামে একটি সম্প্রদায়কে উচ্চতর এবং অন্যকে নিকৃষ্ট হিসাবে বিবেচনা করা থেকে বিরত রাখতে হবে ।"

তাঁরা আরও বলেন, "প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত রয়েছে । সরকারের তা প্রকাশ করার এবং অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে । ভারতের সংবিধান শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের অধিকারের কথা বলে না, এটি দ্বারা প্রভাবিত ব্যক্তিদের অধিকার পাওয়ার কথাও বলে । এটির জন্য লড়াই করার অনুমতিও দেয় । এটা বলে না যে আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলব ।"

বিচারপতি বিগত বছরের 23 নভেম্বর এই মামলার রায় সংরক্ষিত করেছিল । আজ বিচারপতি অনিতা সুমন্ত মামলাটি খারিজ করে দিয়ে বলেছেন, "বিতর্কিত মন্তব্য করার পর মন্ত্রীরা তাঁদের পদে বহাল থাকেন কীসের ভিত্তিতে, আদালত এই প্রশ্ন করতে পারে না ।"

আরও পড়ুন:

  1. হিন্দু ধর্মের নয় জাতপাতের বিরোধিতা করেছি, বিতর্কের আবহে সাফাই উদয়নিধির
  2. সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলে উদয়নিধির বিরুদ্ধে মামলা
  3. 'এর পরিণতি জানেন ?' সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্তালিনের মন্তব্যে অসন্তোষ সুপ্রিম কোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.