ETV Bharat / bharat

মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে মোদি সরকার, সংসদে সরব রাহুল - Rahul on Manipur

Rahul on Manipur: মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার ৷ এই অভিযোগে সোমবার লোকসভায় সরব হলেন রাহুল গান্ধি ৷

author img

By PTI

Published : Jul 1, 2024, 8:07 PM IST

Rahul Gandhi
রাহুল গান্ধি (সৌ: এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 1 জুলাই: মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ সোমবার লোকসভার রাহুল সরাসরি অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার তার নীতি ও রাজনীতির কারণে মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ৷

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন প্রথম দিন থেকেই উত্তপ্ত ৷ ট্রেজারি বেঞ্চের দিকে একের পর এক অভিযোগ ছুড়ে দিতে দেখা গেল রাহুল গান্ধিকে ৷ এর মাঝেই হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন রাহুল ৷ শিবের ছবি তুলে ধরেও সংসদে সরব হতে দেখা যায় বিরোধী দলনেতাকে ৷ যদিও রাহুলকে পালটা আক্রমণ করেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ৷ যদিও এদিন সংসদে নিট, অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি মণিপুর নিয়েও সমান সরব হন রাহুল গান্ধি ৷ গত বছর মে মাস থেকে জাতিগত হিংসায় জ্বলে উঠেছিল মণিপুর ৷ সেই হিংসা শুরু হওয়ার পর থেকে সেই রাজ্যে না যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও এদিন তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা ৷

রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে লোকসভায় বিরোধীদের পক্ষ থেকে এদিন বিতর্ক শুরু করেন রাহুল গান্ধি ৷ তিনি সরাসরি অভিযোগ করেন, সরকার এমন আচরণ করছে যেন মণিপুরে কিছুই হয়নি । সংসদে রাহুলের কথায়, "আপনি (নরেন্দ্র মোদি) মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন ৷ মণিপুর আপনার, আপনাদের নীতি এবং আপনাদের রাজনীতির জন্য পুড়ে গিয়েছে ৷" বিরোধী দলনেতা আরও বলেন, "মনে হচ্ছে যেন মণিপুর ভারতের কোনও রাজ্যই নয় ! প্রধানমন্ত্রীর জন্য, মণিপুর রাজ্য নেই। আমরা প্রধানমন্ত্রীকে একটি বার্তা দিতে, সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু না, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনও উত্তর পাবেন না ৷"

রাহুল গান্ধি উত্তর-পূর্ব রাজ্যের মহিলাদের দুর্দশার কথাও এদিন সংসদে তুলে ধরেছেন । ট্রেজারি বেঞ্চের তরফে উড়ে আসা এক মন্তব্যের জবাবে তিনি বলেন, "আপনি আপনার সংগঠনে নারীদের অন্তর্ভুক্ত করেন না, তবে আমি তাঁদের সম্পর্কে বলতে পারি ৷"

প্রসঙ্গত, উপত্যকা-অধ্যুষিত মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে কুকি আদিবাসীদের দ্বারা একটি মিছিলের আয়োজন করার পরে রাজ্যে জাতিগত হিংসা শুরু হওয়ায় গত বছরের মে মাস থেকে মণিপুর উত্তপ্ত হয়ে উঠেছিল । (পিটিআই)

নয়াদিল্লি, 1 জুলাই: মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ সোমবার লোকসভার রাহুল সরাসরি অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার তার নীতি ও রাজনীতির কারণে মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ৷

অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন প্রথম দিন থেকেই উত্তপ্ত ৷ ট্রেজারি বেঞ্চের দিকে একের পর এক অভিযোগ ছুড়ে দিতে দেখা গেল রাহুল গান্ধিকে ৷ এর মাঝেই হিন্দু ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যও করেন রাহুল ৷ শিবের ছবি তুলে ধরেও সংসদে সরব হতে দেখা যায় বিরোধী দলনেতাকে ৷ যদিও রাহুলকে পালটা আক্রমণ করেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ৷ যদিও এদিন সংসদে নিট, অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি মণিপুর নিয়েও সমান সরব হন রাহুল গান্ধি ৷ গত বছর মে মাস থেকে জাতিগত হিংসায় জ্বলে উঠেছিল মণিপুর ৷ সেই হিংসা শুরু হওয়ার পর থেকে সেই রাজ্যে না যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও এদিন তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা ৷

রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে লোকসভায় বিরোধীদের পক্ষ থেকে এদিন বিতর্ক শুরু করেন রাহুল গান্ধি ৷ তিনি সরাসরি অভিযোগ করেন, সরকার এমন আচরণ করছে যেন মণিপুরে কিছুই হয়নি । সংসদে রাহুলের কথায়, "আপনি (নরেন্দ্র মোদি) মণিপুরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন ৷ মণিপুর আপনার, আপনাদের নীতি এবং আপনাদের রাজনীতির জন্য পুড়ে গিয়েছে ৷" বিরোধী দলনেতা আরও বলেন, "মনে হচ্ছে যেন মণিপুর ভারতের কোনও রাজ্যই নয় ! প্রধানমন্ত্রীর জন্য, মণিপুর রাজ্য নেই। আমরা প্রধানমন্ত্রীকে একটি বার্তা দিতে, সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু না, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনও উত্তর পাবেন না ৷"

রাহুল গান্ধি উত্তর-পূর্ব রাজ্যের মহিলাদের দুর্দশার কথাও এদিন সংসদে তুলে ধরেছেন । ট্রেজারি বেঞ্চের তরফে উড়ে আসা এক মন্তব্যের জবাবে তিনি বলেন, "আপনি আপনার সংগঠনে নারীদের অন্তর্ভুক্ত করেন না, তবে আমি তাঁদের সম্পর্কে বলতে পারি ৷"

প্রসঙ্গত, উপত্যকা-অধ্যুষিত মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে কুকি আদিবাসীদের দ্বারা একটি মিছিলের আয়োজন করার পরে রাজ্যে জাতিগত হিংসা শুরু হওয়ায় গত বছরের মে মাস থেকে মণিপুর উত্তপ্ত হয়ে উঠেছিল । (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.