নয়াদিল্লি, 13 এপ্রিল: মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার হয়ে সরকার চালাচ্ছেন তাঁর স্বামী মণীশ গুপ্তা ৷ সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই অভিযোগ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী ৷ তাঁর দাবি, সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন রেখার স্বামী ৷ এই অভিযোগের জবাবে দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা অবশ্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি কাজে তাঁর স্বামীর সহযোগিতাকেই সমর্থন করেছেন ৷
দিল্লির বিরোধী দলনেতা অতিশী সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ ওই ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রেখার স্বামী একটি ঘরে অনেকের সঙ্গে কথা বলছেন ৷ অতিশীর দাবি, তিনি সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন ৷ অতিশী অভিযোগ করেন, "ছবিটি ভালো করে খেয়াল করুন ৷ এমসিডি, ডিজেবি, পিডব্লিউডি এবং ডিইউএসআইবি-র আধিকারিকদের সঙ্গে এক ব্যক্তি কথা বলছেন ৷ তিনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার স্বামী ৷"
यह फोटो ध्यान से देखिए। जो व्यक्ति MCD, DJB, PWD और DUSIB के अफसरों की मीटिंग ले रहे हैं, यह दिल्ली की मुख्यमंत्री रेखा गुप्ता जी के पति मनीष गुप्ता जी हैं।
— Atishi (@AtishiAAP) April 12, 2025
हम पहले सुनते थे कि अगर गाँव में एक महिला सरपंच चुन कर आती थी, तो सारा सरकारी काम उसका पति संभालता था। ऐसा कहा जाता था कि… pic.twitter.com/ARMX8u98WR
দিল্লির বিরোধী দলনেতা অতিশী গ্রামে মহিলা পঞ্চায়েত প্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রী রেখার তুলনা টেনে তাঁকে কটাক্ষ করেন ৷ আপ নেত্রী লেখেন, "আগে আমরা শুনতাম, গ্রামে মহিলা পঞ্চায়েত প্রধান নির্বাচিত হলে, তাঁর হয়ে সব সরকারি কাজকর্ম সামলাতেন তাঁর স্বামী ৷ কিন্তু, এটা দেশের ইতিহাসে এই প্রথম, একজন মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তাঁর হয়ে সব সরকারি কাজকর্ম দেখাশোনা করছেন তাঁর স্বামী ৷"
এখানে অতিশীর প্রশ্ন, "সরকারি কাজকর্ম কীভাবে করতে হয়, তা কি রেখা জানেন না ? একজন মুখ্যমন্ত্রীর স্বামী সরকারি কাজ চালাচ্ছেন, এটা খুব বিপজ্জনক ৷" অতিশীর আরও অভিযোগ, দিল্লিতে ঘন ঘন বিদ্যুৎ সংযোগ ছিন্ন হওয়া এবং বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধির নেপথ্যে মুখ্যমন্ত্রীর স্বামী মণীশের হাত রয়েছে ৷
এদিকে বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা অতিশীর বিরুদ্ধে পাল্টা এক মহিলার সম্মানহানির অভিযোগ তুলেছেন ৷ উল্টে মুখ্যমন্ত্রীর স্বামীর সরকারি কাজকর্ম দেখভালের বিষয়টিকে সমর্থন করেছেন ৷ সচদেবার বক্তব্য, "এতে অস্বাভাবিক কিছু নেই ৷ পরিবারের সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতেই পারেন ৷" তিনি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উত্থানের নেপথ্যে তাঁর লাগাতার কঠিন পরিশ্রমের কথা উল্লেখ করেছেন ৷
দিল্লির বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা অতিশীকে পাল্টা আক্রমণ করে বলেন, "এটাই আশ্চর্যের, অতিশী একজন মহিলা হয়ে আরেক মহিলাকে অপমান করছেন ৷ একসময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সম্পাদক ছিলেন রেখা গুপ্তা ৷ সেখান থেকে তিনি নিজে পরিশ্রমের মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ তাঁর স্বামী তাঁর কাজকর্মে সাহায্য করছেন ৷ এটা বেআইনিও নয়, অনৈতিকও নয় ৷"
রাজনীতিতে স্বামীর পাশে স্ত্রীর থাকা নিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কথা স্মরণ করিয়ে দিয়েছেন বীরেন্দ্র সচদেবা ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাজনৈতিক কাজকর্মে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল সাহায্য করতেন ৷ ইডি কেজরিওয়ালকে গ্রেফতার করার পর তাঁর স্ত্রী মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন ৷ এই ঘটনা মনে করিয়ে দিয়ে বিজেপি সভাপতি সচদেবার প্রশ্ন, "সেটা গণতন্ত্রের অপমান নয় ?"