ETV Bharat / bharat

সরকারি কাজ সামলাচ্ছেন মুখ্যমন্ত্রীর স্বামী ! 'হতেই পারে', অতিশীর অভিযোগে সাফাই বিজেপির - DELHI CM HUSBAND RUNNING GOVERNMENT

আপ নেত্রী অতিশীর অভিযোগ, দিল্লি মুখ্যমন্ত্রীর হয়ে তাঁর সরকারি কাজকর্ম চালাচ্ছেন তাঁর স্বামী ৷ বিজেপি সভাপতি সাফ জানালেন, এতে বেআইনি কিছু নেই ৷

Leader of Opposition Atishi takes a jibe at CM Rekha Gupta
সরকারি আধিকারিকদের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার স্বামী মণীশ গুপ্তা (ছবি সৌজন্য: আপ নেত্রী অতিশীর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 13, 2025 at 2:27 PM IST

3 Min Read

নয়াদিল্লি, 13 এপ্রিল: মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার হয়ে সরকার চালাচ্ছেন তাঁর স্বামী মণীশ গুপ্তা ৷ সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই অভিযোগ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী ৷ তাঁর দাবি, সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন রেখার স্বামী ৷ এই অভিযোগের জবাবে দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা অবশ্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি কাজে তাঁর স্বামীর সহযোগিতাকেই সমর্থন করেছেন ৷

দিল্লির বিরোধী দলনেতা অতিশী সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ ওই ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রেখার স্বামী একটি ঘরে অনেকের সঙ্গে কথা বলছেন ৷ অতিশীর দাবি, তিনি সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন ৷ অতিশী অভিযোগ করেন, "ছবিটি ভালো করে খেয়াল করুন ৷ এমসিডি, ডিজেবি, পিডব্লিউডি এবং ডিইউএসআইবি-র আধিকারিকদের সঙ্গে এক ব্যক্তি কথা বলছেন ৷ তিনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার স্বামী ৷"

দিল্লির বিরোধী দলনেতা অতিশী গ্রামে মহিলা পঞ্চায়েত প্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রী রেখার তুলনা টেনে তাঁকে কটাক্ষ করেন ৷ আপ নেত্রী লেখেন, "আগে আমরা শুনতাম, গ্রামে মহিলা পঞ্চায়েত প্রধান নির্বাচিত হলে, তাঁর হয়ে সব সরকারি কাজকর্ম সামলাতেন তাঁর স্বামী ৷ কিন্তু, এটা দেশের ইতিহাসে এই প্রথম, একজন মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তাঁর হয়ে সব সরকারি কাজকর্ম দেখাশোনা করছেন তাঁর স্বামী ৷"

এখানে অতিশীর প্রশ্ন, "সরকারি কাজকর্ম কীভাবে করতে হয়, তা কি রেখা জানেন না ? একজন মুখ্যমন্ত্রীর স্বামী সরকারি কাজ চালাচ্ছেন, এটা খুব বিপজ্জনক ৷" অতিশীর আরও অভিযোগ, দিল্লিতে ঘন ঘন বিদ্যুৎ সংযোগ ছিন্ন হওয়া এবং বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধির নেপথ্যে মুখ্যমন্ত্রীর স্বামী মণীশের হাত রয়েছে ৷

এদিকে বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা অতিশীর বিরুদ্ধে পাল্টা এক মহিলার সম্মানহানির অভিযোগ তুলেছেন ৷ উল্টে মুখ্যমন্ত্রীর স্বামীর সরকারি কাজকর্ম দেখভালের বিষয়টিকে সমর্থন করেছেন ৷ সচদেবার বক্তব্য, "এতে অস্বাভাবিক কিছু নেই ৷ পরিবারের সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতেই পারেন ৷" তিনি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উত্থানের নেপথ্যে তাঁর লাগাতার কঠিন পরিশ্রমের কথা উল্লেখ করেছেন ৷

দিল্লির বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা অতিশীকে পাল্টা আক্রমণ করে বলেন, "এটাই আশ্চর্যের, অতিশী একজন মহিলা হয়ে আরেক মহিলাকে অপমান করছেন ৷ একসময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সম্পাদক ছিলেন রেখা গুপ্তা ৷ সেখান থেকে তিনি নিজে পরিশ্রমের মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ তাঁর স্বামী তাঁর কাজকর্মে সাহায্য করছেন ৷ এটা বেআইনিও নয়, অনৈতিকও নয় ৷"

রাজনীতিতে স্বামীর পাশে স্ত্রীর থাকা নিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কথা স্মরণ করিয়ে দিয়েছেন বীরেন্দ্র সচদেবা ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাজনৈতিক কাজকর্মে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল সাহায্য করতেন ৷ ইডি কেজরিওয়ালকে গ্রেফতার করার পর তাঁর স্ত্রী মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন ৷ এই ঘটনা মনে করিয়ে দিয়ে বিজেপি সভাপতি সচদেবার প্রশ্ন, "সেটা গণতন্ত্রের অপমান নয় ?"

নয়াদিল্লি, 13 এপ্রিল: মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার হয়ে সরকার চালাচ্ছেন তাঁর স্বামী মণীশ গুপ্তা ৷ সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই অভিযোগ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী ৷ তাঁর দাবি, সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন রেখার স্বামী ৷ এই অভিযোগের জবাবে দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা অবশ্য মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি কাজে তাঁর স্বামীর সহযোগিতাকেই সমর্থন করেছেন ৷

দিল্লির বিরোধী দলনেতা অতিশী সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ ওই ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী রেখার স্বামী একটি ঘরে অনেকের সঙ্গে কথা বলছেন ৷ অতিশীর দাবি, তিনি সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করছেন ৷ অতিশী অভিযোগ করেন, "ছবিটি ভালো করে খেয়াল করুন ৷ এমসিডি, ডিজেবি, পিডব্লিউডি এবং ডিইউএসআইবি-র আধিকারিকদের সঙ্গে এক ব্যক্তি কথা বলছেন ৷ তিনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার স্বামী ৷"

দিল্লির বিরোধী দলনেতা অতিশী গ্রামে মহিলা পঞ্চায়েত প্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রী রেখার তুলনা টেনে তাঁকে কটাক্ষ করেন ৷ আপ নেত্রী লেখেন, "আগে আমরা শুনতাম, গ্রামে মহিলা পঞ্চায়েত প্রধান নির্বাচিত হলে, তাঁর হয়ে সব সরকারি কাজকর্ম সামলাতেন তাঁর স্বামী ৷ কিন্তু, এটা দেশের ইতিহাসে এই প্রথম, একজন মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তাঁর হয়ে সব সরকারি কাজকর্ম দেখাশোনা করছেন তাঁর স্বামী ৷"

এখানে অতিশীর প্রশ্ন, "সরকারি কাজকর্ম কীভাবে করতে হয়, তা কি রেখা জানেন না ? একজন মুখ্যমন্ত্রীর স্বামী সরকারি কাজ চালাচ্ছেন, এটা খুব বিপজ্জনক ৷" অতিশীর আরও অভিযোগ, দিল্লিতে ঘন ঘন বিদ্যুৎ সংযোগ ছিন্ন হওয়া এবং বেসরকারি স্কুলগুলিতে বেতন বৃদ্ধির নেপথ্যে মুখ্যমন্ত্রীর স্বামী মণীশের হাত রয়েছে ৷

এদিকে বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা অতিশীর বিরুদ্ধে পাল্টা এক মহিলার সম্মানহানির অভিযোগ তুলেছেন ৷ উল্টে মুখ্যমন্ত্রীর স্বামীর সরকারি কাজকর্ম দেখভালের বিষয়টিকে সমর্থন করেছেন ৷ সচদেবার বক্তব্য, "এতে অস্বাভাবিক কিছু নেই ৷ পরিবারের সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতেই পারেন ৷" তিনি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উত্থানের নেপথ্যে তাঁর লাগাতার কঠিন পরিশ্রমের কথা উল্লেখ করেছেন ৷

দিল্লির বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা অতিশীকে পাল্টা আক্রমণ করে বলেন, "এটাই আশ্চর্যের, অতিশী একজন মহিলা হয়ে আরেক মহিলাকে অপমান করছেন ৷ একসময় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সম্পাদক ছিলেন রেখা গুপ্তা ৷ সেখান থেকে তিনি নিজে পরিশ্রমের মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ তাঁর স্বামী তাঁর কাজকর্মে সাহায্য করছেন ৷ এটা বেআইনিও নয়, অনৈতিকও নয় ৷"

রাজনীতিতে স্বামীর পাশে স্ত্রীর থাকা নিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কথা স্মরণ করিয়ে দিয়েছেন বীরেন্দ্র সচদেবা ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে রাজনৈতিক কাজকর্মে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল সাহায্য করতেন ৷ ইডি কেজরিওয়ালকে গ্রেফতার করার পর তাঁর স্ত্রী মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন ৷ এই ঘটনা মনে করিয়ে দিয়ে বিজেপি সভাপতি সচদেবার প্রশ্ন, "সেটা গণতন্ত্রের অপমান নয় ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.