ETV Bharat / bharat

পুরীতে স্নানযাত্রা উৎসব দেখতে লক্ষ লক্ষ ভক্তের ভিড় - SNANA YATRA 2025

108 ঘড়া পবিত্র জল দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয় । অনুষ্ঠানে হাজির ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ৷

Snana Yatra 2025
পুরীতে স্নানযাত্রা উৎসব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 11, 2025 at 1:48 PM IST

3 Min Read

পুরী (ওড়িশা), 11 জুন: পুরীতে চলছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসব ৷ স্নানের পর বুধবার দেবতাদের হাতির মতো পোশাক (হাতিবেশা) পরানো হয়েছে, যা তাদের ঐশ্বরিক এবং মহিমান্বিত রূপের প্রতীক । এই মহা স্নানযাত্রা উৎসব দেখতে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ৷

বুধবার ভোরে ত্রিমূর্তিগুলিকে গর্ভগৃহ থেকে বের করে স্নানের জন্য মণ্ডপে নিয়ে যাওয়া হয় ৷ এদিন মহা স্নানযাত্রার জন্য বিশেষভাবে সাজানো হয় মণ্ডপটি । পুরীর জগন্নাথ ধাম প্রাঙ্গণে অবস্থিত সোনার কূপ (সুনা কুয়া) থেকে আনা 108 ঘড়া পবিত্র জল দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয় । এরপরই বিকেল সাড়ে 3টার দিকে পুরীর রাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব 'স্নান মণ্ডপ' ঝাড়ু দেওয়ার অনুষ্ঠান করবেন ।

Snana Yatra 2025
জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসব (ইটিভি ভারত)

পুরীর জগন্নাথ মন্দিরের এক আধিকারিক বলেন, "শ্রী সুদর্শনকে প্রথমে মন্দির থেকে বের করে আনা হয় এবং ভোর 5টা 45 মিনিটে স্নানবেদীতে নিয়ে যাওয়া হয় তাঁকে । এরপর, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথের মূর্তি স্নানবেদীতে নিয়ে যাওয়া হয় ৷ 'পহান্ডি' অনুষ্ঠান সকাল 8টা 55 মিনিটে সম্পন্ন হয় ।"

বুধবার পুরীর মন্দির প্রাঙ্গণে একটি খোলা প্যান্ডেলে স্নানযাত্রা অনুষ্ঠান হয় ৷ এই অনুষ্ঠান দেখার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন ৷ পুরীর সাংসদ সম্বিত পাত্রের সঙ্গে মুখ্যমন্ত্রী 'উত্তর দ্বার' দিয়ে মন্দিরে প্রবেশ করেন এবং সকালের প্রার্থনা ও দেবতাদের আনুষ্ঠানিক শোভাযাত্রা প্রত্যক্ষ করেন ৷

Snana Yatra 2025
স্নানযাত্রা উৎসবে ভক্তের ঢল (ইটিভি ভারত)

এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোশাল মিডিয়া পোস্টে স্নানযাত্রা নিয়ে বলেন, "আজ পবিত্র দেবস্নান পূর্ণিমা উপলক্ষে আমি সন্নুবেদীর চতুর্ধামূর্তি দর্শন করেছি ৷ রাজ্য ও এর জনগণের কল্যাণ এবং উন্নত ওড়িশা গড়ে তোলার জন্য আশীর্বাদ চেয়েছি । প্রভুর কৃপায় সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ।"

Snana Yatra 2025
পুরীর জগন্নাথ মন্দির (ইটিভি ভারত)

জানা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের ক্যালেন্ডারে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে 7টা থেকে 'সাহন মেলা' বা জনসাধারণকে মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হবে । স্নানের পর অসুস্থ হওয়ায় দেবতাদের দ্বাদশ শতাব্দীর মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং 14 দিন 'অনাসার ঘর'-এ (আইসোলেশন রুম) রাখা হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে । মন্দিরের 'বৈদ্য' (চিকিৎসক) ভেষজ ওষুধ দিয়ে তাদের চিকিৎসা করবেন এবং দেবতাদের জনসাধারণের দর্শন 26 জুন 'নবজৌবন দর্শন' পর্যন্ত বন্ধ থাকবে ৷ 27 জুন বার্ষিক রথযাত্রার দিন সকলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন পাবেন ।

Snana Yatra 2025
স্নানযাত্রা উৎসব (ইটিভি ভারত)

উল্লেখ্য, স্নানযাত্রা, যা দেবস্নান পূর্ণিমা নামেও পরিচিত, হিন্দু ক্যালেন্ডারের অন্যতম শ্রেষ্ঠ এবং পবিত্র উৎসব । এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়, যা সাধারণত জুন বা জুলাই মাসে পড়ে এবং ভগবান জগন্নাথ তাঁর ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার পবিত্র স্নান ও দিব্য সুদর্শন চক্রকে চিহ্নিত করে ।

পুরী (ওড়িশা), 11 জুন: পুরীতে চলছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসব ৷ স্নানের পর বুধবার দেবতাদের হাতির মতো পোশাক (হাতিবেশা) পরানো হয়েছে, যা তাদের ঐশ্বরিক এবং মহিমান্বিত রূপের প্রতীক । এই মহা স্নানযাত্রা উৎসব দেখতে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ৷

বুধবার ভোরে ত্রিমূর্তিগুলিকে গর্ভগৃহ থেকে বের করে স্নানের জন্য মণ্ডপে নিয়ে যাওয়া হয় ৷ এদিন মহা স্নানযাত্রার জন্য বিশেষভাবে সাজানো হয় মণ্ডপটি । পুরীর জগন্নাথ ধাম প্রাঙ্গণে অবস্থিত সোনার কূপ (সুনা কুয়া) থেকে আনা 108 ঘড়া পবিত্র জল দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হয় । এরপরই বিকেল সাড়ে 3টার দিকে পুরীর রাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব 'স্নান মণ্ডপ' ঝাড়ু দেওয়ার অনুষ্ঠান করবেন ।

Snana Yatra 2025
জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসব (ইটিভি ভারত)

পুরীর জগন্নাথ মন্দিরের এক আধিকারিক বলেন, "শ্রী সুদর্শনকে প্রথমে মন্দির থেকে বের করে আনা হয় এবং ভোর 5টা 45 মিনিটে স্নানবেদীতে নিয়ে যাওয়া হয় তাঁকে । এরপর, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথের মূর্তি স্নানবেদীতে নিয়ে যাওয়া হয় ৷ 'পহান্ডি' অনুষ্ঠান সকাল 8টা 55 মিনিটে সম্পন্ন হয় ।"

বুধবার পুরীর মন্দির প্রাঙ্গণে একটি খোলা প্যান্ডেলে স্নানযাত্রা অনুষ্ঠান হয় ৷ এই অনুষ্ঠান দেখার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন ৷ পুরীর সাংসদ সম্বিত পাত্রের সঙ্গে মুখ্যমন্ত্রী 'উত্তর দ্বার' দিয়ে মন্দিরে প্রবেশ করেন এবং সকালের প্রার্থনা ও দেবতাদের আনুষ্ঠানিক শোভাযাত্রা প্রত্যক্ষ করেন ৷

Snana Yatra 2025
স্নানযাত্রা উৎসবে ভক্তের ঢল (ইটিভি ভারত)

এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোশাল মিডিয়া পোস্টে স্নানযাত্রা নিয়ে বলেন, "আজ পবিত্র দেবস্নান পূর্ণিমা উপলক্ষে আমি সন্নুবেদীর চতুর্ধামূর্তি দর্শন করেছি ৷ রাজ্য ও এর জনগণের কল্যাণ এবং উন্নত ওড়িশা গড়ে তোলার জন্য আশীর্বাদ চেয়েছি । প্রভুর কৃপায় সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ।"

Snana Yatra 2025
পুরীর জগন্নাথ মন্দির (ইটিভি ভারত)

জানা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের ক্যালেন্ডারে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে 7টা থেকে 'সাহন মেলা' বা জনসাধারণকে মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হবে । স্নানের পর অসুস্থ হওয়ায় দেবতাদের দ্বাদশ শতাব্দীর মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং 14 দিন 'অনাসার ঘর'-এ (আইসোলেশন রুম) রাখা হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে । মন্দিরের 'বৈদ্য' (চিকিৎসক) ভেষজ ওষুধ দিয়ে তাদের চিকিৎসা করবেন এবং দেবতাদের জনসাধারণের দর্শন 26 জুন 'নবজৌবন দর্শন' পর্যন্ত বন্ধ থাকবে ৷ 27 জুন বার্ষিক রথযাত্রার দিন সকলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন পাবেন ।

Snana Yatra 2025
স্নানযাত্রা উৎসব (ইটিভি ভারত)

উল্লেখ্য, স্নানযাত্রা, যা দেবস্নান পূর্ণিমা নামেও পরিচিত, হিন্দু ক্যালেন্ডারের অন্যতম শ্রেষ্ঠ এবং পবিত্র উৎসব । এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়, যা সাধারণত জুন বা জুলাই মাসে পড়ে এবং ভগবান জগন্নাথ তাঁর ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার পবিত্র স্নান ও দিব্য সুদর্শন চক্রকে চিহ্নিত করে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.