মুম্বই, 25 মার্চ: তাঁকে 'গদ্দার' বলে কটাক্ষ করেন হাস্যকৌতুক শিল্পী (কমেডিয়ান) কুণাল কামরা ৷ এবার সেই প্রসঙ্গে প্রথম মুখ খুললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ শিবসেনা প্রধানের মতে, অন্য কারও কথায় প্রভাবিত হয়ে তাঁর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেছেন কুণাল কামরা ৷
বিবিসি মারাঠির একটি অনুষ্ঠানে শিন্ডে বলেন, "বিষয়টি কারও বিরুদ্ধে মন্তব্য করার জন্য 'সুপারি' নেওয়ার মতো ৷ আমি রসিকতা বুঝি ৷ তবে, তারও একটি সীমা থাকা দরকার ৷ প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ৷" এরপর বাকস্বাধীনতার প্রসঙ্গও টেনে এনে একনাথ বলেন, "এই কুণাল কামরা একসময় দেশের শীর্ষ আদালত, প্রধানমন্ত্রী, সাংবাদিক অর্ণব গোস্বামী এবং আরও অনেককে নিয়ে মন্তব্য করেছেন ৷ এটা বাকস্বাধীনতা হতে পারে না ৷"
My Statement - pic.twitter.com/QZ6NchIcsM
— Kunal Kamra (@kunalkamra88) March 24, 2025
কমেডিয়ান কুণাল কামরার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সমস্ত বিতর্কের সূচনা হয় ৷ রবিবার মুম্বই খার এলাকার 'দ্য হাবিতাত' কমেডি ক্লাবের একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কুণাল ৷ মুম্বই পুলিশ ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কটাক্ষ করেন তিনি ৷ অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ ওই 53 সেকেন্ডের ভিডিয়োতে একটি জনপ্রিয় হিন্দি সিনেমার গানের নকল করে শিবসেনা নেতাকে নিয়ে গানও করেন কুণাল ৷ গানের এক জায়গায় একনাথকে 'গদ্দার' বলেও কটাক্ষ করেন তিনি ৷
সেই ঘটনার পরই আক্রমণাত্মক হয়ে ওঠেন শিবসেনার সমর্থকরা ৷ মুম্বইয়ের ওই ক্লাবে ভাঙচুর চালান তাঁরা ৷ অন্যদিকে, কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেল ৷
সূত্রের খবর, কুণালের মুম্বইয়ের বাড়িতে পুলিশের তরফে নোটিশও পাঠানো হয়েছে ৷ যদিও বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কমেডিয়ান কুণাল কামরা ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, "আমি কোনও মতেই ক্ষমা চাইবো না ৷ একসময় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই একই কথা বলেছিলেন ৷"