ETV Bharat / bharat

পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, কবে হবে ? - SC Hearing on RG Kar Case

author img

By PTI

Published : Sep 23, 2024, 1:01 PM IST

Updated : Sep 23, 2024, 1:42 PM IST

SC Hearing on RG Kar Case: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি পিছিয়ে গেল ৷ আগামী 27 সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল ৷ তবে এক আইনজীবী জরুরি কিছু কারণ দেখিয়ে আগামী সপ্তাহে শুনানির জন্য আর্জি জানান ৷

ETV BHARAT
পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার পরবর্তী শুনানি ৷ 27 সেপ্টেম্বরের পরিবর্তে শুনানি হবে আগামী 1 অক্টোবর ৷

চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় শীর্ষ আদালত যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে, আগামী 27 সেপ্টেম্বর তার শুনানি হওয়ার কথা ছিল ৷ তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চকে একটি পক্ষের আইনজীবী শুনানির দিন পিছনোর জন্য সোমবার আর্জি জানান ৷ তিনি বলেন, জরুরি কারণে আগামী সপ্তাহে এই মামলার শুনানির দিন ধার্য করা হোক ৷ তাঁর আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, "আমরা আগামী মঙ্গলবার অর্থাৎ 1 অক্টোবর শুনানির জন্য এই মামলাকে তালিকাভুক্ত করব ৷"

শীর্ষ আদালত গত 17 সেপ্টেম্বরের শুনানিতে বলেছে যে, আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআইযে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে, তা দেখে বিচলিত বেঞ্চ ৷ তবে এবিষয়ে তদন্ত চলা এই নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করে আদালত ৷ বেঞ্চের মতে, এ বিষয়ে কিছু প্রকাশ করা হলে, তা চলমান তদন্তকে বিপদে ফেলতে পারে ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে তদন্ত চলছে, তারও স্টেটাস রিপোর্ট সিবিআইয়ের কাছে চেয়েছে সুপ্রিম কোর্ট ।

শীর্ষ আদালত সেদিন বলে, সিবিআই তদন্ত করতে গিয়ে 'ঘুমিয়ে পড়েনি' এবং 'সত্য উদঘাটনের জন্য' সময় দেওয়া দরকার । আদালতের কথায়, "রিপোর্টে সিবিআই যা প্রকাশ করেছে তা সত্যিই বিচলিত করার মতো । আপনারা যেটা বলছেন, তা অত্যন্ত উদ্বেগের বিষয় । আমরা নিজেরাই উদ্বিগ্ন, সিবিআই আমাদের জন্য এই বিষয়টি তুলে ধরেছে ৷ আমরা যা পড়েছি তাতে আমরা নিজেরাই বিচলিত হয়েছি ৷"

এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতেও বলেছিল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেবে না, এই আশ্বাসও ফের নেওয়া হয় সেদিনের শুনানিতে ৷ মৃত তরুণী চিকিৎসকের বাবার লেখা একটি চিঠির কথা উল্লেখ করে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, তিনি যে 'মূল্যবান' ইনপুট দিয়েছেন, তাও যথাযথভাবে বিবেচনা করা উচিত তদন্তকারী অফিসারদের । সিবিআইয়ের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে আশ্বাস দেন যে, তদন্তকারী সংস্থা মৃত জুনিয়র ডাক্তারের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এবং তাঁদের প্রকৃত উদ্বেগ প্রশমিত করতে চলমান তদন্ত সম্পর্কে তাঁদের অবহিত করবে ।

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার পরবর্তী শুনানি ৷ 27 সেপ্টেম্বরের পরিবর্তে শুনানি হবে আগামী 1 অক্টোবর ৷

চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় শীর্ষ আদালত যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে, আগামী 27 সেপ্টেম্বর তার শুনানি হওয়ার কথা ছিল ৷ তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চকে একটি পক্ষের আইনজীবী শুনানির দিন পিছনোর জন্য সোমবার আর্জি জানান ৷ তিনি বলেন, জরুরি কারণে আগামী সপ্তাহে এই মামলার শুনানির দিন ধার্য করা হোক ৷ তাঁর আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানান, "আমরা আগামী মঙ্গলবার অর্থাৎ 1 অক্টোবর শুনানির জন্য এই মামলাকে তালিকাভুক্ত করব ৷"

শীর্ষ আদালত গত 17 সেপ্টেম্বরের শুনানিতে বলেছে যে, আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআইযে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে, তা দেখে বিচলিত বেঞ্চ ৷ তবে এবিষয়ে তদন্ত চলা এই নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করে আদালত ৷ বেঞ্চের মতে, এ বিষয়ে কিছু প্রকাশ করা হলে, তা চলমান তদন্তকে বিপদে ফেলতে পারে ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যে তদন্ত চলছে, তারও স্টেটাস রিপোর্ট সিবিআইয়ের কাছে চেয়েছে সুপ্রিম কোর্ট ।

শীর্ষ আদালত সেদিন বলে, সিবিআই তদন্ত করতে গিয়ে 'ঘুমিয়ে পড়েনি' এবং 'সত্য উদঘাটনের জন্য' সময় দেওয়া দরকার । আদালতের কথায়, "রিপোর্টে সিবিআই যা প্রকাশ করেছে তা সত্যিই বিচলিত করার মতো । আপনারা যেটা বলছেন, তা অত্যন্ত উদ্বেগের বিষয় । আমরা নিজেরাই উদ্বিগ্ন, সিবিআই আমাদের জন্য এই বিষয়টি তুলে ধরেছে ৷ আমরা যা পড়েছি তাতে আমরা নিজেরাই বিচলিত হয়েছি ৷"

এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারী জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতেও বলেছিল সুপ্রিম কোর্ট ৷ পাশাপাশি রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেবে না, এই আশ্বাসও ফের নেওয়া হয় সেদিনের শুনানিতে ৷ মৃত তরুণী চিকিৎসকের বাবার লেখা একটি চিঠির কথা উল্লেখ করে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, তিনি যে 'মূল্যবান' ইনপুট দিয়েছেন, তাও যথাযথভাবে বিবেচনা করা উচিত তদন্তকারী অফিসারদের । সিবিআইয়ের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে আশ্বাস দেন যে, তদন্তকারী সংস্থা মৃত জুনিয়র ডাক্তারের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এবং তাঁদের প্রকৃত উদ্বেগ প্রশমিত করতে চলমান তদন্ত সম্পর্কে তাঁদের অবহিত করবে ।

Last Updated : Sep 23, 2024, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.