ETV Bharat / bharat

মাথার দাম লক্ষ ! স্বাধীনতা দিবসের আগে গ্রেফতার আইএস জঙ্গি - ISIS Terrorist Rizwan Ali Arrest

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 9, 2024, 1:09 PM IST

ISIS terrorist Rizwan Ali Arresteded in Delhi: সে আইএস জঙ্গি সংগঠনের পুনে মডিউলের হয়ে কাজ করছিল ৷ তার মাথার দাম ঘোষণা করেছিল এনআইএ ৷ এবারে পুলিশের জালে ধরা পড়ল আইএস জঙ্গি রিজওয়ান আলি ৷

ISIS terrorist Rizwan Ali
আইএস জঙ্গি গ্রেফতার (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 9 অগস্ট: গ্রেফতার হল আইএসআইএস জঙ্গি রিজওয়ান আলি ৷ শুক্রবার সরকারি সূত্রে খবর, রাজধানী থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে ধরা পড়েছে পুনের এই সক্রিয় আইএস জঙ্গি ৷ তার বিরুদ্ধে একাধিক জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার মাথার দাম ধার্য করেছিল 3 লক্ষ টাকা ৷ রিজওয়ান পলাতক ছিল ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে দিল্লির দরিয়াগঞ্জের বাসিন্দা ৷ তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) রিজওয়ানের মাথার দাম 3 লক্ষ টাকা ঘোষণা করেছে ৷ আইএসের পুনে মডিউলের হয়ে কাজ করছিল রিজওয়ান এবং পালিয়ে বেড়াচ্ছিল ৷ স্বাধীনতা দিবসের আগে রিজওয়ানের সন্ধান পায় পুলিশ ৷

দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, "আইএসআইস মডিউলের জঙ্গি রিজওয়ান আলিকে গ্রেফতার করা হয়েছে ৷ এনআইএ তার মাথার দাম 3 লক্ষ টাকা ঘোষণা করেছিল ৷ রিজওয়ান দিল্লির দরিয়াগঞ্জে থাকছিল ৷"

আসন্ন 15 অগস্ট উপলক্ষ্যে দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে দিল্লি পুলিশ ৷ রাজধানীতে বিভিন্ন জায়গায় আল কায়দা এবং খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিদের পোস্টার লাগিয়ে তাদের সন্ধান করছে পুলিশ ৷

এর আগে 6 অগস্ট কলকাতার বউবাজার থেকে গ্রেফতার হয় আরেক জঙ্গি মহম্মদ জাহিদ ৷ সে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রাণনাশের হুমকি দিয়েছিল ৷ বাসভবন উড়িয়ে দেবে বলেও হুমকি দিয়েছিল ৷ গত 16 জুলাই বিহারর মুখ্যমন্ত্রীর দফতরে হুমকি দিয়ে একটি ইমেল আসে ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রাণে মেরে ফেলা ও তাঁর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়​ ৷

গত 2 অগস্ট সচিবালয় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের পর, তদন্তে নেমে পুলিশ কলকাতার বউবাজার থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, অভিযুক্ত কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয় ৷ তবে, কেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

নয়াদিল্লি, 9 অগস্ট: গ্রেফতার হল আইএসআইএস জঙ্গি রিজওয়ান আলি ৷ শুক্রবার সরকারি সূত্রে খবর, রাজধানী থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে ধরা পড়েছে পুনের এই সক্রিয় আইএস জঙ্গি ৷ তার বিরুদ্ধে একাধিক জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার মাথার দাম ধার্য করেছিল 3 লক্ষ টাকা ৷ রিজওয়ান পলাতক ছিল ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সে দিল্লির দরিয়াগঞ্জের বাসিন্দা ৷ তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ৷ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) রিজওয়ানের মাথার দাম 3 লক্ষ টাকা ঘোষণা করেছে ৷ আইএসের পুনে মডিউলের হয়ে কাজ করছিল রিজওয়ান এবং পালিয়ে বেড়াচ্ছিল ৷ স্বাধীনতা দিবসের আগে রিজওয়ানের সন্ধান পায় পুলিশ ৷

দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, "আইএসআইস মডিউলের জঙ্গি রিজওয়ান আলিকে গ্রেফতার করা হয়েছে ৷ এনআইএ তার মাথার দাম 3 লক্ষ টাকা ঘোষণা করেছিল ৷ রিজওয়ান দিল্লির দরিয়াগঞ্জে থাকছিল ৷"

আসন্ন 15 অগস্ট উপলক্ষ্যে দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে দিল্লি পুলিশ ৷ রাজধানীতে বিভিন্ন জায়গায় আল কায়দা এবং খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিদের পোস্টার লাগিয়ে তাদের সন্ধান করছে পুলিশ ৷

এর আগে 6 অগস্ট কলকাতার বউবাজার থেকে গ্রেফতার হয় আরেক জঙ্গি মহম্মদ জাহিদ ৷ সে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রাণনাশের হুমকি দিয়েছিল ৷ বাসভবন উড়িয়ে দেবে বলেও হুমকি দিয়েছিল ৷ গত 16 জুলাই বিহারর মুখ্যমন্ত্রীর দফতরে হুমকি দিয়ে একটি ইমেল আসে ৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রাণে মেরে ফেলা ও তাঁর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়​ ৷

গত 2 অগস্ট সচিবালয় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের পর, তদন্তে নেমে পুলিশ কলকাতার বউবাজার থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, অভিযুক্ত কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয় ৷ তবে, কেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.