ETV Bharat / bharat

আইএনএস বিক্রমাদিত্য থেকে বরফে ঢাকা প্যাংগং লেক, যোগদিবসে সামিল ভারতীয় সৈনিকরা - International Yoga Day 2024

International Yoga Day 2024: শুক্রবার ছিল দশম আন্তর্জাতিক যোগদিবস ৷ সেই উপলক্ষ্য়ে দেশের বিভিন্ন সীমান্তে যোগাসন কর্মসূচি পালন করেন ভারতীয় সেনা, নৌবাহিনী, আইটিবিপি, বিএসএফ-সহ একাধিক বাহিনীর জওয়ানরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 2:02 PM IST

Updated : Jun 21, 2024, 2:45 PM IST

International Yoga Day 2024
দশম আন্তর্জাতিক যোগদিবস (নিজস্ব চিত্র)

হায়দরাবাদ, 21 জুন: দেশজুড়ে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা কর্মীরা দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন ৷ তাঁরা এই দিনটিকে উদযাপনের মাধ্যমে নিজেদের শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য উৎসর্গ করেছেন ৷ ভারতের শক্তিশালী বিমানবাহী বাহক আইএনএস বিক্রমাদিত্য-তে নাবিকরা সকালে যোগাসনের মাধ্যমে দিন শুরু করেন । এই ইভেন্টে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যোগাসনের গুরুত্বের উপর জোর দেওয়া হয় ৷ নৌবাহিনীর কর্মীদের পাশাপাশি শিশুরাও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷

যোগদিবসে সামিল ভারতীয় সৈনিকরা (ইটিভি ভারত)

একই সঙ্গে ভারতীয় সেনার জওয়ানরা উত্তর সীমান্ত ও পূর্ব লাদাখে বরফে ঢাকা এলাকায় যোগাসন করেন ৷ অনেক উচ্চতা সত্ত্বেও তাঁরা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি শেষ করেন ৷ এর থেকে জওয়ানদের শারীরিক নমনীয়তা, যে কোনও পরিস্থিতি স্বাস্থ্য ধরে রাখার বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ পাশাপাশি যোগাসনের গুরুত্বের বিষয়টি সামনে এসেছে ৷

International Yoga Day 2024
দশম আন্তর্জাতিক যোগদিবস (নিজস্ব চিত্র)

লেহ-র প্যাংগং লেক, কারজোক ও 15 হাজার ফুট উঁচুতে সিকিমের মুগুথাং সাব সেক্টরে যোগাসন করেন আইটিবিপি-র জওয়ানরা ৷ আইটিবিপি দীর্ঘদিন ধরে চিনের সঙ্গে থাকা হিমালয় সীমান্ত অঞ্চল জুড়ে যোগাসনের প্রচার করেছে ৷ চরম উচ্চতার কারণে সৃষ্ট শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলায় যোগাসনের গুরুত্ব স্পষ্ট হয়েছে এর থেকে ৷

International Yoga Day 2024
লেহ-তে প্যাংগং লেকের পাশে যোগাসন আইটিবিপি-র জওয়ানদের৷ (নিজস্ব চিত্র)

দশম আন্তর্জাতিক যোগ দিবসে লাদাখ থেকে সিকিম পর্যন্ত ভারতীয় সেনা যেমন সামিল হয়েছে, তেমনই দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরাও যোগাসনের মাধ্যমে এই দিনটি পালন করেন ৷ বিএসএফ জওয়ানরা অমৃতসরের আটারিতে জয়েন্ট চেক পোস্টে যোগাসন করেন ৷ সবমিলিয়ে যোগাসনকে সারা বিশ্বে তুলে ধরার পর পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নিজেদের শারীরিক সক্ষমতা ও মানসিক নমনীয়তাকে তুলে ধরেন ৷

International Yoga Day 2024
নর্দান ফ্রন্ট্রিয়ারের তুষারাবৃত এলাকায় ভারতীয় সেনা জওয়ানদের যোগাসন৷ (নিজস্ব চিত্র)

আয়ুষ মন্ত্রক, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস বা আইসিসিআর-এর সঙ্গে সহযোগিতায়, 'পরিবারের সঙ্গে যোগ' ভিডিয়ো প্রতিযোগিতার মতো উদ্যোগের মাধ্যমে যোগব্যায়াম কার্যক্রমে বৃহত্তর অংশগ্রহণের সুবিধা দিয়েছে । এই প্রচেষ্টার লক্ষ্য ছিল পারিবারিক বন্ধন ও যোগব্যায়ামে বিশ্বব্যাপী সম্পৃক্ততা ৷ মাইগভ ও মাইভারত-এর মতো প্ল্যাটফর্মে 30 জুন পর্যন্ত এই সংক্রান্ত ভিডিয়ো আপলোড করা হবে ৷

International Yoga Day 2024
আইএনএস বিক্রমাদিত্যতে যোগাসন৷ (নিজস্ব চিত্র)

হায়দরাবাদ, 21 জুন: দেশজুড়ে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা কর্মীরা দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন ৷ তাঁরা এই দিনটিকে উদযাপনের মাধ্যমে নিজেদের শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য উৎসর্গ করেছেন ৷ ভারতের শক্তিশালী বিমানবাহী বাহক আইএনএস বিক্রমাদিত্য-তে নাবিকরা সকালে যোগাসনের মাধ্যমে দিন শুরু করেন । এই ইভেন্টে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যোগাসনের গুরুত্বের উপর জোর দেওয়া হয় ৷ নৌবাহিনীর কর্মীদের পাশাপাশি শিশুরাও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷

যোগদিবসে সামিল ভারতীয় সৈনিকরা (ইটিভি ভারত)

একই সঙ্গে ভারতীয় সেনার জওয়ানরা উত্তর সীমান্ত ও পূর্ব লাদাখে বরফে ঢাকা এলাকায় যোগাসন করেন ৷ অনেক উচ্চতা সত্ত্বেও তাঁরা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি শেষ করেন ৷ এর থেকে জওয়ানদের শারীরিক নমনীয়তা, যে কোনও পরিস্থিতি স্বাস্থ্য ধরে রাখার বিষয়টি স্পষ্ট হয়েছে ৷ পাশাপাশি যোগাসনের গুরুত্বের বিষয়টি সামনে এসেছে ৷

International Yoga Day 2024
দশম আন্তর্জাতিক যোগদিবস (নিজস্ব চিত্র)

লেহ-র প্যাংগং লেক, কারজোক ও 15 হাজার ফুট উঁচুতে সিকিমের মুগুথাং সাব সেক্টরে যোগাসন করেন আইটিবিপি-র জওয়ানরা ৷ আইটিবিপি দীর্ঘদিন ধরে চিনের সঙ্গে থাকা হিমালয় সীমান্ত অঞ্চল জুড়ে যোগাসনের প্রচার করেছে ৷ চরম উচ্চতার কারণে সৃষ্ট শারীরিক চ্যালেঞ্জ মোকাবিলায় যোগাসনের গুরুত্ব স্পষ্ট হয়েছে এর থেকে ৷

International Yoga Day 2024
লেহ-তে প্যাংগং লেকের পাশে যোগাসন আইটিবিপি-র জওয়ানদের৷ (নিজস্ব চিত্র)

দশম আন্তর্জাতিক যোগ দিবসে লাদাখ থেকে সিকিম পর্যন্ত ভারতীয় সেনা যেমন সামিল হয়েছে, তেমনই দেশের বিভিন্ন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরাও যোগাসনের মাধ্যমে এই দিনটি পালন করেন ৷ বিএসএফ জওয়ানরা অমৃতসরের আটারিতে জয়েন্ট চেক পোস্টে যোগাসন করেন ৷ সবমিলিয়ে যোগাসনকে সারা বিশ্বে তুলে ধরার পর পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নিজেদের শারীরিক সক্ষমতা ও মানসিক নমনীয়তাকে তুলে ধরেন ৷

International Yoga Day 2024
নর্দান ফ্রন্ট্রিয়ারের তুষারাবৃত এলাকায় ভারতীয় সেনা জওয়ানদের যোগাসন৷ (নিজস্ব চিত্র)

আয়ুষ মন্ত্রক, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস বা আইসিসিআর-এর সঙ্গে সহযোগিতায়, 'পরিবারের সঙ্গে যোগ' ভিডিয়ো প্রতিযোগিতার মতো উদ্যোগের মাধ্যমে যোগব্যায়াম কার্যক্রমে বৃহত্তর অংশগ্রহণের সুবিধা দিয়েছে । এই প্রচেষ্টার লক্ষ্য ছিল পারিবারিক বন্ধন ও যোগব্যায়ামে বিশ্বব্যাপী সম্পৃক্ততা ৷ মাইগভ ও মাইভারত-এর মতো প্ল্যাটফর্মে 30 জুন পর্যন্ত এই সংক্রান্ত ভিডিয়ো আপলোড করা হবে ৷

International Yoga Day 2024
আইএনএস বিক্রমাদিত্যতে যোগাসন৷ (নিজস্ব চিত্র)
Last Updated : Jun 21, 2024, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.