ETV Bharat / bharat

দেশের একাধিক বিমানবন্দরে উড়ান বাতিল করল ইন্ডিগো-এয়ার ইন্ডিয়া - FLIGHTS CANCELLED

ভারত-পাক পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত ৷ দুই বিমান সংস্থার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, আজ (মঙ্গলবার) একাধিক বিমানবন্দরে বন্ধ থাকবে পরিষেবা ৷

FLIGHTS CANCELLED
ফাইল ছবি (আইএনএস)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2025 at 7:55 AM IST

Updated : May 13, 2025 at 10:58 AM IST

2 Min Read

নয়াদিল্লি, 13 মে: ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের বেশ কিছু বিমানবন্দরে পরিষেবা বাতিলের কথা জানাল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷ তাই আজ (মঙ্গলবার) জম্মু-অমৃতসর-চণ্ডীগড়-লেহ-শ্রীনগর-রাজকোটে ইন্ডিগোর বিমান বাতিল করা হয়েছে ৷

গতকাল (সোমবার) রাতে বিবৃতি দিয়ে ইন্ডিগো উড়ান সংস্থা এক্স পোস্টে লিখেছে, "এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের সব উড়ান বাতিল করা হয়েছে।" ওই বিবৃতিতে যাত্রীদের উদ্দেশে আরও বলা হয়েছে, বিমানবন্দরে পৌঁছনোর আগে ইন্ডিগোর ওয়েবসাইট বা অ্যাপে 'ফ্লাইট স্টেটাস' দেখে নেওয়ার কথা । তারপরই রওনা দেওয়া কথা উল্লেখ করা হয়েছে ৷

পাশাপাশি, যাত্রীদের অসুবিধার জন্য ইন্ডিগোর তরফে দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, আমাদের দলগুলি সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তাৎক্ষণিকভাবে আপনাকে পরবর্তী আপডেট সম্পর্কে অবহিত করা হবে ৷

এদিকে এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, "বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের নিরাপত্তার সুবিধার্থে 13 মে মঙ্গলবার জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভূজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে আসা এবং যাওয়ার ফ্লাইটগুলি বাতিল করা হয়েছে । আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আপনাদের আপডেট দিতে থাকব । আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ কেন্দ্রে 011-69329333 / 011-69329999 নম্বরে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট http://airindia.com দেখুন ।"

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে গন্তব্য অমৃতসরে না-গিয়ে ইন্ডিগোর ওই বিমান যাত্রীদের নিয়ে ফিরে আসে ৷ তারপরই এই পদক্ষেপ করে ইন্ডিগো ৷ কারণ অমৃতসরে সতর্কতামূলক ব্যবস্থা অনুযায়ী প্রশাসনের তরফে ব্ল্যাকআউট করে দেওয়া হয় ৷ তাই বিমানবন্দরে না-নামতে পেরে দিল্লিতে অবতরণ করে ইন্ডিগোর ফ্লাইটটি ৷

উল্লেখ্য, যে বিমানবন্দরগুলির জন্য ফ্লাইট বাতিল করা হয়েছে, সেগুলি সবই এমন এলাকা যেগুলি কয়েক'দিন ধরে সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার ভোররাত থেকে পরিস্থিতি স্বাভাবিকের পথে এগোনোয় সোমবার এগুলি খুলে দেওয়া হয় ৷ কিন্তু এদিন রাতেই ফের সিদ্ধান্ত বদলের কথা জানায় ইন্ডিগো কর্তৃপক্ষ ৷

যদিও স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, বিমান চলাচলের যে নিষেধাজ্ঞা ছিল তা ইতিমধ্যেই তা তুলে নেওয়া হয়েছে ৷ লেহ, শ্রীনগর, জম্মু, ধরমশালা, কান্দলা এবং অমৃতসর থেকে শীঘ্রই বিমান চলাচল শুরু হবে ৷"

নয়াদিল্লি, 13 মে: ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের বেশ কিছু বিমানবন্দরে পরিষেবা বাতিলের কথা জানাল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷ তাই আজ (মঙ্গলবার) জম্মু-অমৃতসর-চণ্ডীগড়-লেহ-শ্রীনগর-রাজকোটে ইন্ডিগোর বিমান বাতিল করা হয়েছে ৷

গতকাল (সোমবার) রাতে বিবৃতি দিয়ে ইন্ডিগো উড়ান সংস্থা এক্স পোস্টে লিখেছে, "এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের সব উড়ান বাতিল করা হয়েছে।" ওই বিবৃতিতে যাত্রীদের উদ্দেশে আরও বলা হয়েছে, বিমানবন্দরে পৌঁছনোর আগে ইন্ডিগোর ওয়েবসাইট বা অ্যাপে 'ফ্লাইট স্টেটাস' দেখে নেওয়ার কথা । তারপরই রওনা দেওয়া কথা উল্লেখ করা হয়েছে ৷

পাশাপাশি, যাত্রীদের অসুবিধার জন্য ইন্ডিগোর তরফে দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, আমাদের দলগুলি সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তাৎক্ষণিকভাবে আপনাকে পরবর্তী আপডেট সম্পর্কে অবহিত করা হবে ৷

এদিকে এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, "বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের নিরাপত্তার সুবিধার্থে 13 মে মঙ্গলবার জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভূজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে আসা এবং যাওয়ার ফ্লাইটগুলি বাতিল করা হয়েছে । আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আপনাদের আপডেট দিতে থাকব । আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ কেন্দ্রে 011-69329333 / 011-69329999 নম্বরে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট http://airindia.com দেখুন ।"

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে গন্তব্য অমৃতসরে না-গিয়ে ইন্ডিগোর ওই বিমান যাত্রীদের নিয়ে ফিরে আসে ৷ তারপরই এই পদক্ষেপ করে ইন্ডিগো ৷ কারণ অমৃতসরে সতর্কতামূলক ব্যবস্থা অনুযায়ী প্রশাসনের তরফে ব্ল্যাকআউট করে দেওয়া হয় ৷ তাই বিমানবন্দরে না-নামতে পেরে দিল্লিতে অবতরণ করে ইন্ডিগোর ফ্লাইটটি ৷

উল্লেখ্য, যে বিমানবন্দরগুলির জন্য ফ্লাইট বাতিল করা হয়েছে, সেগুলি সবই এমন এলাকা যেগুলি কয়েক'দিন ধরে সামরিক সংঘাতের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার ভোররাত থেকে পরিস্থিতি স্বাভাবিকের পথে এগোনোয় সোমবার এগুলি খুলে দেওয়া হয় ৷ কিন্তু এদিন রাতেই ফের সিদ্ধান্ত বদলের কথা জানায় ইন্ডিগো কর্তৃপক্ষ ৷

যদিও স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, বিমান চলাচলের যে নিষেধাজ্ঞা ছিল তা ইতিমধ্যেই তা তুলে নেওয়া হয়েছে ৷ লেহ, শ্রীনগর, জম্মু, ধরমশালা, কান্দলা এবং অমৃতসর থেকে শীঘ্রই বিমান চলাচল শুরু হবে ৷"

Last Updated : May 13, 2025 at 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.