ETV Bharat / bharat

'এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে', ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর

Israel-Gaza Conflict: ইজরায়েল বনাম গাজা যুদ্ধ এখনও জারি ৷ গত বছরের অক্টোবর মাস থেকে এই যুদ্ধ চলছে ৷ ভারত এ বিষয়ে কী ভাবছে, তা স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 9:22 AM IST

ETV Bharat
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: "মানবিক সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে মানুষ দ্রুত রেহাই পায়", রাষ্ট্রসংঘের মানবাধিকার পর্ষদের 55তম সেশনে গাজায় যুদ্ধ প্রসঙ্গে বললেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি আরও জানান, জঙ্গি হামলা এবং অপহরণ একেবারেই গ্রহণযোগ্য নয় ৷

গত বছরের 7 অক্টোবর ইজরায়েলে জঙ্গি হামলা চালায় হামাস গোষ্ঠী ৷ তারপরেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ ঘোষণা করেন ৷ নয়াদিল্লি থেকেই রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে ভার্চুয়াল বক্তৃতা দেন জয়শঙ্কর ৷ তিনি জানান, মানবাধিকার রক্ষার আইনকে সবসময় শ্রদ্ধা করতে হবে ৷

ইজরায়েল-গাজা যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, "এই যুদ্ধ যেন দেশের মধ্যে বা তার সীমা ছাড়িয়ে চারদিকে আরও ছড়িয়ে না-পড়ে ৷ দু'টি রাষ্ট্রের সমাধান প্রয়োজন, যেখান প্যালেস্তাইনের মানুষরাও ইজরায়েলের মধ্যেই থাকতে পারবে ৷" এর আগে মিউনিখে সিকিওরিটি কনফারেন্সেও প্যালেস্তাইন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী ৷ তিনি বলেন, "ভারত দীর্ঘ সময় ধরে দু'টি রাষ্ট্রের সমাধানের কথা বলে এসেছে ৷ আমরা দশকের পর দশক ধরে এই অবস্থানেই অনড় রয়েছি ৷ আর এখন বিশ্বের আরও অনেক দেশই এই দু'টি রাষ্ট্রের সমাধানে কথাই বলছে ৷ আর এটা দিনে দিনে আরও জরুরি হয়ে পড়ছে ৷"

হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ এখনও চলছে ৷ 7 অক্টোবরের হামলায় ইজরায়েলে 1 হাজার 200 জনকে হত্যা করা হয়েছিল ৷ এছাড়া অন্য 220 জনকে অপহরণ করেছিল হামাস বাহিনী ৷ পরে তাদের কয়েকজনকে ছেড়ে দেওয়া হয় ৷ এদিকে ইজরায়েলের সামরিক অভিযানে গাজায় প্রায় 30 হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ এই যুদ্ধের প্রথম থেকেই আমেরিকা ইজরায়েলের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে ৷ তবে এই মুহূর্তে ইজরায়েল-গাজা যুদ্ধে বিশ্বের দেশগুলি দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ৷ কোনও কোনও দেশ ইজরায়েলকে সমর্থন করলেও, বহু দেশই প্যালেস্তাইনের পক্ষে রয়েছে ৷ সোমবারই ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের সামনে মার্কিন সিক্রেট সার্ভিসেসের এক কর্মী আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ৷

আরও পড়ুন:

  1. ইজরায়েল-হামাস যুদ্ধের জের, প্রেসিডেন্টের কাছে পদত্যাগ প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর
  2. মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের আসরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের
  3. 'নাগরিক মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে পারত ইজরায়েল', মন্তব্য জয়শঙ্করের

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: "মানবিক সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে মানুষ দ্রুত রেহাই পায়", রাষ্ট্রসংঘের মানবাধিকার পর্ষদের 55তম সেশনে গাজায় যুদ্ধ প্রসঙ্গে বললেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি আরও জানান, জঙ্গি হামলা এবং অপহরণ একেবারেই গ্রহণযোগ্য নয় ৷

গত বছরের 7 অক্টোবর ইজরায়েলে জঙ্গি হামলা চালায় হামাস গোষ্ঠী ৷ তারপরেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ ঘোষণা করেন ৷ নয়াদিল্লি থেকেই রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে ভার্চুয়াল বক্তৃতা দেন জয়শঙ্কর ৷ তিনি জানান, মানবাধিকার রক্ষার আইনকে সবসময় শ্রদ্ধা করতে হবে ৷

ইজরায়েল-গাজা যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, "এই যুদ্ধ যেন দেশের মধ্যে বা তার সীমা ছাড়িয়ে চারদিকে আরও ছড়িয়ে না-পড়ে ৷ দু'টি রাষ্ট্রের সমাধান প্রয়োজন, যেখান প্যালেস্তাইনের মানুষরাও ইজরায়েলের মধ্যেই থাকতে পারবে ৷" এর আগে মিউনিখে সিকিওরিটি কনফারেন্সেও প্যালেস্তাইন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী ৷ তিনি বলেন, "ভারত দীর্ঘ সময় ধরে দু'টি রাষ্ট্রের সমাধানের কথা বলে এসেছে ৷ আমরা দশকের পর দশক ধরে এই অবস্থানেই অনড় রয়েছি ৷ আর এখন বিশ্বের আরও অনেক দেশই এই দু'টি রাষ্ট্রের সমাধানে কথাই বলছে ৷ আর এটা দিনে দিনে আরও জরুরি হয়ে পড়ছে ৷"

হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ এখনও চলছে ৷ 7 অক্টোবরের হামলায় ইজরায়েলে 1 হাজার 200 জনকে হত্যা করা হয়েছিল ৷ এছাড়া অন্য 220 জনকে অপহরণ করেছিল হামাস বাহিনী ৷ পরে তাদের কয়েকজনকে ছেড়ে দেওয়া হয় ৷ এদিকে ইজরায়েলের সামরিক অভিযানে গাজায় প্রায় 30 হাজার মানুষের মৃত্যু হয়েছে ৷ এই যুদ্ধের প্রথম থেকেই আমেরিকা ইজরায়েলের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে ৷ তবে এই মুহূর্তে ইজরায়েল-গাজা যুদ্ধে বিশ্বের দেশগুলি দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ৷ কোনও কোনও দেশ ইজরায়েলকে সমর্থন করলেও, বহু দেশই প্যালেস্তাইনের পক্ষে রয়েছে ৷ সোমবারই ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের সামনে মার্কিন সিক্রেট সার্ভিসেসের এক কর্মী আগুন লাগিয়ে আত্মহত্যা করেন ৷

আরও পড়ুন:

  1. ইজরায়েল-হামাস যুদ্ধের জের, প্রেসিডেন্টের কাছে পদত্যাগ প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর
  2. মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের আসরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা জয়শংকরের
  3. 'নাগরিক মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে পারত ইজরায়েল', মন্তব্য জয়শঙ্করের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.