নয়াদিল্লি, 21 নভেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ছকের কথা জানতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কানাডিয়ান মিডিয়া রিপোর্টের এই দাবিকে উড়িয়ে দিল দিল্লি ৷ বিদেশমন্ত্রক বিষয়টিকে হাস্যকর বলে ব্যাখা করেছে ৷
সম্প্রতি কানাডার সংবাদমাধ্যমে দাবি করা হয়, খালিস্তানি জঙ্গিকে হত্যার ছক কষেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর সে কথা জানতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ ফলে নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত খোদ প্রধানমন্ত্রী মোদি বলেও দাবি করা হয় ওই সংবাদমাধ্যমের তরফে ৷ জাস্টিন ট্রুডোর সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিককে উদ্ধৃত করে ওই মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয় ৷
কানাডিয়ান সংবাদমাধ্যমের সেই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা সাধারণত মিডিয়া রিপোর্ট নিয়ে মন্তব্য করি না । তবে, কানাডা সরকারের সূত্রকে উদ্ধৃত করে যখন একটি সংবাদপত্রে এই ধরনের হাস্যকর বিবৃতি প্রকাশ করেছে, সেই মন্তব্যকে ভিত্তিহীন বলে অবহেলার সঙ্গে খারিজ করা উচিত ৷ ভারতকে বদনাম করার জন্য এই ধরনের মিথ্যা প্রচার দু'দেশের সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে ।"
গত বছর জুন মাসে কানাডার মাটিতে হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করে আততায়ীরা । সেই ঘটনায় 'ভারত সরকারের এজেন্ট'দের হাত রয়েছে বলে অভিযোগ করেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ যদিও বিদেশমন্ত্রক সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় ৷ তবে এরপরে দু'দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷
কানাডায় ভারতের শীর্ষ কূটনীতিককে বরখাস্ত করে সেদেশের সরকার ৷ পালটা ভারতে থাকা কানাডার কূটনীতিকবিদদের দেশে ফেরত পাঠায় দিল্লি ৷ এই নিয়ে দু'দেশের মধ্যে কূটনীতিক অচলাবস্থার সৃষ্টি হয় ৷ সেই অবস্থা স্বাভাবিক হওয়ার আগেই ফের বিস্ফোরক দাবি করা হয় কানাডার একটি সংবাদমাধ্যমে ৷ এর ফলে দু'দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকতে পারে বলে মনে করছে বিদেশমন্ত্রক ৷