ETV Bharat / bharat

হোশিয়ারপুর-অমৃতসরে ব্ল্যাকআউট, জম্মুতে সন্দেহজনক ড্রোন; সীমান্তে তৎপর সেনা - INDIA PAKISTAN TENSIONS

জম্মু ও কাশ্মীরের সাম্বায় 10 থেকে 12টি ড্রোন আটক করা হয়েছে। পঞ্জাবের হোশিয়ারপুর প্রশাসন নিশ্চিত করেছে যে, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

Suspected Drones
জম্মুতে সন্দেহজনক ড্রোন (ছবি: এএনআই)
author img

By PTI

Published : May 12, 2025 at 11:45 PM IST

2 Min Read

জম্মু, 12 মে: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করার বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছুক্ষণ পরেই, জম্মু ও কাশ্মীরের সাম্বায় 10 থেকে 12টি ড্রোন আটক করা হয়েছে।

পঞ্জাবের হোশিয়ারপুর প্রশাসন নিশ্চিত করেছে যে, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। উধমপুরের নর্দার্ন কমান্ড এবং এয়ার ফোর্স স্টেশনের উপরে প্রায় 15টি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। কাটরার দিকে প্রায় 5টি ড্রোন দেখা গিয়েছে। জলন্ধর জেলার সুরনাসি গ্রামের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, সশস্ত্র বাহিনী ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করার জন্য সক্রিয়ভাবে সীমান্তবর্তী এলাকাজুড়ে নিযুক্ত রয়েছে।

জম্মু ও কাশ্মীরের সাম্বায় বিস্ফোরণের শব্দ শোনার পরই ব্ল্যাকআউট করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ড্রোন দেখা যাওয়ার বিষয়ে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, "তুলনামূলকভাবে, সাম্বা সেক্টরে খুব কম ড্রোন এসেছে। সেগুলির মোকাবিলা করা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছুক্ষণ পর থেকেই সাম্বায় ড্রোনের কার্যকলাপ দেখা যায়। তবে তা সেনা তৎপরতায় নামিয়ে ফেলা হয়েছে ।

হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা নিশ্চিত করেছেন যে, দাসুয়া এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগ করছি। ওরা প্রশাসনকে জানিয়েছে যে, সেনা এলাকায় ড্রোন দেখার পর থেকে সে বিষয়ে কাজ করছে।" তিনি আরও বলেন, সেনার তথ্যের ভিত্তিতে হোশিয়ারপুরের দাসুহা এবং মুকেরিয়া এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় অমৃতসরগামী ইন্ডিগোর একটি বিমান সেখানে সতর্কতামূলক ব্ল্যাকআউট ব্যবস্থা কার্যকর করার পর বাধ্য হয়েই রাজধানীতে ফিরে আসে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com-এ পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লি থেকে অমৃতসরগামী ফ্লাইট 6E2045 কিছুক্ষণ আকাশে থাকার পর দিল্লিতে ফিরে আসে। যদিও, ইন্ডিগোর তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

'ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইলিং সহ্য করবে না', পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

জম্মু, 12 মে: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করার বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছুক্ষণ পরেই, জম্মু ও কাশ্মীরের সাম্বায় 10 থেকে 12টি ড্রোন আটক করা হয়েছে।

পঞ্জাবের হোশিয়ারপুর প্রশাসন নিশ্চিত করেছে যে, বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। উধমপুরের নর্দার্ন কমান্ড এবং এয়ার ফোর্স স্টেশনের উপরে প্রায় 15টি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। কাটরার দিকে প্রায় 5টি ড্রোন দেখা গিয়েছে। জলন্ধর জেলার সুরনাসি গ্রামের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, সশস্ত্র বাহিনী ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করার জন্য সক্রিয়ভাবে সীমান্তবর্তী এলাকাজুড়ে নিযুক্ত রয়েছে।

জম্মু ও কাশ্মীরের সাম্বায় বিস্ফোরণের শব্দ শোনার পরই ব্ল্যাকআউট করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় ড্রোন দেখা যাওয়ার বিষয়ে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, "তুলনামূলকভাবে, সাম্বা সেক্টরে খুব কম ড্রোন এসেছে। সেগুলির মোকাবিলা করা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছুক্ষণ পর থেকেই সাম্বায় ড্রোনের কার্যকলাপ দেখা যায়। তবে তা সেনা তৎপরতায় নামিয়ে ফেলা হয়েছে ।

হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা নিশ্চিত করেছেন যে, দাসুয়া এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে যোগাযোগ করছি। ওরা প্রশাসনকে জানিয়েছে যে, সেনা এলাকায় ড্রোন দেখার পর থেকে সে বিষয়ে কাজ করছে।" তিনি আরও বলেন, সেনার তথ্যের ভিত্তিতে হোশিয়ারপুরের দাসুহা এবং মুকেরিয়া এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় অমৃতসরগামী ইন্ডিগোর একটি বিমান সেখানে সতর্কতামূলক ব্ল্যাকআউট ব্যবস্থা কার্যকর করার পর বাধ্য হয়েই রাজধানীতে ফিরে আসে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com-এ পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লি থেকে অমৃতসরগামী ফ্লাইট 6E2045 কিছুক্ষণ আকাশে থাকার পর দিল্লিতে ফিরে আসে। যদিও, ইন্ডিগোর তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

'ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইলিং সহ্য করবে না', পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.