নয়াদিল্লি, 12 মে: সোমবার অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, ভারত কোনও ধরণের পারমাণবিক হামলার হুমকি সহ্য করবে না। তিনি বলেন, "ভারত কোনও ধরণের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। ভারত পারমাণবিক ব্ল্যাকমেইলের আড়ালে চালিত জঙ্গি পরিকাঠামোগুলিকে সুনির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত হামলার লক্ষ্যবস্তু করবে।" প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন যে, অপারেশন সিঁদুর হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিগত অবস্থানের প্রতিফলন।
জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, "সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী সরকার এবং সন্ত্রাসবাদের প্রভুদের আলাদা করে দেখা হবে না। অপারেশন সিঁদুরের সময়, যখন পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ কর্তারা মৃত জঙ্গিদের বিদায় জানাতে ছুটে এসেছেন, তখন বিশ্ব পাকিস্তানের কুৎসিত সত্যটি দেখতে পেয়েছে। এটি সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার একটি বড় প্রমাণ। ভারত এবং আমাদের নাগরিকদের যে কোনও হুমকি থেকে রক্ষা করার জন্য আমরা দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব।"
জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে বার্তা মোদির
প্রধানমন্ত্রী বলেন, "আমরা প্রতিবারই যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে পরাজিত করেছি। এবার অপারেশন সিঁদুর তাতে একটি নতুন মাত্রা যোগ করেছে। আমরা মরুভূমি এবং পাহাড়ে আমাদের সক্ষমতা প্রদর্শন করেছি এবং নতুন যুগের যুদ্ধেও আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। এই অভিযানের সময়, আমাদের ভারতে তৈরি অস্ত্রের সত্যতা প্রমাণিত হয়েছে। আজ বিশ্ব একবিংশ শতাব্দীর যুদ্ধে ভারতে তৈরি প্রতিরক্ষা অস্ত্র দেখছে।"
তিনি বলেন, "সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এটা অবশ্যই যুদ্ধের যুগ নয়। কিন্তু, এটা সন্ত্রাসবাদের যুগও নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতাই একটি উন্নত বিশ্বের মানসিকতা।"
'সামরিক অভিযান স্থগিত হয়েছে মাত্র, বন্ধ হয়নি', পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদির