ETV Bharat / bharat

অগ্নিগর্ভ বাংলাদেশে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ভারতীয় বিদেশ মন্ত্রকের - Advisory for Bangladesh

Protesters are demanding the resignation of PM Sheikh Hasina: অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে ভারতীয়দের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বিদেশমন্ত্রক ৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না-হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে ৷ নতুন করে উত্তপ্ত হয়ে ওঠেছে বাংলাদেশ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 7:12 AM IST

Updated : Aug 5, 2024, 8:05 AM IST

ADVISORY FOR BANGLADESH
বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 5 অগস্ট: কোটা সংস্কার ইস্যুতে নতুন করে অগ্নিগর্ভ বাংলাদেশ ৷ শনিবার রাত থেকে আন্দোলনকারী ও বাংলাদেশ আওয়ামি লিগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে ৷ এই সংঘর্ষে রবিবার রাত পর্যন্ত কমপক্ষে 91 জনের প্রাণ গিয়েছে ৷ এ অবস্থায় পদ্মাপাড়ের দেশে ভারতীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল বিদেশমন্ত্রক ৷

রবিবার রাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশে বার্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয়দের সে দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না-হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ৷ পাশাপাশি নির্দেশিকায় বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয়েছে ৷ জরুরি পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে ৷ যোগাযোগের জন্য নির্দেশিকায় যে তিনটি ফোন নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল- +8801958383679, +8801958383680 এবং +8801937400591 ৷

কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল বাংলাদেশ৷ প্রবল জনরোষের ফলে পিছু হটে হাসিনা সরকার ৷ কোটা সংস্কারের পক্ষে রায় দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট ৷ তবে কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালত রায় দিলেও ন’দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন ছাত্র ৷ শনিবার রাত থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নতুন করে অসহযোগ আন্দোলন শুরু করেছে বাংলাদেশের ছাত্রদের একাংশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশদুড়ে কারফিউ জারি হয় ৷

শনিবার রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আঁচ পেয়েছিল শেখ হাসিনা সরকার ৷ সেই কারণ, মধ্যরাতেই জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ অভিযোগ, রবিবার সকালে আন্দোলনকারী পড়ুয়ারা যখন অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, তখন আওয়ামি লিগ, ছাত্র লিগ এবং যুব লিগের সদস্য ও সমর্থকরা বাধা দেন ৷ আর তার জেরে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় ৷ সংঘর্যে রবিবার রাত পর্যন্ত কমপক্ষে 91 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এদের মধ্যে 14 জন পুলিশ কর্মী রয়েছেন বলেও জানা গিয়েছে ৷

উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে সিলেটে অবস্থিত ভারতীয় হাইকমিশনের অফিস থেকে এক্স হ্যান্ডেলে একটি অ্যাডভাইসরি প্রকাশ করা হয়েছে ৷ সিলেটে থাকা ভারতীয়দের জন্য জরুরি ক্ষেত্রে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে ৷ হাইকমিশনের এই নির্দেশিকায় বলা হয়েছে, "সিলেটে অবস্থিত ভারতের হাইকমিশনের এই সহকারী অফিসের অন্তর্গত এলাকায় বসবাসকারী ভারতীয়দের বলা হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলুন ৷ পাশাপাশি, প্রতি মুহূর্তে সতর্ক থাকুন ৷ যদি কোনও জরুরি পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে, +88-01313076402 নম্বরে যোগাযোগ করবেন ৷"

নয়াদিল্লি, 5 অগস্ট: কোটা সংস্কার ইস্যুতে নতুন করে অগ্নিগর্ভ বাংলাদেশ ৷ শনিবার রাত থেকে আন্দোলনকারী ও বাংলাদেশ আওয়ামি লিগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে ৷ এই সংঘর্ষে রবিবার রাত পর্যন্ত কমপক্ষে 91 জনের প্রাণ গিয়েছে ৷ এ অবস্থায় পদ্মাপাড়ের দেশে ভারতীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল বিদেশমন্ত্রক ৷

রবিবার রাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশে বার্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয়দের সে দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পরবর্তী বিজ্ঞপ্তি জারি না-হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ৷ পাশাপাশি নির্দেশিকায় বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করা হয়েছে ৷ জরুরি পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে ৷ যোগাযোগের জন্য নির্দেশিকায় যে তিনটি ফোন নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল- +8801958383679, +8801958383680 এবং +8801937400591 ৷

কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল বাংলাদেশ৷ প্রবল জনরোষের ফলে পিছু হটে হাসিনা সরকার ৷ কোটা সংস্কারের পক্ষে রায় দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট ৷ তবে কোটা সংস্কার নিয়ে দেশের সর্বোচ্চ আদালত রায় দিলেও ন’দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন ছাত্র ৷ শনিবার রাত থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নতুন করে অসহযোগ আন্দোলন শুরু করেছে বাংলাদেশের ছাত্রদের একাংশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশদুড়ে কারফিউ জারি হয় ৷

শনিবার রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আঁচ পেয়েছিল শেখ হাসিনা সরকার ৷ সেই কারণ, মধ্যরাতেই জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ অভিযোগ, রবিবার সকালে আন্দোলনকারী পড়ুয়ারা যখন অসহযোগ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, তখন আওয়ামি লিগ, ছাত্র লিগ এবং যুব লিগের সদস্য ও সমর্থকরা বাধা দেন ৷ আর তার জেরে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় ৷ সংঘর্যে রবিবার রাত পর্যন্ত কমপক্ষে 91 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এদের মধ্যে 14 জন পুলিশ কর্মী রয়েছেন বলেও জানা গিয়েছে ৷

উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে সিলেটে অবস্থিত ভারতীয় হাইকমিশনের অফিস থেকে এক্স হ্যান্ডেলে একটি অ্যাডভাইসরি প্রকাশ করা হয়েছে ৷ সিলেটে থাকা ভারতীয়দের জন্য জরুরি ক্ষেত্রে একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে ৷ হাইকমিশনের এই নির্দেশিকায় বলা হয়েছে, "সিলেটে অবস্থিত ভারতের হাইকমিশনের এই সহকারী অফিসের অন্তর্গত এলাকায় বসবাসকারী ভারতীয়দের বলা হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলুন ৷ পাশাপাশি, প্রতি মুহূর্তে সতর্ক থাকুন ৷ যদি কোনও জরুরি পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে, +88-01313076402 নম্বরে যোগাযোগ করবেন ৷"

Last Updated : Aug 5, 2024, 8:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.