ETV Bharat / bharat

বন্যাত্রাণ দিতে গিয়ে জলে পড়ে গেল বায়ুসেনার চপার, দেখুন ভিডিয়ো - IAF Chopper Crash

IAF Chopper Crashes In Bihar: বন্যা বিধ্বস্ত বিহারে ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে বায়ুসেনার চপার । ইঞ্জিনে বিকল হয়ে জলে পড়ে গেল চপারটি ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 5:10 PM IST

Updated : Oct 2, 2024, 6:54 PM IST

IAF Chopper Crashes
জলে পড়ল বায়ুসেনার চপার (ইটিভি ভারত)

মুজাফফরপুর, 2 অক্টোবর: পাইলটের বুদ্ধিমত্তার জেরে বড় দুর্ঘটনা এড়াল বায়ুসেনার চপার ৷ বিহারের মুজফফরপুরে আজ বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ে । জানা গিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জলে পড়ে যায় চপারটি । যদিও পাইলটের বুদ্ধিমত্তার জেরে বড় দুর্ঘটনা হয়নি ৷ চপারের সমস্ত কর্মীরাই নিরাপদে আছেন ।

কী হয়েছে ?

বন্যায় বিধ্বস্ত বিহার ৷ রাজ্যের একাধিক জেলা জলের তলায় ৷ উদ্ধারকার্যে নেমেছে বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ ৷ ওই উদ্ধারকার্যেই গিয়েছিল বায়ুসেনার চপারটি ৷ জলের কাছাকাছি নেমে ত্রাণ বিলি করার সময় চপারটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় । পাইলট ও অন্যান্য বায়ুসেনা কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য এসকেএমসিএইচে নিয়ে যাওয়া হয়েছে । দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সচিব প্রত্যয় অমৃত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

বন্যাত্রাণ দিতে গিয়ে জলে পড়ে গেল বায়ুসেনার চপার (ইটিভি ভারত)

মুজাফফরপুরে বায়ুসেনার চপার ক্র্যাশ: বিহারে বন্যার কারণে 29টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে । রাজ্যের কোসি, গন্ডক, কমলা বালানের মতো নদীগুলি প্লাবিত । লক্ষ লক্ষ মানুষ বিধ্বস্ত । জনগণকে ত্রাণ দিতে গতকাল থেকে নেমেছে বায়ুসেনা, বিপর্যয় মোকাবিলা দল ৷ খাবারের প্যাকেট বিতরণ করা হচ্ছে । এদিন ওই উদ্ধার কাজ করার সময়ই হেলিকপ্টারটির ইঞ্জিন বিকল হয়ে যায় ৷ ফলে জলের মধ্যে পড়ে যায় হেলিকপ্টারটি ।

এসডিআরএফ টিম উদ্ধারে নেমেছে: বিহারে বন্যার কারণে অনেক এলাকায় এখনও মানুষ আটকে রয়েছেন । তাদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে ৷ বায়ুসেনা কর্মীরা তাদের কাছে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে শুরু করেছে ৷ তারমধ্যেই দুর্ঘটনাটি ঘটেছে । স্থানীয় ডুবুরি ও এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে । পাইলট ও চপারে থাকা বায়ুসেনার অন্যান্য সদস্যরা বর্তমানে স্বাভাবিক রয়েছেন ৷

মুজাফফরপুর, 2 অক্টোবর: পাইলটের বুদ্ধিমত্তার জেরে বড় দুর্ঘটনা এড়াল বায়ুসেনার চপার ৷ বিহারের মুজফফরপুরে আজ বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ে । জানা গিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জলে পড়ে যায় চপারটি । যদিও পাইলটের বুদ্ধিমত্তার জেরে বড় দুর্ঘটনা হয়নি ৷ চপারের সমস্ত কর্মীরাই নিরাপদে আছেন ।

কী হয়েছে ?

বন্যায় বিধ্বস্ত বিহার ৷ রাজ্যের একাধিক জেলা জলের তলায় ৷ উদ্ধারকার্যে নেমেছে বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ ৷ ওই উদ্ধারকার্যেই গিয়েছিল বায়ুসেনার চপারটি ৷ জলের কাছাকাছি নেমে ত্রাণ বিলি করার সময় চপারটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় । পাইলট ও অন্যান্য বায়ুসেনা কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য এসকেএমসিএইচে নিয়ে যাওয়া হয়েছে । দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সচিব প্রত্যয় অমৃত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

বন্যাত্রাণ দিতে গিয়ে জলে পড়ে গেল বায়ুসেনার চপার (ইটিভি ভারত)

মুজাফফরপুরে বায়ুসেনার চপার ক্র্যাশ: বিহারে বন্যার কারণে 29টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে । রাজ্যের কোসি, গন্ডক, কমলা বালানের মতো নদীগুলি প্লাবিত । লক্ষ লক্ষ মানুষ বিধ্বস্ত । জনগণকে ত্রাণ দিতে গতকাল থেকে নেমেছে বায়ুসেনা, বিপর্যয় মোকাবিলা দল ৷ খাবারের প্যাকেট বিতরণ করা হচ্ছে । এদিন ওই উদ্ধার কাজ করার সময়ই হেলিকপ্টারটির ইঞ্জিন বিকল হয়ে যায় ৷ ফলে জলের মধ্যে পড়ে যায় হেলিকপ্টারটি ।

এসডিআরএফ টিম উদ্ধারে নেমেছে: বিহারে বন্যার কারণে অনেক এলাকায় এখনও মানুষ আটকে রয়েছেন । তাদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে ৷ বায়ুসেনা কর্মীরা তাদের কাছে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে শুরু করেছে ৷ তারমধ্যেই দুর্ঘটনাটি ঘটেছে । স্থানীয় ডুবুরি ও এসডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে । পাইলট ও চপারে থাকা বায়ুসেনার অন্যান্য সদস্যরা বর্তমানে স্বাভাবিক রয়েছেন ৷

Last Updated : Oct 2, 2024, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.