নয়াদিল্লি, 21 অগস্ট: বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমে পোল্যান্ড এবং তারপর যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে যাবেন তিনি ৷ বিদেশ সফরে রওনার দেওয়ার আগে এই সফরকে ঐতিহাসিক বলে জানিয়ে সোশাল মিডিয়ায় সফরসূচি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 21 থেকে 22 অগস্ট পোল্যান্ড এবং তারপর 23 অগস্ট ইউক্রেন সফরে যাবেন । 45 বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর পোল্যান্ডে এটাই প্রথম সফর । এর আগে 1979 সালে ওয়ারশ সফর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরাজি দেশাই । ইউক্রেনের রাজধানী কিভ সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বুধবার বলেন যে, তিনি ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নিজের ভাবনাচিন্তা ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ রয়েছেন ৷ রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে এবং বিশ্ব যখন ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তখন প্রধানমন্ত্রী এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।
Leaving for Warsaw. This visit to Poland comes at a special time- when we are marking 70 years of diplomatic ties between our nations. India cherishes the deep rooted friendship with Poland. This is further cemented by a commitment to democracy and pluralism.
— Narendra Modi (@narendramodi) August 21, 2024
I will hold talks…
বুধবার সকালে জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ আমি পোল্যান্ড প্রজাতন্ত্র এবং ইউক্রেনে একটি আনুষ্ঠানিক সফর শুরু করছি । আমাদের কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে আমার পোল্যান্ড সফর । পোল্যান্ড মধ্য ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার । গণতন্ত্র এবং বহুত্ববাদের প্রতি আমাদের পারস্পরিক প্রতিশ্রুতি আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে । আমাদের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি আমার বন্ধু প্রাইম মিনিস্টার ডোনাল্ড টাস্ক এবং প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডার সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ রয়েছি । আমি পোল্যান্ডের প্রাণবন্ত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করব ৷"
I will be visiting Ukraine at the invitation of President @ZelenskyyUa. This visit will be an opportunity to build on the earlier discussions with him and deepening the India-Ukraine friendship. We will also share perspectives on the peaceful resolution of the ongoing Ukraine…
— Narendra Modi (@narendramodi) August 21, 2024
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে আরও জানান, "পোল্যান্ড থেকে আমি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে ইউক্রেন সফর করব ৷ এটি কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেনে প্রথম সফর ৷ আমি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করার সুযোগের অপেক্ষায় রয়েছি এবং চলমান ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেব ৷ আমরা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার দ্রুত প্রত্যাবর্তনের আশা করি ৷" এই সফর দুই দেশের মধ্যে ব্যাপক যোগাযোগের স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবে কাজ করবে এবং আগামী বছরগুলোতে আরও শক্তিশালী ও প্রাণবন্ত সম্পর্কের ভিত্তি তৈরি করতে সাহায্য করবে বলে আশাবাদী মোদি ।
রুশ ভূখণ্ডে ইউক্রেনের নতুন সামরিক অভিযানের মধ্যেই প্রধানমন্ত্রী মোদি ইউক্রেন সফর করছেন । তিনি রাশিয়া সফর করার কয়েক সপ্তাহ পরই ইউক্রেন সফরে যাচ্ছেন ৷ মোদির রাশিয়া সফরের সমালোচনায় সরব হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমী মিত্ররা ৷ ইউক্রেন জুড়ে একাধিক শহরে রাশিয়ার ব্যারেজের আঘাতে তিন ডজনেরও বেশি লোকের মৃত্যু এবং কিভের একটি শিশুদের হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই রাশিয়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
এক দিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিন্দার মুখে পড়তে হয়েছে মোদিকে ৷ রাশিয়ায় পুতিনের বাসভবনে তাঁর সঙ্গে মোদির আলিঙ্গন করার ছবি দেখানো হয়েছিল ইউক্রেনে । ভারত ও রাশিয়া কোল্ড ওয়ারের পর থেকে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, যার ফলে ক্রেমলিন দিল্লির একটি প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে উঠেছে ।