মুম্বই, 8 এপ্রিল: কমেডিয়ান কুণাল কামরার মামলায় মুম্বই পুলিশকে নোটিশ দিল বম্বে হাইকোর্ট ৷ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলকেও নোটিশ দেওয়া হয়েছে ৷ হাইকোর্টের বিচারপতি সরং কোতওয়াল এবং এসএস মোদকের ডিভিশন বেঞ্চ 16 এপ্রিল মামলাটি শুনবেন বলে জানা গিয়েছে ৷
নাম না করে একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সাহায্যে উপ-মুখ্যমন্ত্রী শিন্ডেকে কুণাল গদ্দার বা বিশ্বাসঘাতক বলেছেন ৷ এমনই দাবি করে তাঁর বিরুদ্ধে পশ্চিম মুম্বইয়ের খার থানায় এফআইআর দায়ের করেন বিধায়ক মুরজি প্যাটেল ৷ সেই ঘটনায় কুণালকে জিজ্ঞাসাবাদের জন্য় তিনবার সমন পাঠায় পুলিশ ৷
এই প্রেক্ষিতে এফআইআর খারিজের দাবি করে হাইকোর্টে আবেদন করেন কুণাল ৷ সেই মামলায় পুলিশ এবং শিবসেনা বিধায়ককে নোটিশ পাঠাল আদালত ৷ গদ্দার মন্তব্যের জন্য কুণালের নামে আরও তিনটি এফআইআর হয়েছে ৷ এর মধ্যে দুটি এফআইআর দায়ের হয়েছে নাসিকে ৷ অন্যটি জলগাঁও-তে ৷ এই তিনটি এফআইআরই খার থানায় স্থানান্তরিত করা হয়েছে ৷
মামলার শুনানিতে এদিন কুণালের আইনজীবী নভরোজ শ্রীভাই হাইকোর্টকে জানান, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের প্রেক্ষিতে মাদ্রাস হাইকোর্টে অন্তর্বতী আগাম জামিনের আবেদন করেছিলেন কুণাল ৷ তাঁর আবেদন গৃহীত হয়েছিল আগেই ৷ এরপর জামিনের মেয়াদ 17 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আদালত ৷
পাশাপাশি, শুনানিতে কুণালের আইনজীবী আরও দাবি করেন, তাঁর মক্কেল তদন্তে পুলিশকে সহযোগিতা করতে চান ৷ তিনি ভার্চুয়াল মাধ্যমে হাজিরাও দিতে চান ৷ কিন্তু পুলিশ বোধহয় তাঁকে জিজ্ঞাসাবাদ করার চেয়ে মুম্বই নিয়ে আসতেই বেশি ব্যস্ত ৷ এখানেই আইনজীবীর মন্তব্য, "এটা খুনের মামলা নয় ৷ একটি কমেডি শো-য়ে কুণালের মন্তব্য নিয়ে এফআইআর হয়েছে ৷ তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ৷ ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে চান ৷" এরপর ডিভিশন বেঞ্চ জানায় 16 তারিখ এই মামলার শুনানি হবে ৷
ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে ৷ কুণাল কামরা, 'দিল তো পাগল হ্যায়' সিনেমার একটি গানের প্যারোডিতে একনাথ শিন্ডের নাম না করে তাঁকে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ ৷ সেখানে কুণাল গদ্দার (বিশ্বাসঘাতক) শব্দটি ব্যবহার করেন। এরপরই তোলপাড় পড়ে যায় ৷ যেখানে অনুষ্ঠানটি হয়েছিল সেই ক্লাবে ভাঙচুর চালান শিন্ডের নেতৃত্বে থাকা শিবসেনার কর্মীরা ৷ পাশাপাশি কুণালের নামে একাধিক এফআইআর-ও দায়ের হয় ৷
এরপর আইনি পদক্ষেপ হিসেবে দেশের দুটি হাইকোর্টে মামলা করেন কুণাল ৷ আদতে মুম্বইয়ের বাসিন্দা হলেও 2021 সাল থেকে তামিলনাড়ুতে স্থায়ীভাবে বাস করছেন কুণাল ৷ এই কারণে প্রাথমিকভাবে আগাম জামিনের আবেদন জানিয়ে মাদ্রাস হাইকোর্টে মামলা করেন তিনি ৷ তাঁর আগাম অন্তর্বতী জামিন মঞ্জর হয় ৷ এরপর মুম্বই পুলিশের এফআইআর খারিজের দাবিতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কুণাল ৷ সেই মামলায় আপাতত নোটিশ ইস্যু করল আদালত ৷