কলকাতা, 18 মার্চ: চারপাশে এমন অনেক 'মিল' দেখা যায় ৷ যার মধ্যে সাধারণত 'মিল' খুঁজে পাওয়ার অবকাশ নেই বললেই চলে । সেভাবেই সোমবারের দুপুর মিলিয়ে দিল দুই সম্পূর্ণ দূরপ্রান্তে থাকা পুলিশবাহিনীকে । নির্বাচনী আবহে বাংলার পুলিশ প্রধান হলেন বিবেক সহায় । তাঁর ভাই বিকাশ সহায় গুজরাত পুলিশের ডিজির দায়িত্ব সামালাচ্ছেন আগে থেকেই ।
আইপিএস মহল বলছে, নির্বাচন কমিশনের সৌজন্যে এবার দুই রাজ্যের পুলিশ অভিভাবক হিসেবে পেল রক্তের সম্পর্কের দুই ভাইকে । পারিবারিক সূত্রে জুড়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশ ও গুজরাত পুলিশ । গুজরাত পুলিশের ডিজিপি বিকাশ সহায় । আর নির্বাচন কমিশনের দৌলতে বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি বিবেক সহায় । বিবেক বড় । বিকাশ ছোট ।
আইপিএস মহল সূত্রের খবর, বিবেক 1988 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার । বিকাশ 1989 ব্যাচের । এবার একই পরিবার থেকে দুই ভাইয়ের কাঁধে দুই রাজ্যের পুলিশের ভার সম্পর্কে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে । ব্যাপারটা বেশ গর্বেরও । ইতিমধ্যেই দেশে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি । তারই মধ্যে নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় শুরু হয় নানা গুঞ্জন । রাজ্য সরকার বিবেক সহায়কে ডিজিপি পদে নিয়ে আসে ।
রাজ্যের মানুষ যখন এই বদলি নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন এই সিদ্ধান্তের জেরে নীরবে কাছে চলে এল দুই রাজ্যের পুলিশ । বর্তমানে রাজ্য পুলিশের ডিজিপি'র দায়িত্ব হল বর্তমানে সকল হেভিয়েট নেতা-নেত্রীর নিরাপত্তার বন্দোবস্ত করা । পাশাপাশি রাজ্যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় তা নিশ্চিত করা । নির্বাচনের আবহে গুজরাতে বসেও একই কাজ করতে হবে ভাই বিকাশকে । এর আগে একই পরিবারের এমন দুই কৃতি ভাইয়ের সন্ধান মিলেছে । এ রাজ্যেই কাছাকাছি সময়ে মুখ্যসচিব ও কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব সামলেছেন অশোক মোহন চক্রবর্তী এবং গৌতম মোহন চক্রবর্তী । তবে একই সময়ে দুই ভাইয়ের দুটি রাজ্যের পুলিশ প্রধান হওয়ার ঘটনা বিরল বলেই মত প্রশাসনিক মহলের।
আরও পড়ুন: