ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর বিপুল ঋণ পাকিস্তানকে ! 'ভুয়ো বিশ্বগুরু' তোপ কংগ্রেসের - CONGRESS SLAMS PM MODI

সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট ৷ এর তিন দিন পরেই পাকিস্তানকে ঋণ দিল এডিবি ৷ কড়া প্রতিক্রিয়া কংগ্রেসের ৷

Asian Development Bank (ADB) President Masato Kanda meets Prime Minister Narendra Modi, in New Delhi
নয়াদিল্লিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতো কান্ডার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি: পিটিআই)
author img

By PTI

Published : June 4, 2025 at 7:52 PM IST

3 Min Read

নয়াদিল্লি, 4 জুন: গত রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-র প্রেসিডেন্ট মাসাতো কান্ডা ৷ এরপর গতকালই পাকিস্তানকে 800 মিলিয়ন মার্কিন ডলার ঋণ মঞ্জুর করে এই আন্তর্জাতিক ব্যাঙ্ক ৷ মে মাসে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের থেকে 1 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্যের পর ফের বিপুল অর্থ ঋণ পেতে চলেছে পাক সরকার ৷ এডিবি-র এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ভারত ৷ এদিকে কংগ্রেস এই ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকে বিঁধেছে ৷

সরকারি সূত্রের খবর, ভারত স্পষ্ট জানিয়েছে, এডিবি'র দেওয়া বিপুল অর্থ সামরিক ব্যবস্থার জন্য খরচ করবে পাক সরকার ৷ ভারত এও জানিয়েছে, এডিবি-র দেওয়া এই অর্থ অপব্যবহারের সম্ভাবনা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন ৷ বিশেষত পাকিস্তান যেভাবে তাদের সামরিক খাতে ব্যয় বাড়িয়ে চলেছে ৷ এদিকে দেশের কর ও জিডিপি-র অনুপাত নিম্নমুখী ৷ দেশের অর্থনীতিতে তেমন কোনও উল্লেখযোগ্য সংস্কারও চোখে পড়ছে না ৷

গত শনিবার, 1 জুন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করে আগামী পাঁচ বছরে ভারতকে 10 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট কান্ডা ৷ এর তিনদিন পরই ভারতের শত্রু দেশ পাকিস্তানের শেহবাজ সরকারকে 800 মিলিয়ন ডলার ঋণ দেওয়ার এই সিদ্ধান্তের ঘোষণা ৷

এই ইস্যুতে এদিন কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করে কংগ্রেস এক্স হ্যান্ডেলে লেখে, "সারা বিশ্ব ঘুরে বেড়িয়ে নিজেকে 'বিশ্বগুরু' বলে জাহির করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর পর্দা ফাঁস হয়ে গিয়েছে ৷ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) পাকিস্তানকে 6 হাজার 861 কোটি টাকা দিয়েছে ৷ এদিকে মাত্র তিনদিন আগে নরেন্দ্র মোদি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতো কান্ডার সঙ্গে দেখা করেন ৷ আর তিন দিন পরে পাকিস্তানকে একটা বিশাল অঙ্কের টাকা দিয়ে দিল এডিবি ৷"

এর আগে গত 9 মে ভারত-পাক সংঘর্ষ চলাকালীন আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) পাকিস্তানকে এক বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য মঞ্জুর করে ৷ এই ঋণ দেওয়া নিয়ে বৈঠকে ভোট দানে বিরত থাকে ভারত ৷ মোদি সরকারের বিরোধিতা সত্ত্বেও আইএমএফ শেহবাজ শরিফ সরকারকে 1 বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য অনুমোদন করে ৷ পাকিস্তানের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারত-পাক সংঘর্ষ বাধা হয়নি ৷

এই প্রসঙ্গে উত্থাপন করে কংগ্রেস লেখে, "এর আগে মোদি সরকার আইএমএফ-কে প্রভাবিত করতে পারেনি এবং পাকিস্তান ঋণ পেয়েছে ৷ তাও যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছিল ৷ এটা পরিষ্কার যে বিশ্বের দরবারে নরেন্দ্র মোদি আমাদের দেশের অনেক ক্ষতি করেছেন ৷ এর কারণ, তিনি নিজের ধোপদুরস্ত ইমেজ তুলে ধরতে ব্যস্ত ছিলেন ৷ তাঁর ফোটো তোলা এবং 'ভুয়ো বিশ্বগুরু'র ঢাক পেটাতে ব্যস্ত ছিলেন ৷" সরকারি সূত্র জানিয়েছে, ভারত আশা করে এডিবি ম্যানেজমেন্ট এডিবি-র অর্থনীতিকে সুরক্ষিত রাখবে, যাতে আগামী দিনে এই ধরনের অপব্যবহার না-হয় ৷

নয়াদিল্লি, 4 জুন: গত রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-র প্রেসিডেন্ট মাসাতো কান্ডা ৷ এরপর গতকালই পাকিস্তানকে 800 মিলিয়ন মার্কিন ডলার ঋণ মঞ্জুর করে এই আন্তর্জাতিক ব্যাঙ্ক ৷ মে মাসে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের থেকে 1 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্যের পর ফের বিপুল অর্থ ঋণ পেতে চলেছে পাক সরকার ৷ এডিবি-র এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ভারত ৷ এদিকে কংগ্রেস এই ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকে বিঁধেছে ৷

সরকারি সূত্রের খবর, ভারত স্পষ্ট জানিয়েছে, এডিবি'র দেওয়া বিপুল অর্থ সামরিক ব্যবস্থার জন্য খরচ করবে পাক সরকার ৷ ভারত এও জানিয়েছে, এডিবি-র দেওয়া এই অর্থ অপব্যবহারের সম্ভাবনা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন ৷ বিশেষত পাকিস্তান যেভাবে তাদের সামরিক খাতে ব্যয় বাড়িয়ে চলেছে ৷ এদিকে দেশের কর ও জিডিপি-র অনুপাত নিম্নমুখী ৷ দেশের অর্থনীতিতে তেমন কোনও উল্লেখযোগ্য সংস্কারও চোখে পড়ছে না ৷

গত শনিবার, 1 জুন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করে আগামী পাঁচ বছরে ভারতকে 10 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট কান্ডা ৷ এর তিনদিন পরই ভারতের শত্রু দেশ পাকিস্তানের শেহবাজ সরকারকে 800 মিলিয়ন ডলার ঋণ দেওয়ার এই সিদ্ধান্তের ঘোষণা ৷

এই ইস্যুতে এদিন কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করে কংগ্রেস এক্স হ্যান্ডেলে লেখে, "সারা বিশ্ব ঘুরে বেড়িয়ে নিজেকে 'বিশ্বগুরু' বলে জাহির করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর পর্দা ফাঁস হয়ে গিয়েছে ৷ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) পাকিস্তানকে 6 হাজার 861 কোটি টাকা দিয়েছে ৷ এদিকে মাত্র তিনদিন আগে নরেন্দ্র মোদি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতো কান্ডার সঙ্গে দেখা করেন ৷ আর তিন দিন পরে পাকিস্তানকে একটা বিশাল অঙ্কের টাকা দিয়ে দিল এডিবি ৷"

এর আগে গত 9 মে ভারত-পাক সংঘর্ষ চলাকালীন আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) পাকিস্তানকে এক বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য মঞ্জুর করে ৷ এই ঋণ দেওয়া নিয়ে বৈঠকে ভোট দানে বিরত থাকে ভারত ৷ মোদি সরকারের বিরোধিতা সত্ত্বেও আইএমএফ শেহবাজ শরিফ সরকারকে 1 বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সাহায্য অনুমোদন করে ৷ পাকিস্তানের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারত-পাক সংঘর্ষ বাধা হয়নি ৷

এই প্রসঙ্গে উত্থাপন করে কংগ্রেস লেখে, "এর আগে মোদি সরকার আইএমএফ-কে প্রভাবিত করতে পারেনি এবং পাকিস্তান ঋণ পেয়েছে ৷ তাও যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছিল ৷ এটা পরিষ্কার যে বিশ্বের দরবারে নরেন্দ্র মোদি আমাদের দেশের অনেক ক্ষতি করেছেন ৷ এর কারণ, তিনি নিজের ধোপদুরস্ত ইমেজ তুলে ধরতে ব্যস্ত ছিলেন ৷ তাঁর ফোটো তোলা এবং 'ভুয়ো বিশ্বগুরু'র ঢাক পেটাতে ব্যস্ত ছিলেন ৷" সরকারি সূত্র জানিয়েছে, ভারত আশা করে এডিবি ম্যানেজমেন্ট এডিবি-র অর্থনীতিকে সুরক্ষিত রাখবে, যাতে আগামী দিনে এই ধরনের অপব্যবহার না-হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.