ETV Bharat / bharat

দশম ও দ্বাদশের পরীক্ষাকেন্দ্রে বিনামূল্যে স্যানিটরি ন্যাপকিন, সিদ্ধান্ত শিক্ষামন্ত্রকের - MINISTRY OF EDUCATION ADVISORY

Union Ministry of Education: ছাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ৷ ঋতুকালীন সময়ে ছাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করার নির্দেশ শিক্ষামন্ত্রকের ৷ যেসমস্ত সেন্টারে পরীক্ষা হবে সেখানে থাকবে বিনামূল্যে স্যানিটরি প্যাডের ব্যবস্থা রাখতে হবে ৷

author img

By PTI

Published : Jun 13, 2024, 10:32 PM IST

Union Ministry of Education
প্রতীকী ছবি (ফাইল ছবি)

নয়াদিল্লি, 13 জুন: টানা দ্বিতীয়বার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর শপথ নিয়েছেন ধর্মেন্দ্র প্রধান ৷ তারপরই দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য বিশেষ ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে সকল পরীক্ষাকেন্দ্রে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেখানে পরীক্ষার্থীদের জন্য বিশ্রামাগার ও ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটরি ন্যাপকিনের ব্যবস্থা রাখতে হবে ৷

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতির (এনভিএস) নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্রীদের ঋতুকালীন সমস্যা পড়াশোনার ক্ষেত্রে যেন বাধা না-হয়ে দাঁড়ায় ৷ নির্দেশিকায় বিশেষভাবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কথা উল্লেখ করা হয়েছে ৷ সেইমতোই রাজ্যের সমস্ত স্কুল (যেখানে বোর্ডের পরীক্ষার সিট পড়ে) ও কেন্দ্রশাসিত স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ৷

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক প্রকাশিত নির্দেশিকাতে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা যেসমস্ত কেন্দ্রে চলছে সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রের ছাত্রীরা বিনামূল্যে স্যানিটরি ন্যাপকিন পাবেন ৷ প্রয়োজনে তাঁরা বিশ্রামঘরে বিশ্রাম নিতে পারেন ৷ ইতিমধ্যে এই উদ্যোগ নিয়ে প্রচারও চলছে ৷ যেখানে পড়ুয়া ও শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে একটি স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে এই প্রচারের মাধ্যমে ৷ বিদ্যলয়ের সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে ৷

বিদ্যালয়গুলিকে ঋতুকালীন সময়ে ছাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার কথাও উল্লেখ করেছে শিক্ষামন্ত্রক ৷ ছাত্রীরা যাতে পরীক্ষা হলেও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে সেদিকে নজর দিতেই এই উদ্যোগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ৷ বলা যায় ঋতুকালীন সময়ে পরীক্ষা হলে ছাত্রীরা যাতে কোনওভাবেই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে না-পড়েন, তাই এই পদক্ষেপ ৷

নয়াদিল্লি, 13 জুন: টানা দ্বিতীয়বার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর শপথ নিয়েছেন ধর্মেন্দ্র প্রধান ৷ তারপরই দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য বিশেষ ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে সকল পরীক্ষাকেন্দ্রে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে সেখানে পরীক্ষার্থীদের জন্য বিশ্রামাগার ও ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটরি ন্যাপকিনের ব্যবস্থা রাখতে হবে ৷

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতির (এনভিএস) নির্দেশিকায় জানানো হয়েছে, ছাত্রীদের ঋতুকালীন সমস্যা পড়াশোনার ক্ষেত্রে যেন বাধা না-হয়ে দাঁড়ায় ৷ নির্দেশিকায় বিশেষভাবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কথা উল্লেখ করা হয়েছে ৷ সেইমতোই রাজ্যের সমস্ত স্কুল (যেখানে বোর্ডের পরীক্ষার সিট পড়ে) ও কেন্দ্রশাসিত স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ৷

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক প্রকাশিত নির্দেশিকাতে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা যেসমস্ত কেন্দ্রে চলছে সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রের ছাত্রীরা বিনামূল্যে স্যানিটরি ন্যাপকিন পাবেন ৷ প্রয়োজনে তাঁরা বিশ্রামঘরে বিশ্রাম নিতে পারেন ৷ ইতিমধ্যে এই উদ্যোগ নিয়ে প্রচারও চলছে ৷ যেখানে পড়ুয়া ও শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে একটি স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে এই প্রচারের মাধ্যমে ৷ বিদ্যলয়ের সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে ৷

বিদ্যালয়গুলিকে ঋতুকালীন সময়ে ছাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার কথাও উল্লেখ করেছে শিক্ষামন্ত্রক ৷ ছাত্রীরা যাতে পরীক্ষা হলেও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে সেদিকে নজর দিতেই এই উদ্যোগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ৷ বলা যায় ঋতুকালীন সময়ে পরীক্ষা হলে ছাত্রীরা যাতে কোনওভাবেই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে না-পড়েন, তাই এই পদক্ষেপ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.