বেঙ্গালুরু, 15 ফেব্রুয়ারি: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দক্ষিণের জনপ্রিয় নেত্রী জয়ললিতার স্থাবর ও অস্থাবর-সহ বিপুল সম্পত্তি তুলে দেওয়া হল তামিলনাড়ু সরকারের হাতে ৷ এর মধ্যে কয়েক কেজি সোনা, রুপোর গয়নাও রয়েছে ৷
2014 সালে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে আয়ের সঙ্গে সামঞ্জস্যবিহীন সম্পত্তি থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত ৷ সেই সময় তাঁর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল ৷
এরপর 2015 সালে এআইএডিএমকে নেত্রী জয়ললিতা জেল থেকে ছাড়া পান ৷ কিন্তু তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল কর্ণাটক সরকারের কোষাগারে ৷ 2016 সালে তাঁর মৃত্যু হয় ৷ এর মধ্যে তাঁর আত্মীয়রা এই সম্পত্তি দাবি জানিয়ে আদালতে আবেদন জানিয়েছিল ৷ আদালত তা খারিজ করে দেয় ৷ এরপর শনিবার আদালতের নির্দেশে সেই সম্পত্তি বিশেষ আদালতের তরফে তামিলনাড়ু সরকারের হাতে তুলে দেওয়া হয় ৷ এর জন্য কড়া নিরাপত্তায় মোড়া হয়েছিল আদালত চত্বর ৷

জয়ললিতার সম্পত্তি
দক্ষিণ সিনে দুনিয়ার দাপুটে এই অভিনেত্রীর 27 কেজি ওজনের বিভিন্ন ধরনের সোনার গয়না ছিল ৷ রয়েছে সোনার তৈরি মুকুট, আস্ত গোটা একটি তরোয়াল, সোনার হাতঘড়ি, পেন এবং 1 হাজার 606টি মূল্যবান গয়না ৷ এই বিষয়ে বিশেষ সরকারি আইনজীবী সাংবাদিকদের বলেন, "আদালতের নির্দেশ মেনে 27 কেজি ওজনের সোনার নানারকম গয়না-সামগ্রী তামিলনাড়ুর সরকারের কাছে ফেরত দেওয়া হয়েছে ৷ সামগ্রীগুলি পরীক্ষা করে দেখেছেন তামিলনাড়ুর ভিজিল্যান্স আধিকারিকরা ৷ এর সঙ্গে 1 হাজার 526 একর জমির আইনি নথিপত্র তামিলনাড়ু সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ আজ পুলিশের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে ছ'টি ট্রাঙ্ক বোঝাই সম্পত্তি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তামিলনাড়ু পৌঁছচ্ছে ৷" এর আগে জয়ললিতার বাজেয়াপ্ত হওয়া শাড়িগুলি ফেরত দেওয়া হয়েছে ৷

বাজেয়াপ্ত সম্পত্তি
এই তালিকায়- 468 রকমের সোনা ও হিরেখচিত গয়না আছে ৷ যার ওজন 7 হাজার 40 গ্রাম ৷ রুপোর গয়না রয়েছে 700 কেজির ৷ 740টি দামি চটি, 11 হাজার 344টি সিল্কের শাড়ি, 250টি শাল, 12টি ফ্রিজ, 10টি টিভি সেট, 8টি ভিসিআর, একটি ভিডিয়ো ক্যামেরা, 4টি সিডি প্লেয়ার, দু'টি অডিয়ো ডেক, 24টি টু-ইন-ওয়ান টেপ রেকর্ডার, 1 হাজার 40টি ভিডিয়ো ক্যাসেট, 3টি আয়রন লকার, নগদ 1 লক্ষ 93 হাজার 202 টাকা এবং আরও অন্যান্য সামগ্রী ছিল ৷

প্রেক্ষাপট
2014 সালের 27 সেপ্টেম্বর বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে 4 বছরের জন্য কারাদণ্ডের সাজা ঘোষণা করে ৷ পাশাপাশি 100 কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় ৷ এর সঙ্গে জয়ললিতার বাজেয়াপ্ত হওয়ার সামগ্রীগুলি আরবিআই, এসবিআই-কে নিলাম ডেকে বিক্রির নির্দেশ দেয় আদালত ৷ এই বিক্রির অর্থেই জরিমানা দিতে পারবেন এআইডিএমকে নেত্রী, জানিয়েছিল বিশেষ আদালত ৷ এর পরের বছর কর্ণাটক হাইকোর্ট তাঁকে রেহাই দেয় ৷ ছাড়া পান জয়ললিতা ৷ মামলাটি চলে যায় সুপ্রিম কোর্টে ৷ এর মধ্যে 2016 সালের 5 ডিসেম্বর প্রয়াত হন দক্ষিণের দাপুটে নেত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷