ETV Bharat / bharat

ভারতে ছড়াচ্ছে এমপক্স ! চিন্তার কোনও কারণ নেই, দাবি কেন্দ্রের - MONKEY POX

Suspected Mpox Case In India: ভারতে মিলল সন্দেহভাজন এমপক্স আক্রান্ত রোগীর হদিশ ৷ এই মুহূর্তে নির্ধারিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 8:30 PM IST

Suspected Monkey Pox Case In India
ভারতে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী (প্রতীকী ছবি)

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ভারতে মিলল সন্দেহভাজন এমপক্সে আক্রান্ত রোগীর হদিশ ! সম্প্রতি বিদেশ সফর সেরে দেশে ফিরেছেন এক ব্যক্তি ৷ তারপরই এই রোগের একাধিক উপসম নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ এই মুহূর্তে একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরুষ রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে ৷ ওই ব্যক্তি আদৌ এমপক্সে আক্রান্ত কি না, তা নিশ্চিত করতেই একাধিক পরীক্ষা করছেন চিকিৎসকরা ৷ এমনকী, সাম্প্রতিক সময়ে তাঁর সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন, তাঁদের খোঁজও শুরু করা হয়েছে ৷ ব্যক্তিটি যে এমপক্স আক্রান্ত তা নিশ্চিত হলে সেই মতো পরবর্তী চিকিৎসা চলবে ৷

তবে ভয়ের কোনও কারণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ সরকারের তরফে সাফ জানানো হয়েছে, এই রোগের সঙ্গে লড়াই করার মতো সব ব্যবস্থা রয়েছে দেশে ৷ বিদেশ থেকে কেউ এই রোগ বহন করে নিয়ে এলে তাঁদেরকে বাকিদের থেকে দূরে রাখার মতো সু-ব্যবস্থা রয়েছে ৷

ইউটিউব দেখে হাতুড়ে চিকিৎসকের অস্ত্রোপচার! ফল হল মারাত্মক

সম্প্রতি, এমপক্সের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন ভিট্রো ডায়াগনস্টিকস (আইভিডি) ইমার্জেন্সি ইউজ লিস্টিং (ইইউএল)-এর জন্য আবেদন জমা দিতে বলেছে । সেই সঙ্গে, আন্তর্জাতিক স্বাস্থ্য পরীক্ষকরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সমস্ত ডায়াগনস্টিকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে ৷

সম্প্রতি, বিশ্বজুড়ে এমপক্সের সংক্রমণ নিয়ে জরুরি সতর্কবার্তা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । 2022 সালেও এই রোগ নিয়ে সতর্কবার্তা জারি করেছিল হু ৷ সাধারণত এই রোগে আক্রান্ত কোনও রোগীর কাছাকাছি এলে এর সংক্রমণের আশঙ্কা থাকে ।

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ভারতে মিলল সন্দেহভাজন এমপক্সে আক্রান্ত রোগীর হদিশ ! সম্প্রতি বিদেশ সফর সেরে দেশে ফিরেছেন এক ব্যক্তি ৷ তারপরই এই রোগের একাধিক উপসম নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ এই মুহূর্তে একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরুষ রোগীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে ৷ ওই ব্যক্তি আদৌ এমপক্সে আক্রান্ত কি না, তা নিশ্চিত করতেই একাধিক পরীক্ষা করছেন চিকিৎসকরা ৷ এমনকী, সাম্প্রতিক সময়ে তাঁর সংস্পর্শে যে বা যাঁরা এসেছিলেন, তাঁদের খোঁজও শুরু করা হয়েছে ৷ ব্যক্তিটি যে এমপক্স আক্রান্ত তা নিশ্চিত হলে সেই মতো পরবর্তী চিকিৎসা চলবে ৷

তবে ভয়ের কোনও কারণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ সরকারের তরফে সাফ জানানো হয়েছে, এই রোগের সঙ্গে লড়াই করার মতো সব ব্যবস্থা রয়েছে দেশে ৷ বিদেশ থেকে কেউ এই রোগ বহন করে নিয়ে এলে তাঁদেরকে বাকিদের থেকে দূরে রাখার মতো সু-ব্যবস্থা রয়েছে ৷

ইউটিউব দেখে হাতুড়ে চিকিৎসকের অস্ত্রোপচার! ফল হল মারাত্মক

সম্প্রতি, এমপক্সের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন ভিট্রো ডায়াগনস্টিকস (আইভিডি) ইমার্জেন্সি ইউজ লিস্টিং (ইইউএল)-এর জন্য আবেদন জমা দিতে বলেছে । সেই সঙ্গে, আন্তর্জাতিক স্বাস্থ্য পরীক্ষকরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সমস্ত ডায়াগনস্টিকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে ৷

সম্প্রতি, বিশ্বজুড়ে এমপক্সের সংক্রমণ নিয়ে জরুরি সতর্কবার্তা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । 2022 সালেও এই রোগ নিয়ে সতর্কবার্তা জারি করেছিল হু ৷ সাধারণত এই রোগে আক্রান্ত কোনও রোগীর কাছাকাছি এলে এর সংক্রমণের আশঙ্কা থাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.