নয়াদিল্লি, 12 এপ্রিল: ধূলিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত দিল্লি ৷ রাজধানীর অনেক এলাকায় গাছ ভেঙে পড়েছে ৷ বেশ কিছু জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন । যান চলাচল ব্যাহত ৷ নির্মীয়মাণ ভবনের দেওয়াল ভেঙে পড়ে একজনের প্রাণহানি ঘটেছে । দিল্লি বিমানবন্দরে ধূলিঝড়ের কারণে বিমান চলাচল ব্যাহত হয় ৷ যার ফলে শহরবাসী অসুবিধার সম্মুখীন হতে হয় ৷
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত 50টিরও বেশি অভ্যন্তরীণ বিমান ছাড়তে দেরি হয়েছে ৷ প্রায় 24টি বিমান ভিন্ন পথে পাঠানো হয়েছে এবং সাতটি বিমান বাতিল করা হয়েছে ধুলিঝড়ের কারণে ৷ সিআইএসএফ এবং বিমানবন্দরের ঊর্ধ্বতন আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাত্রীদের অভিযোগের সমাধান করার চেষ্টা করেছেন ৷
শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে ধূলিঝড়ের তাণ্ডব শুরু হয় । চন্দের বিহার এলাকায় নির্মীয়মাণ একটি ছ'তলা ভবনের দেওয়াল ঝড়ের কারণে ধসে পড়ে ৷ তাতে বেশ কয়েকজন গুরুতর আহত হন ৷ যার মধ্যে একজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয় ৷ একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷

ঝড় ও বৃষ্টির কারণে রাজধানীর মানুষ গরম থেকে স্বস্তি পেলেও অনেক জায়গায় সমস্যায় পড়তে হয়েছে ৷ দিল্লি এবং উত্তরাঞ্চলে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে এয়ার ইন্ডিয়া তার যাত্রীদের জন্য ভ্রমণ পরামর্শ জারি করেছে ৷ পরামর্শ অনুসারে, উত্তর ভারতের অনেক এলাকায় বজ্রপাত এবং তীব্র বাতাসের কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে ৷ এর ফলে দিল্লি থেকে আসা কিছু এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং কিছু বিমানের সময় পরিবর্তন করা হয়েছে ৷

ধুলোঝড় ও বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকায় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে যায় । যার কারণে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে । টাটা পাওয়ার দিল্লি ডিস্ট্রিবিউশন লিমিটেডের একজন মুখপাত্র জানিয়েছেন, দিল্লির আবহাওয়া পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে নরেলা, বাওয়ানা, বাদলি এবং মঙ্গোলপুরীর কিছু অংশ । তিনি এই মরশুমে জনসাধারণকে সতর্ক থাকার জন্য আবেদন করেছেন এবং বিদ্যুৎবিভ্রাটের ক্ষেত্রে তারা 19124 নম্বরে 24x7 টোল-ফ্রি হেল্পলাইনে কল করে জানাতে পারেন ।

ধুলোঝড়ের পর অনেক বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয় এবং বেশকিছু বিমান বাতিল করা হয় ৷ যার ফলে দিল্লি বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত যাত্রীদের অসুবিধার সৃষ্টি হয় । অন্যদিকে ঘুরিয়ে দেওয়া বিমানটি দিল্লিতে পৌঁছতে সময় নিয়েছিল এবং এর ফলে বিমানবন্দরে যানজটের সৃষ্টি হয় ৷ বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে যে, বিমানবন্দরে ভিড়ের কারণে বোর্ডিং গেটে প্রচণ্ড ভিড় ছিল, যদিও যাত্রীর সংখ্যা অন্য যেকোনও দিনের তুলনায় কম ছিল । বিমান সংস্থাগুলি জানিয়েছে, দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটে ভিড়ের কারণে উড়ানগুলিতে দেরি হয়েছে ।

যাত্রীদের অভিযোগ, দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার সমস্ত যাত্রীকে আটকে রাখা হয়েছিল এবং বিমান দেরির কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। শিশু, গর্ভবতী এবং রোগীদের জল এবং খাবারের মতো অতি প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার সৌজন্যতা দেখানো হয়নি বলে অভিযোগ ৷ যার ফলে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন ।

বিপুল সিং নামে এক যাত্রী বোর্ডিং এরিয়ার একটি ভিডিওয়ো পোস্ট করেছেন এবং লিখেছেন, "চরম অব্যবস্থাপনার কারণে নয়াদিল্লি বিমানবন্দরের টার্মিনাল 3-এ পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় । এয়ার ইন্ডিয়ার মতে, ধুলিঝড়ের কারণে মোট 22টি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয় এবং পাঁচটি বাতিল করা হয় ।

অন্যদিকে, দিল্লিতে শনিবারও আকাশ আংশিক মেঘলা এবং বজ্রপাত-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । আইএমডি'র পূর্বাভাস অনুসারে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে । আজ ঝড় এবং হালকা বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।