সাহারানপুর, 7 জুন: বাণিজ্য মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড । পুড়ে ছাই প্রায় 30টি দোকান । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উত্তরপ্রদেশের সাহারানপুরে ৷ ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । যদিও আগুনে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি ।
জানা গিয়েছে, সাহারানপুরে কোতোয়ালি সদর বাজার এলাকার দিল্লি রোডের সাউথ সিটি গ্রাউন্ডে এক মাস ধরে এই বাণিজ্য মেলা চলছে । প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে মেলা দেখতে আসছিল । মেলাটি রাতে চলত এবং দিনের বেলা বন্ধ থাকত । শনিবার সকালে এই মেলায় হঠাৎ আগুন লেগে যায় ৷ তখন ব্যবাসায়ীরা সবাই ঘুমোচ্ছিলেন । ধোঁয়া দেখে দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । দোকানিরা যতক্ষণে বিষয়টি বুঝতে পারেন, ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয় ।

কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ । আগুনের লেলিহান শিখা মেলার প্রায় সমস্ত দোকান গ্রাস করে ফেলে । বকরি ঈদ উপলক্ষে শনিবার এখানে বিপুল সংখ্যক মানুষের আগমনের কথা ছিল ৷ কিন্তু এর আগেই মেলা প্রাঙ্গণে আগুন লেগে যায় । সকাল 7টা নাগাদ শুরু হওয়া আগুনে অল্প সময়ের মধ্যেই প্রায় 30টি দোকান পুড়ে ছাই হয়ে যায় ।

সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় মেলা বন্ধ ছিল । দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । দমকল কর্মীরা আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন । প্রাথমিকভাবে, আগুন লাগার কারণ শর্ট সার্কিট বলে মনে করা হচ্ছে । আগুনে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
দোকান এবং প্যান্ডেলগুলি প্লাস্টিক এবং কাপড় দিয়ে তৈরি ছিল, যার কারণে আগুন দ্রুত পুরো মেলা জুড়ে ছড়িয়ে পড়ে । তথ্য অনুসারে, বেশিরভাগ দোকানদার বকরি ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন, যার কারণে আগুনে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি ।

এফএসও প্রতাপ সিং বলেন, "মেলার প্যান্ডেলে আগুন লাগার খবর পাওয়া যায় । খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । দোকানের বেশিরভাগ জিনিসপত্র প্লাস্টিকের তৈরি হওয়ায় আগুন নেভাতে সমস্যা হয় । আগুনে 30টিরও বেশি দোকান পুড়ে গিয়েছে । যার ফলে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে । আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে ।"