ETV Bharat / bharat

সোনা হাতিয়ে বৃদ্ধার দেহ স্যুটকেসে ভরে লোপাটের চেষ্টা ! ধৃত বাবা ও নাবালিকা মেয়ে - MURDER IN CHENNAI

বাবা ও মেয়ে দু'জনেই ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দেহ-সমেত স্যুটকেসটি রেখে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন । ধরে ফেলে আরপিএফ ৷

Murder in Chennai
মিনজুর রেলওয়ে স্টেশন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 1:00 PM IST

চেন্নাই, 6 নভেম্বর: বৃদ্ধাকে খুন করে দেহ স্যুটকেসে ভরে রেল স্টেশনে ফেলে পালানোর চেষ্টার অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার বাবা ও নাবালিকা মেয়ে ৷ ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের মিনজুর রেলওয়ে স্টেশনে ৷

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম বালাসুব্রহ্মণ্যম (43) ৷ তিনি পেশায় স্বর্ণকার ৷ অন্ধ্রপ্রদেশের নেলোর সান্থাপেটের বাসিন্দা ৷ তাঁকে এবং তাঁর 17 বছর বয়সি মেয়েকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা বৃদ্ধার গয়না চুরি করার উদ্দেশে এই অপরাধ করেছেন ।

পুলিশ সূত্রে খবর, দেহটি স্যুটকেসে ভরে অন্ধ্রপ্রদেশের নেলোর থেকে ট্রেনে নিয়ে আসা হয়েছিল ৷ 4 নভেম্বর রাতে ট্রেনটি মিনজুর রেলওয়ে স্টেশনে পৌঁছয় । বাবা ও মেয়ে দুজনেই ট্রেন থেকে নেমে রেল স্টেশনের প্ল্যাটফর্মে একটি স্যুটকেস রেখে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন । গুম্মিদিপুন্ডি আরপিএফের নজরে পড়ে বিষয়টি ৷ তারা অবিলম্বে দু'জনকে ঘিরে ধরে ৷ এরপরেই আরপিএফ দেখে, স্যুটকেস থেকে রক্ত ​​ঝরছে ৷

পরে আরপিএফের দেওয়া তথ্যের ভিত্তিতে কোরকুপেট রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । এরপর পুলিশ স্যুটকেস খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার দেহ দেখতে পায় । পরবর্তীকালে জানা যায়, মৃতের নাম মান্নাম রমানি 65) ৷ তিনি নেলোরের বাসিন্দা ৷

পুলিশ জানিয়েছে, আরও জিজ্ঞাসাবাদ করা হলে বালাসুব্রহ্মণ্যম অবশেষে স্বীকার করেন, খুনের পিছনে উদ্দেশ্য ছিল বয়স্ক মহিলার গয়না হাতানো । তিনি এবং তাঁর মেয়ে প্রথমে রমানিকে তাঁদের বাড়িতে আমন্ত্রণ করেন ৷ পরে তাঁরা বিছানার চাদর দিয়ে তাঁর মুখ ঢেকে রেখে তাঁকে হাতুড়ি দিয়ে মেরে হত্যা করেন । বৃদ্ধাকে হত্যার পর তাঁর কানের দুল, থালা ও সোনার চেন নিয়ে নেন বাবা ও মেয়ে । এরপর দেহটি স্যুটকেসে ভরে লোপাটের চেষ্টা করেন ৷

কোরকুপেট রেলওয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চেন্নাই স্ট্যানলি সরকারি হাসপাতালে পাঠিয়েছে । পুলিশ বাবা ও মেয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ।

চেন্নাই, 6 নভেম্বর: বৃদ্ধাকে খুন করে দেহ স্যুটকেসে ভরে রেল স্টেশনে ফেলে পালানোর চেষ্টার অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার বাবা ও নাবালিকা মেয়ে ৷ ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের মিনজুর রেলওয়ে স্টেশনে ৷

পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম বালাসুব্রহ্মণ্যম (43) ৷ তিনি পেশায় স্বর্ণকার ৷ অন্ধ্রপ্রদেশের নেলোর সান্থাপেটের বাসিন্দা ৷ তাঁকে এবং তাঁর 17 বছর বয়সি মেয়েকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা বৃদ্ধার গয়না চুরি করার উদ্দেশে এই অপরাধ করেছেন ।

পুলিশ সূত্রে খবর, দেহটি স্যুটকেসে ভরে অন্ধ্রপ্রদেশের নেলোর থেকে ট্রেনে নিয়ে আসা হয়েছিল ৷ 4 নভেম্বর রাতে ট্রেনটি মিনজুর রেলওয়ে স্টেশনে পৌঁছয় । বাবা ও মেয়ে দুজনেই ট্রেন থেকে নেমে রেল স্টেশনের প্ল্যাটফর্মে একটি স্যুটকেস রেখে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন । গুম্মিদিপুন্ডি আরপিএফের নজরে পড়ে বিষয়টি ৷ তারা অবিলম্বে দু'জনকে ঘিরে ধরে ৷ এরপরেই আরপিএফ দেখে, স্যুটকেস থেকে রক্ত ​​ঝরছে ৷

পরে আরপিএফের দেওয়া তথ্যের ভিত্তিতে কোরকুপেট রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । এরপর পুলিশ স্যুটকেস খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধার দেহ দেখতে পায় । পরবর্তীকালে জানা যায়, মৃতের নাম মান্নাম রমানি 65) ৷ তিনি নেলোরের বাসিন্দা ৷

পুলিশ জানিয়েছে, আরও জিজ্ঞাসাবাদ করা হলে বালাসুব্রহ্মণ্যম অবশেষে স্বীকার করেন, খুনের পিছনে উদ্দেশ্য ছিল বয়স্ক মহিলার গয়না হাতানো । তিনি এবং তাঁর মেয়ে প্রথমে রমানিকে তাঁদের বাড়িতে আমন্ত্রণ করেন ৷ পরে তাঁরা বিছানার চাদর দিয়ে তাঁর মুখ ঢেকে রেখে তাঁকে হাতুড়ি দিয়ে মেরে হত্যা করেন । বৃদ্ধাকে হত্যার পর তাঁর কানের দুল, থালা ও সোনার চেন নিয়ে নেন বাবা ও মেয়ে । এরপর দেহটি স্যুটকেসে ভরে লোপাটের চেষ্টা করেন ৷

কোরকুপেট রেলওয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চেন্নাই স্ট্যানলি সরকারি হাসপাতালে পাঠিয়েছে । পুলিশ বাবা ও মেয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.