ETV Bharat / bharat

প্রেমের সম্পর্কের জের! বিহারে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, ধৃত 2 - TRIPLE MURDER IN BIHAR

Three People Killed In Chapra: বিহারের ছাপরায় একই পরিবারের তিনজনের খুনের ঘটনা ঘটেছে । হামলাকারীরা বাবা ও তাঁর দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামলার তদন্ত শুরু করেছে ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 5:19 PM IST

Triple Murder in Chapra
একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা বিহারে (ফাইল চিত্র)

ছাপরা(বিহার), 17 জুলাই: বিহারে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ৷ প্রণয়ঘটিত কারণে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ মৃতদের মধ্যে রয়েছেন বাবা ও তাঁর দুই মেয়ে ৷ ঘুমন্ত অবস্থায় তাঁদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়ে বলে অভিযোগ ৷ ঘটনাস্থল থেকে কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচেন মৃতাদের মা ৷

ঘটনার তদন্ত নেমে ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ একজন অভিযুক্ত পলাতক ৷ তার খোঁজ চলছে ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরা জেলার রসুলপুর থানা এলাকার ধানডিহেতে । তিনজনের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে সারান জেলা পুলিশ। রসুলপুর থানার ইনচার্জ জানান, ধৃত দুই অভিযুক্তের নাম সুধাংশু কুমার ওরফে রোশন ও অঙ্কিত কুমার ৷ রসুলপুরের বাসিন্দা দু'জনেই তাদের অপরাধ স্বীকার করেছে । তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। প্রেমের জেরে খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

নিহতরা হলেন তারকেশ্বর সিং ওরফে ঝবর সিং (50) এবং তাঁর দুই নাবালিকা মেয়ে । তাদের একজনের বয়স 17 বছর এবং অন্যজনের বয়স 15 বছর । আশঙ্কাজনক অবস্থায় মৃতের স্ত্রীকে একমা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে । একই সঙ্গে পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ছাপড়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

মৃত তারকেশ্বর সিংয়ের স্ত্রী বলেন, "রাতের খাবার খেয়ে আমরা ছাদে ঘুমোচ্ছিলাম । হঠাৎ আমি জেগে দেখি হামলাকারীরা আমার পরিবারের সদস্যদের উপর হামলা করছে । তারা আমাকেও আক্রমণ করে । তবে কোনোরকমে আমি সেখানে থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছি ।" আহত মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ এফআইআর নথিভুক্ত করে মামলার তদন্ত শুরু করেছে ।

ছাপরা(বিহার), 17 জুলাই: বিহারে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ৷ প্রণয়ঘটিত কারণে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ মৃতদের মধ্যে রয়েছেন বাবা ও তাঁর দুই মেয়ে ৷ ঘুমন্ত অবস্থায় তাঁদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়ে বলে অভিযোগ ৷ ঘটনাস্থল থেকে কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচেন মৃতাদের মা ৷

ঘটনার তদন্ত নেমে ইতিমধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ একজন অভিযুক্ত পলাতক ৷ তার খোঁজ চলছে ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরা জেলার রসুলপুর থানা এলাকার ধানডিহেতে । তিনজনের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে সারান জেলা পুলিশ। রসুলপুর থানার ইনচার্জ জানান, ধৃত দুই অভিযুক্তের নাম সুধাংশু কুমার ওরফে রোশন ও অঙ্কিত কুমার ৷ রসুলপুরের বাসিন্দা দু'জনেই তাদের অপরাধ স্বীকার করেছে । তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। প্রেমের জেরে খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

নিহতরা হলেন তারকেশ্বর সিং ওরফে ঝবর সিং (50) এবং তাঁর দুই নাবালিকা মেয়ে । তাদের একজনের বয়স 17 বছর এবং অন্যজনের বয়স 15 বছর । আশঙ্কাজনক অবস্থায় মৃতের স্ত্রীকে একমা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে । একই সঙ্গে পুলিশ দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ছাপড়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

মৃত তারকেশ্বর সিংয়ের স্ত্রী বলেন, "রাতের খাবার খেয়ে আমরা ছাদে ঘুমোচ্ছিলাম । হঠাৎ আমি জেগে দেখি হামলাকারীরা আমার পরিবারের সদস্যদের উপর হামলা করছে । তারা আমাকেও আক্রমণ করে । তবে কোনোরকমে আমি সেখানে থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছি ।" আহত মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ এফআইআর নথিভুক্ত করে মামলার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.