ETV Bharat / bharat

'ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল, আদালত বলেছে আমরা নির্দোষ', গুজরাত দাঙ্গা নিয়ে দাবি প্রধানমন্ত্রীর - PM MODI PODCAST WITH LEX FRIDMAN

আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, গুজরাত দাঙ্গা বিরোধীদের চক্রান্ত ৷ তিনি যে নিরপরাধ তা আদালতে প্রমাণিত হয়েছে ৷

PM Modi with Lex Fridman
আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি (ছবি সৌজন্য: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : March 16, 2025 at 9:37 PM IST

3 Min Read

নয়াদিল্লি, 16 মার্চ: গুজরাত দাঙ্গা নিয়ে তাঁর নামে যে সব কথা শোনা গিয়েছে, সেসবই মিথ্যা রটনা ৷ সেই সময় কেন্দ্রীয় সরকারে থাকা বিরোধী দল তাঁকে দোষী প্রমাণিত করে শাস্তির বন্দোবস্ত করতে চেয়েছিল ৷ কিন্তু তা হয়নি ৷ বরং আদালত তাঁকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে দিয়েছে ৷ 2002 সালে গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসে কর সেবকদের মৃত্যুর ঘটনার পর ছড়িয়ে পড়া ভয়াবহ দাঙ্গা সম্পর্কে লেক্স ফ্রিডম্যানকে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের পডকাস্ট শোতে হাজির হয়েছিলেন মোদি ৷ তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই শোয়ে তিনি জানান, 2002 সালের গুজরাত দাঙ্গার লক্ষ্য ছিল রাজ্যের সর্বত্র ভুল তথ্য ছড়িয়ে দেওয়া ৷ রবিবারই এই পডকাস্ট শো সোশাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ৷ তিনি বলেন, "2002 সালের আগের তথ্য পর্যালোচনা করলে দেখা যাবে গুজরাতে বেশ কয়েকটি দাঙ্গার ঘটনা ঘটেছে ৷ কোনও কোনও জায়গায় কারফিউ চলছিল ৷ ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা থেকে শুরু করে মোটর সাইকেলে কোথাও ধাক্কা লাগার মতো ছোট্ট ঘটনা থেকে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ছিল ৷ "

এই পডকাস্ট শোয়ে গুজরাতের দাঙ্গা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, 1969 সালে গুজরাতে দাঙ্গা হয়েছিল, যা ছ'মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল ৷ সেই সময় তিনি রাজনীতিতে ছিলেন না ৷ অনেক বছর পর তিনি গুজরাত বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন ৷ এর ঠিক তিনদিন পরই গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে ৷

তিনি বলেন, "ভাবা যায় না, কী মর্মান্তিক ঘটনা ! মানুষ জীবন্ত পুড়ে গিয়েছিল ৷ আপনি এই ঘটনার প্রেক্ষিতে কান্দাহার অপহরণকাণ্ড, সংসদে আক্রমণ এমনকী আমেরিকার 9/11-র ঘটনার কথা ভাবুন ৷ কত মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল ৷ চারপাশে কী ভয়ঙ্কর উদ্বেগ এবং উথালপাথাল পরিস্থিতি তখন ৷ এরকম কিছু হওয়া উচিত ছিল না ৷ প্রত্যেকেই শান্তি চেয়েছিলেন ৷"

গোধরা কাণ্ডের সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি ৷ এই ঘটনা নিয়ে একটা মিথ্যা রটনা হয়েছিল বলে পডকাস্টে জানান তিনি ৷ প্রধানমন্ত্রীর কথায়, "আদালত সরেজমিনে এই মামলার তদন্ত করেছে ৷ আমরা নিরপরাধ প্রমাণিত হয়েছি ৷ যারা সত্যিই এর জন্য দায়ী ছিল, তারা আদালতে বিচার পেয়েছে ৷ সেই সময় আমাদের বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রে ক্ষমতায় ছিল ৷ স্বাভাবিক ভাবে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ টিকিয়ে রাখতে চেয়েছিল ৷ দেখতে চেয়েছিল, আমাদের শাস্তি হোক ৷ তাদের নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও তা হয়নি ৷ বিচার ব্যবস্থা দু'বার এই মামলা খুব খুঁটিয়ে বিচার করেছে ৷ শেষে আমরা নিরপরাধ প্রমাণিত হই ৷"

প্রধানমন্ত্রী মোদি গুজরাত প্রসঙ্গে জানান, প্রায় প্রতি বছর রাজ্যে দাঙ্গা লেগে থাকত ৷ কিন্তু 2002 সালের পর থেকে আর কোনও দাঙ্গা হয়নি ৷ তাঁর কথায়, "গত 22 বছরে গুজরাতে একটিও দাঙ্গার ঘটনা ঘটেনি ৷" তিন-তিন বারের প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ভোট ব্যাঙ্কের রাজনীতি তিনি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করেছেন ৷ তাঁর কথায়, "আমাদের মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস ৷ আমরা তোষণের রাজনীতি করি না ৷ আমরা অনুপ্রেরণার রাজনীতিতে বিশ্বাস করি। "

নয়াদিল্লি, 16 মার্চ: গুজরাত দাঙ্গা নিয়ে তাঁর নামে যে সব কথা শোনা গিয়েছে, সেসবই মিথ্যা রটনা ৷ সেই সময় কেন্দ্রীয় সরকারে থাকা বিরোধী দল তাঁকে দোষী প্রমাণিত করে শাস্তির বন্দোবস্ত করতে চেয়েছিল ৷ কিন্তু তা হয়নি ৷ বরং আদালত তাঁকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে দিয়েছে ৷ 2002 সালে গুজরাতের গোধরায় সবরমতী এক্সপ্রেসে কর সেবকদের মৃত্যুর ঘটনার পর ছড়িয়ে পড়া ভয়াবহ দাঙ্গা সম্পর্কে লেক্স ফ্রিডম্যানকে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের পডকাস্ট শোতে হাজির হয়েছিলেন মোদি ৷ তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই শোয়ে তিনি জানান, 2002 সালের গুজরাত দাঙ্গার লক্ষ্য ছিল রাজ্যের সর্বত্র ভুল তথ্য ছড়িয়ে দেওয়া ৷ রবিবারই এই পডকাস্ট শো সোশাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ৷ তিনি বলেন, "2002 সালের আগের তথ্য পর্যালোচনা করলে দেখা যাবে গুজরাতে বেশ কয়েকটি দাঙ্গার ঘটনা ঘটেছে ৷ কোনও কোনও জায়গায় কারফিউ চলছিল ৷ ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা থেকে শুরু করে মোটর সাইকেলে কোথাও ধাক্কা লাগার মতো ছোট্ট ঘটনা থেকে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ছিল ৷ "

এই পডকাস্ট শোয়ে গুজরাতের দাঙ্গা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, 1969 সালে গুজরাতে দাঙ্গা হয়েছিল, যা ছ'মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল ৷ সেই সময় তিনি রাজনীতিতে ছিলেন না ৷ অনেক বছর পর তিনি গুজরাত বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন ৷ এর ঠিক তিনদিন পরই গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে ৷

তিনি বলেন, "ভাবা যায় না, কী মর্মান্তিক ঘটনা ! মানুষ জীবন্ত পুড়ে গিয়েছিল ৷ আপনি এই ঘটনার প্রেক্ষিতে কান্দাহার অপহরণকাণ্ড, সংসদে আক্রমণ এমনকী আমেরিকার 9/11-র ঘটনার কথা ভাবুন ৷ কত মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল ৷ চারপাশে কী ভয়ঙ্কর উদ্বেগ এবং উথালপাথাল পরিস্থিতি তখন ৷ এরকম কিছু হওয়া উচিত ছিল না ৷ প্রত্যেকেই শান্তি চেয়েছিলেন ৷"

গোধরা কাণ্ডের সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি ৷ এই ঘটনা নিয়ে একটা মিথ্যা রটনা হয়েছিল বলে পডকাস্টে জানান তিনি ৷ প্রধানমন্ত্রীর কথায়, "আদালত সরেজমিনে এই মামলার তদন্ত করেছে ৷ আমরা নিরপরাধ প্রমাণিত হয়েছি ৷ যারা সত্যিই এর জন্য দায়ী ছিল, তারা আদালতে বিচার পেয়েছে ৷ সেই সময় আমাদের বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রে ক্ষমতায় ছিল ৷ স্বাভাবিক ভাবে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ টিকিয়ে রাখতে চেয়েছিল ৷ দেখতে চেয়েছিল, আমাদের শাস্তি হোক ৷ তাদের নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও তা হয়নি ৷ বিচার ব্যবস্থা দু'বার এই মামলা খুব খুঁটিয়ে বিচার করেছে ৷ শেষে আমরা নিরপরাধ প্রমাণিত হই ৷"

প্রধানমন্ত্রী মোদি গুজরাত প্রসঙ্গে জানান, প্রায় প্রতি বছর রাজ্যে দাঙ্গা লেগে থাকত ৷ কিন্তু 2002 সালের পর থেকে আর কোনও দাঙ্গা হয়নি ৷ তাঁর কথায়, "গত 22 বছরে গুজরাতে একটিও দাঙ্গার ঘটনা ঘটেনি ৷" তিন-তিন বারের প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ভোট ব্যাঙ্কের রাজনীতি তিনি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করেছেন ৷ তাঁর কথায়, "আমাদের মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস ৷ আমরা তোষণের রাজনীতি করি না ৷ আমরা অনুপ্রেরণার রাজনীতিতে বিশ্বাস করি। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.