ETV Bharat / bharat

গোঁফ-দাড়ি 'অপরাধ'! হিমাচলে 80 জনকে ছাঁটাই করল সংস্থা - Facial Hair Fiasco

Factory Workers Axed Over Beards-Mustaches: দাড়ি-গোঁফ রেখেছেন কর্মচারীরা ৷ সেই অপরাধে চাকরি কেড়ে নিল কোম্পানি ৷ স্বভাবতই এমন ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 11:40 AM IST

Himachal Beards And Mustaches Controversy
গোঁফ-দাড়ি রাখার ফলে চাকরি হারালেন 80 জন

সোলান (হিমাচল প্রদেশ), 2 মে: দাড়ি-গোঁফা রাখায় চাকরি খোয়াতে হয়েছে বেশ কয়েকজন কর্মচারীকে ৷ এমন ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের সোলানে ৷ এমন ঘটনায় স্বভাবতই কর্মক্ষেত্রের নীতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সংস্থার নিয়মকানুন মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের মধ্যে নাক গলাচ্ছে বলে বিতর্ক তৈরি হয়েছে ৷ ছাঁটাই হওয়া কর্মীরা কোম্পানির নিয়ম-নীতি নিয়ে সরকারকে চিঠি দিয়েছে ৷

সূত্রের খবর, সোলানের শিল্পাঞ্চল পারওয়ানুতে একটি কারখানায় 80 জনের চাকরি গিয়েছে ৷ এরপর ওই চাকরি-হারানো কর্মচারীরা বিক্ষোভ দেখায় ৷ জানা যায়, ওই কর্মচারীরা মুখে দাড়ি-গোঁফ রেখেছিল ৷ যা কোম্পানির নীতিকে লঙ্ঘন করেছিল ৷ স্বভাবতই বিতর্ক তৈরি হয় ৷

এরপর কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করা হয়, যাতে বিষয়টি মিটমাট করে ফের 80 জনকে চাকরিতে বহাল করে তারা ৷ তবে শেষ পর্যন্ত ওই কর্মচারীদের ছাঁটাই করে কোম্পানি ৷ তবে সূত্রের খবর, সমঝোতার সময় কোম্পানিটি প্রাথমিকভাবে জানিয়েছিল, তারা ওই কর্মচারীদের পুনর্বহাল করতে পারে একটা শর্তে ৷ তাঁদের গোঁফ-দাড়ি কামিয়ে আসতে হবে ৷ কিন্তু পরে কোম্পানি এই শর্ত থেকেও পিছু হঠে ৷ 80 জনকে কাজে নিতে অস্বীকার করে ৷

জানা গিয়েছে, গত মঙ্গলবারও তাঁদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয় ৷ এরপর ওই 80 জন অভিযোগ জানিয়ে সোলানের জেলা কমিশনার, লেবার কমিশনার এবং মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে চিঠি দিয়েছে ৷ শিল্পাঞ্চল পারওয়ানুর লেবার ইন্সপেক্টর ললিত ঠাকুর ওই কারখানাটিতে গিয়েছিলেন ৷ তিনি কোম্পানি এবং ছাঁটাই হওয়া কর্মী- উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছেন ৷ সোলানের ডিসি মনমোহন শর্মাও এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

তিনি বলেন, "সোলানের পারওয়ানুতে প্রায় 80 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে ৷ তাঁদের দাড়ি-গোঁফ থাকার কারণে তাঁদের চাকরি হারাতে হয়েছে ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ কেন ওই কোম্পানি এমন পদক্ষেপ করল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. মুখ গোঁফ-দাড়ির জঙ্গল, রুক্ষ বেশ! প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নয়া লুক
  2. অনায়াসে তুলে ফেলছেন ইট, টানছেন টোটোও! গোঁফের জোরেই কেল্লাফতে অশোকের
  3. গালভরা দাড়ি, উস্কো-খুশকো চুল; 'খাদান'-এ কয়লা মাফিয়া দেব ?

সোলান (হিমাচল প্রদেশ), 2 মে: দাড়ি-গোঁফা রাখায় চাকরি খোয়াতে হয়েছে বেশ কয়েকজন কর্মচারীকে ৷ এমন ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের সোলানে ৷ এমন ঘটনায় স্বভাবতই কর্মক্ষেত্রের নীতি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সংস্থার নিয়মকানুন মানুষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের মধ্যে নাক গলাচ্ছে বলে বিতর্ক তৈরি হয়েছে ৷ ছাঁটাই হওয়া কর্মীরা কোম্পানির নিয়ম-নীতি নিয়ে সরকারকে চিঠি দিয়েছে ৷

সূত্রের খবর, সোলানের শিল্পাঞ্চল পারওয়ানুতে একটি কারখানায় 80 জনের চাকরি গিয়েছে ৷ এরপর ওই চাকরি-হারানো কর্মচারীরা বিক্ষোভ দেখায় ৷ জানা যায়, ওই কর্মচারীরা মুখে দাড়ি-গোঁফ রেখেছিল ৷ যা কোম্পানির নীতিকে লঙ্ঘন করেছিল ৷ স্বভাবতই বিতর্ক তৈরি হয় ৷

এরপর কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করা হয়, যাতে বিষয়টি মিটমাট করে ফের 80 জনকে চাকরিতে বহাল করে তারা ৷ তবে শেষ পর্যন্ত ওই কর্মচারীদের ছাঁটাই করে কোম্পানি ৷ তবে সূত্রের খবর, সমঝোতার সময় কোম্পানিটি প্রাথমিকভাবে জানিয়েছিল, তারা ওই কর্মচারীদের পুনর্বহাল করতে পারে একটা শর্তে ৷ তাঁদের গোঁফ-দাড়ি কামিয়ে আসতে হবে ৷ কিন্তু পরে কোম্পানি এই শর্ত থেকেও পিছু হঠে ৷ 80 জনকে কাজে নিতে অস্বীকার করে ৷

জানা গিয়েছে, গত মঙ্গলবারও তাঁদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয় ৷ এরপর ওই 80 জন অভিযোগ জানিয়ে সোলানের জেলা কমিশনার, লেবার কমিশনার এবং মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে চিঠি দিয়েছে ৷ শিল্পাঞ্চল পারওয়ানুর লেবার ইন্সপেক্টর ললিত ঠাকুর ওই কারখানাটিতে গিয়েছিলেন ৷ তিনি কোম্পানি এবং ছাঁটাই হওয়া কর্মী- উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছেন ৷ সোলানের ডিসি মনমোহন শর্মাও এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

তিনি বলেন, "সোলানের পারওয়ানুতে প্রায় 80 জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে ৷ তাঁদের দাড়ি-গোঁফ থাকার কারণে তাঁদের চাকরি হারাতে হয়েছে ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ কেন ওই কোম্পানি এমন পদক্ষেপ করল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. মুখ গোঁফ-দাড়ির জঙ্গল, রুক্ষ বেশ! প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নয়া লুক
  2. অনায়াসে তুলে ফেলছেন ইট, টানছেন টোটোও! গোঁফের জোরেই কেল্লাফতে অশোকের
  3. গালভরা দাড়ি, উস্কো-খুশকো চুল; 'খাদান'-এ কয়লা মাফিয়া দেব ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.