শ্রীনগর, 15 মে: ফের পুলিশ ও জঙ্গিদের সংঘর্ষ ৷ গুলির লড়াই যেন জম্মু ও কাশ্মীরে নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে ৷ বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে । তল্লাশি চালানোর মাঝেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের ৷ এখনও পর্যন্ত তিনজন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
এই বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীর জেলার অবন্তীপোরার নাদের ত্রাল এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে একটি তল্লাশি ও ঘেরাও অভিযান শুরু করে । বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালানোয় তল্লাশি অভিযানটি সংঘর্ষে পরিণত হয় ৷ ফলে জঙ্গিদের লক্ষ্য করে সেনাবাহিনীর পাল্টা গুলিবর্ষণ বলে তিনি জানান । গুলি বিনিময় চলছে ৷ আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে ।
গত মাসে পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহভাজনদের বিরুদ্ধে তীব্র অভিযান চালানো হচ্ছে । তাতে প্রায় প্রতিদিনই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে ৷ পুলিশ কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার ভোরে জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফের একটি যৌথ দল ত্রালের নাদের এলাকায় তল্লাশি অভিযান শুরু করতেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় ।
#Encounter has started at Nader, Tral area of #Awantipora. Police and security forces are on the job. Further details shall follow.@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) May 15, 2025
তবে এখনও পর্যন্ত তিনজন জঙ্গিকে খতম করার তাৎক্ষণিক খবর পাওয়া গিয়েছে । এই সপ্তাহের শুরুতে সোপিয়ানের কেল্লার এলাকায় নিরাপত্তা বাহিনী লস্কর-ই-তইবার তিন জঙ্গিকে গুলি করে হত্যা করার পরপরই এই এনকাউন্টার শুরু হয় ।