কাসারগোদ, 10 এপ্রিল: বৃহস্পতিবার সকালে কেরলের কাসারগোদে একটি বিচিত্র ঘটনা ঘটেছে। কেরল পাবলিক সার্ভিস কমিশন (PSC) পরীক্ষা শুরু হতে তখনও বেশ কিছুক্ষণ বাকি। ঠিক তখনই একটি ঈগল এসে একজন পরীক্ষার্থীর হল টিকিট ছোঁ মেরে নিয়ে উড়ে চলে যায়। এই ঘটনাটি দেখে প্রায় 300 জন পরীক্ষার্থী এবং সেখানে উপস্থিত কিছু কর্মকর্তারা হতবাক হয়ে যান। বেশ কয়েকজন পরীক্ষার্থীরা ঈগলকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ওই হল টিকিট ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু, এই চেষ্টায় হল টিকিট হারানো পরীক্ষার্থী ভয় পেয়ে যান। তাঁর ভয় হয়, তাড়া খেয়ে ঈগল হয়তো হল টিকিট নিয়েই এলাকা ছেড়ে উড়ে পালাবে!
পুরো ঘটনাটি বেশ মজার! পরীক্ষার আগে পড়াশোনা করার জন্য পরীক্ষার্থী সকাল 7টা 30 মিনিট নাগাদ তাড়াতাড়ি এসেছিলেন ওই পরীক্ষার্থী। তিনি তার হল টিকিট হাতে ধরেছিলেন। তারপর হঠাৎ একটা ঈগল এসে হাজির। ঈগল পরীক্ষার্থীর হল টিকিট ছোঁ মেরে নিয়ে গিয়ে বসল উঁচুতে জানালার উপর, কখনও আবার উড়ে পাশের গাছে। তার ধারালো ঠোঁটের ফাঁকে ধরা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থীর হল টিকিটটি । নিচে অন্যান্য পরীক্ষার্থীদের চিৎকার-চেঁচামিচি যেন ঈগলের কানেই পৌঁছাচ্ছিল না ।
সময় যত গড়ায়, ততই দুশ্চিন্তা আর আতঙ্ক বাড়তে থাকে ওই পরীক্ষার্থীর। পরীক্ষা শুরুর শেষ ঘণ্টা বাজাতে যখন আর বেশি দেরি নেই, তখনই হঠাৎ ঈগলটি হল টিকিটটি নিচে ফেলে দিল। হল টিকিট নাগালে পেতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরীক্ষার্থী এবং সময়মতো পরীক্ষার হলে পৌঁছেও গেলেন।
এই ঘটনায় কর্মকর্তারা জানিয়েছেন, হল টিকিট ছাড়া কারও পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি নেই। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মানুষ এখন এই ভিডিয়োটি দেখছে এবং শেয়ার করছে। তবে যে পরীক্ষার্থীর সঙ্গে এই ঘটনাটি ঘটেছে, তাঁর পরিচয় এখনও জানা জায়নি ।
যেন পিতা-পুত্র ! থানায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল শিশু ও তার অপহরণকারী