নয়াদিল্লি, 6 মার্চ: চাকরি থেকে বরখাস্ত হওয়ার প্রতিবাদে পকোড়া ভেজে বিক্রি করলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন অধ্যাপক ৷ তাঁর নাম ড. ঋতু সিং ৷ গত সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের বাইরের রাস্তায় এই ঘটনাটি ঘটে ৷ এই নিয়ে হইচই পড়ে যায় ৷ অনেকেই সেখানে ভিড় জমান ৷ পুলিশ তাঁকে সরাতে চাইলেও তিনি সরেননি বলে অভিযোগ ৷ পরে পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট কয়েকটি ধারায় মামলা দায়ের করে ৷
ড. ঋতু সিং এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের অ্যাড-হক অধ্যাপক ছিলেন । প্রায় এক বছর তিনি সহকারি অধ্যাপক পদে বহাল ছিলেন । পরে তাঁকে সরিয়ে দেওয়া হয় ৷ তিনি অভিযোগ করেন যে দলিত হওয়ার কারণে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এর প্রতিবাদে তিনি দীর্ঘদিন ধরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার নম্বর আর্টস ফ্যাকাল্টি গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন ।
সেই বিক্ষোভের অংশ হিসেবে তিনি সোমবার রাস্তায় পকোড়া বিক্রি করতে শুরু করেন৷ তাঁর সঙ্গে তাঁর কয়েকজন প্রাক্তন সহকর্মীও ছিলেন ৷ দোকানের সামনে তিনি 'পিএইচডি পাকোড়াওয়ালা' নামে একটি বড় হোডিংও টাঙান ৷ তাঁর দোকানের মেনুতে বিভিন্ন নামের পকোড়া ছিল ৷ সেগুলির নাম হল - জুমলা, স্পেশাল রিক্রুমেন্ট ড্রাইভ, এসসি/এসটি/ওবিসি ব্যাকলগ, এনএফএস, ডিপ্লেসমেন্ট ৷ এছাড়া তাঁর দোকানে ঋতু সিং বিশেষ বেকার চা-ও বিক্রি করেন ৷
তাঁর এই অভিনব প্রতিবাদ দেখতে হাজির হন অনেকে ৷ ছাত্রছাত্রীরা যেমন সেখানে ভিড় জমান, তেমনই সাধারণ মানুষও এসে হাজির হন ৷ অনেককে পকোড়া কিনে খেতেও দেখা যায় ৷ এর জেরে ওই চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ৷ সাধারণ মানুষ যাতায়াতে সমস্যায় পড়েন ৷ যানজটও হয়৷ ফলে খবর যায় পুলিশে ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ পুলিশের আধিকারিকরা কথা বলেন ঋতু সিংয়ের সঙ্গে ৷ তাঁকে ওই জায়গা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন ওই আধিকারিকরা ৷
অভিযোগ, তিনি পুলিশের কথায় দেননি ৷ বরং প্রতিবাদ চালাতে থাকেন৷ এর পর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লির মরিস নগর থানার পুলিশ ৷
আরও পড়ুন: