নয়াদিল্লি ও মুম্বই, 9 এপ্রিল: মদ্যপ যাত্রীর কীর্তি ! অভিযোগ, দিল্লি থেকে ব্যাঙ্কক যাওয়ার পথে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রসাব করেন এক ব্যক্তি। এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি জারি করে দাবি করা হয়, বুধবার দিল্লি থেকে ব্যাঙ্কক যাওয়ার বিমানে এক যাত্রী 'অশোভন আচরণ' করেছেন। বিষয়টি ইতিমধ্যেই ডিজিসিএ-কে জানানো হয়েছে ৷ পাশাপাশি ঘটনাটি সম্পর্কে তাঁর মন্ত্রক খোঁজ-খবর করবে বলে জানিয়েছেন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু ৷ সংশ্লিষ্ট উড়ান সংস্থার সঙ্গেও কথা বলা হবে বলেও জানান মোদি মন্ত্রিসভার এই সদস্য ।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন , "দিল্লি থেকে ব্যাঙ্ককের দিকে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানে এক যাত্রী অশালীন আচরণ করেছেন । বিমানে থাকা কর্মীদের কাছে সেই অভিযোগ এসে পৌঁছয়। কর্মীরা নিয়ম মেনে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করেন। বিষয়টি ডিজিসিএ-কে জানানো হয়েছে ।" তিনি আরও জানান, ওই যাত্রীকে এয়ার ইন্ডিয়ার তরফে সতর্ক করা হয়েছে।
পাশাপাশি যে যাত্রীর সঙ্গে ওই আচরণ করা হয়েছে তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন কর্মীরা। তাঁকে বিমানের নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জানাতে বলা হয়। তিনি তাতে রাজি হননি । জানা গিয়েছে, এই ধরনের ঘটনা খতিয়ে দেখতে নিরপেক্ষ ব্যক্তিদের সামনে রেখে তদন্ত কমিটি তৈরি করা হয়। এই ঘটনার ক্ষেত্রেও তাই হবে। সেই কমিটি সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে । বিমানের কর্মীদের থেকে শুরু করে যাত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে । তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।
এর আগে 2023 সালের জানুয়ারি মাসে এই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে আসে। সেবার নেশাগ্রস্ত অবস্থায় এক পুরুষ যাত্রী আরেক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ ৷ তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে এই অভিযোগ জানায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ এয়ার ইন্ডিয়ার বিমানটি আমেরিকার জনএফ কেনেডি বিমানবন্দর থেকে নয়াদিল্লি আসছিল ৷ বিমানটি আকাশে থাকাকালীনই এই কুৎসিত ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে এবং তা খতিয়ে দেখতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ একটি বিশেষ কমিটি গঠন করে ।