নয়াদিল্লি, 10 মার্চ: খাদির ফ্যাশনে হাজির নিউজ অ্যাঙ্কররা ৷ এবার ডিডি নিউজ এবং ডিডি ইন্ডিয়া চ্যানেলের অ্যাঙ্করদের নিত্যনতুন খাদি নির্মিত পোশাকে দেখা যাবে ৷ ব্রিটিশ শাসনাধীন ভারতে স্বদেশি আন্দোলনে মহাত্মা গান্ধি খাদির কথা তুলে ধরেছিলেন ৷ একবিংশ শতকেও বিদেশি পোশাকের দাপটের মাঝে খাদিকে জনপ্রিয় করতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকারের দুই সংস্থা ৷ শনিবারপ্রসার ভারতী এবং খাদি ভিলেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কমিশন 'খাদি ফর নেশন অ্যান্ড খাদি ফর ফ্যাশন'কে শক্তিশালী করতে রাজধানীর প্রসার ভারতী সেক্রেটারিয়েটে এই একটি অনুষ্ঠান করে ৷ এই দুই সংস্থার মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছিল আগেই ৷ সেই সূত্র ধরে এই অনুষ্ঠান হয় এদিন ৷
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেভিআইসি-র চেয়ারম্যান মনোজ কুমার, প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী, দূরদর্শন নিউজ বা ডিডি নিউজের ডিরেক্টর জেনারেল প্রিয়া কুমার এবং অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ খাদি দিয়ে তৈরি একেবারে নতুন ফ্যাশনের বেশ কিছু পোশাকের উদ্বোধন হল এই অনুষ্ঠানে ৷ খাদির এই পোশাক পরবেন ডিডি নিউজের হিন্দি এবং ডিডি ইন্ডিয়ার ইংরেজি চ্যানেলের অ্যাঙ্কররা ৷ এভাবেই প্রচার পাবে খাদির অত্যাধুনিক ফ্যাশনের পোশাক ৷ একদিকে যেমন রোজের জীবনে সঙ্গী হতে পারে খাদি, তেমনই সময়ের সঙ্গে তাল মিলিয়ে খাদির সম্ভারে রয়েছে আধুনিক পোশাকও ৷
2023 সালের সেপ্টেম্বর মাসে প্রসার ভারতী এবং খাদি ইন্ডিয়ার মধ্যে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ৷ তারই ফলশ্রুতি হিসেবে ডিডি নিউজ এবং ডিডি ইন্ডিয়ার অ্যাঙ্কররা এই খাদির পোশাক পরবেন ৷ ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের প্রচারে তাঁরাও অংশ নেবেন ৷
কেভিআইসি-র চেয়ারম্যান মনোজ কুমার বলেন, "যাঁরা খাদির পোশাক পরেন না, তাঁদের কাছে বার্তা দিতেই ডিডি নিউজ এবং খাদি ইন্ডিয়ার এই যৌথ উদ্যোগ ৷" প্রসার ভারতীর শীর্ষ আধিকারিক গৌরব দ্বিবেদী বলেন, "সম্প্রতি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে কেভিআইসি 15 কোটিরও বেশি অর্থের ব্যবসা করে মাইলফলক তৈরি করেছে ৷ প্রসার ভারতী এবং কেভিআইসি-র মধ্যে এই সহযোগিতার ফলে খাদি আরও জনপ্রিয় হয়ে উঠবে ৷ ডিডি নিউজ এবং ডিডি ইন্ডিয়ার অ্যাঙ্করদের খাদির নানারকম পোশাকে দেখা যাবে ৷ এভাবেই তাঁরা লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন ৷"
আরও পড়ুন: