নয়াদিল্লি, 26 মার্চ: ইউপিআই পরিষেবা ব্যাহত হল। বুধবার সন্ধ্যায় দেশের বেশ কয়েকটি জায়গায় ডিজিটাল লেনদেনে সমস্যা তৈরি হয় বলে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে। প্রায় এক ঘণ্টা পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগে ইউপিআইয়ের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনেকেই পেমেন্ট করতে পারছিলেন না।
এ সংক্রান্ত পরিষেবা ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখার কাজ করে 'ডাউনডিটেকটর' । সেখানে একাধিক অভিযোগ আসতে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। ঘণ্টাখানেক পরে ইউপিআইয়ের সাহায্যে লেনদেন শুরু করা সম্ভব হয়। তবে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও বেশ খানিকটা সময় লেগেছে।
পরে এনপিসিআইয়ের তরফে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার কথা বলা হয়। সেখানে লেখা হয়, "এনপিসিআই কয়েকটি প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছিল। আর তার জেরে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। পেমেন্ট করতে গিয়ে অনেকেই সমস্যার মুখোমুখি হন। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।"
ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস তৈরি করেছে এনপিসিআই । পরিচালনের ভারও তাদের । সংস্থাটি আরবিআই নিয়ন্ত্রিত। ইউপিআই তৈরি হয়েছে আইআইএমপিএস পরিকাঠামোর সাহায্যে। এই ব্যবস্থার কারণেই ইউপিআইয়ের সাহায্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দ্রুত অন্যত্র টাকা পাঠানো সম্ভব হয়। আর তার জন্য আলাদা করে কোনও খরচ হয় না।
নোটবন্দির পর থেকে ধীরে ধীরে ডিজিটাল পেমেন্টের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। নগদে লেনদেন করলে অনেক সময়ই তা সরকারের নজর এড়িয়ে যায়। কিন্তু ডিজিটাল পেমেন্টে সেই সমস্য়া নেই । এই কারণে সরকারও ডিজিটাল লেনদেন বাড়ানোর পক্ষে। করোনা-পর্বে এই ব্যবস্থা আরও জনপ্রিয় হয়। সময়ের সঙ্গে সঙ্গে ইউপিআইয়ের জনপ্রিয়তা বহুগুণ বেড়েছে। এখন ছোটখাটো লেনদেন অনেকেই ইউপিআইয়ের মাধ্যমে করে থাকেন। তবে এদিন পরিষেবায় বিঘ্ন ঘটায় সমস্যার সম্মুখীন হতে হল।