নয়াদিল্লি, 9 এপ্রিল: চিত্তরঞ্জন পার্কের বাঙালি মাছ ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে বিজেপি ৷ এমনই অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ৷ সাংসদের সোশাল মিডিয়া পোস্টের ভিত্তিতে অনুসন্ধান শুরু করল পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, সাংসদের পোস্ট করা ভিডিয়োটি পুরনো। অন্যদিকে, তৃণমূল নেত্রীর ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপিও।
দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্কের বাজারে বেশ কয়েকটি মাছের দোকান আছে ৷ দীর্ঘদিন ধরে বাঙালিরাই সে সমস্ত দোকান চালিয়ে আসছেন ৷ সেই সমস্ত দোকানদারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এই বাজারের পাশে রয়েছে একটি মন্দির ৷ এখান থেকেই বিতর্কের সূত্রপাত ৷
Please watch saffron brigade BJP goons threaten fish-eating Bengalis of Chittaranjan Park, Delhi. Never in 60 years has this happened, residents say. pic.twitter.com/jt5NCQHo9i
— Mahua Moitra (@MahuaMoitra) April 8, 2025
এক্স হ্যান্ডেলে মঙ্গলবার রাতের দিকে একটি ভিডিয়োয় পোস্ট করেছেন মহুয়া ৷ তাতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যুবক বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছে ৷ তাদের দাবি, মন্দিরের পাশে এভাবে জীব হত্য়া করা চলবে না ৷ ব্যবসায়ীরা তাদের বোঝাবার চেষ্টা করেন, এই মন্দিরটি তাঁরাই তৈরি করেছেন ৷ বহু বছর ধরে এই মন্দিরের পাশে বসেই তাঁরা ব্যবসা করছেন ৷ সেই বক্তব্যও শুনতে নারাজ ওই যুবকরা ৷
মহুয়ার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে পুলিশের প্রাথমিক অনুমান, সাংসদের পোস্ট করা ভিডিয়োটি পুরনো ৷ তাই কবে এই ঘটনা ঘটেছে তা জানার কাজ শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি হুমকির ঘটনায় এখনও লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি ৷ তবে সোশাল মিডিয়ার একাধিক পোস্টের উপর নির্ভর করেই বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ ৷

তার আগে মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার দুপুর পর্যন্ত মাছ ব্যবসায়ীদের হুমকি দেওয়া নিয়ে একাধিক পোস্ট করেছেন মহুয়া ৷ তার মধ্যে ওই ভিডিয়োটিও আছে ৷ সঙ্গে থাকা ক্যাপশানে সাংসদ লেখেন, দেখুন কীভাবে বিজেপির গুন্ডারা মাছ ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে ৷ দিল্লির চিত্তরঞ্জন পার্কের পুরনো বাসিন্দাদের থেকে জানতে পেরেছি গত 60 বছরে এমন কোনও ঘটনা ঘটেনি ৷ আজ সেটাই ঘটল ৷ "
Terrorising Hindu fishmongers into shutting legal shops next to a temple they built - BJP goons caught on video but not yet arrested. Hello @DelhiPolice - Or are we all supposed to eat dhoklas and chant Jai Shri Ram? pic.twitter.com/XKcRUEknFo
— Mahua Moitra (@MahuaMoitra) April 9, 2025
এরপর বুধবার দুপুরের দিকে এক্স হ্যান্ডেলে নিজের ভিডিয়ো বার্তা পোস্ট করেন মহুয়া ৷ সেখানে তিনি বলেন, "বিজেপির গুন্ডারা কীভাবে বাঙালি ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে সেটা সবাই দেখছেন ৷ মাছ খাওয়া বাঙালিদের কাছে গর্বের বিষয় ৷ এবার কি বিজেপি ঠিক করে দেবে আমরা মাছ খাব কি না ? নাকি বিজেপি আমাদের বলবে ধোকলা খেতে হবে আর রোজ তিনবার করে জয় শ্রী রাম বলতে হবে ! বিজেপি নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরে। কিন্তু এখানে যাঁদের হুমকি দেওয়া হচ্ছে তাঁরা সবাই হিন্দু ।"
These fish shops were allotted by DDA, this is not any illegal encroachment.
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) April 8, 2025
If BJP had problem with CR Park Bengalis eating fish, they should have said so in their manifesto.
Bengalis in CR Park are one of the most educated communities in Delhi. Their sentiments and eating… https://t.co/oRv2S8bHfi
সাংসদের দাবি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব । তিনি জানান, আইন মেনেই বাজারটি তৈরি হয়েছে । তাছাড়া এলাকার বাসিন্দাদের জন্য বাজারটি প্রয়োজনীয়তাও রয়েছে। বাজারের ব্যবসায়ীদের প্রশংসাও করেন বিজেপি নেতা। তিনি জানান, ব্যবসায়ীরা জানেন পাশেই মন্দির আছে । তাই স্বচ্ছতার প্রশ্নে তাঁরা কোনও সমঝোতা করেন না। সেদিক থেকে কারও কোনও সমস্যা নেই। মহুয়ার ভিডিয়ো নিয়ে বিজেপি নেতা বলেন, "আমার মনে হচ্ছে শান্তি বিঘ্নিত করতে কেউ এই ভিডিয়োটিকে বিকৃত করেছে । সেটা প্রচার করে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টাও করছেন। পুলিশের কাছে আমাদের অনুরোধ তারা গোটা ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিক। "