ETV Bharat / bharat

হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধার, আইআইটি দিল্লিতে পুলিশ - IIT DELHI

হস্টেল থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য আইআইটি দিল্লিতে । পুলিশের প্রাথমিক অনুমান, স্বাস্থ্যগত জটিলতার কারণে এই ঘটনা ।

IIT DELHI
আইআইটি দিল্লির হস্টেলে ছাত্রের মৃতদেহ পাওয়া গিয়েছে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 4, 2025 at 10:13 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 4 জুন: দিল্লি আইআইটির হস্টেল থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজধানীতে । নিহত ছাত্র বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বলে জানা গিয়েছে । হস্টেলের ঘরের দরজা ভেঙে দ্বিতীয় বর্ষের এই ছাত্রকে বের করে আনা হয় ।

বুধবার সকালে কিষাণগড় থানায় একটি কল আসার পর পুলিশ এই মামলার কথা জানতে পারে । ফোনে বলা হয় যে, হস্টেলের একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ এবং ছাত্রটি দরজা খুলছে না । বিষয়টির গুরুত্ব দেখে এসএইচও কিষাণগড় তাঁর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন । সেখানে গিয়ে দেখা যায় যে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল । পুলিশ এবং দমকল বিভাগের সহায়তায় ঘরের দরজা ভাঙা হলে ছাত্রটিকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায় । ঘটনাস্থলে পৌঁছনো আইআইটি চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, দুই দিন আগে ওই ছাত্র রাতের খাবার খেয়েছিল । তারপর সে তার ঘরে চলে যায় । 3 জুন, সারাদিন ধরে সে কারও সংস্পর্শে আসেনি এবং কেউ তাকে দেখতেও পায়নি । এতে সহপাঠীদের সন্দেহ হয় এবং তারা নিরাপত্তাকর্মীদের খবর দেয় ।

দিল্লি পুলিশের মতে, শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ঘরে বমির চিহ্ন পাওয়া গিয়েছে । যার কারণে প্রাথমিকভাবে মনে হচ্ছে এই ঘটনাটি স্বাস্থ্যগত জটিলতার । দিল্লি পুলিশের ক্রাইম টিম এবং ফরেনসিক দলকে তদন্তের জন্য ডাকা হয়েছে ।

সমস্ত আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করার পর, মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিকটবর্তী সফদরজং হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পুলিশ পরিবারকে ঘটনাটি সম্পর্কে জানিয়েছে । বর্তমানে বিষয়টির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছে পুলিশ ।

নয়াদিল্লি, 4 জুন: দিল্লি আইআইটির হস্টেল থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজধানীতে । নিহত ছাত্র বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বলে জানা গিয়েছে । হস্টেলের ঘরের দরজা ভেঙে দ্বিতীয় বর্ষের এই ছাত্রকে বের করে আনা হয় ।

বুধবার সকালে কিষাণগড় থানায় একটি কল আসার পর পুলিশ এই মামলার কথা জানতে পারে । ফোনে বলা হয় যে, হস্টেলের একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ এবং ছাত্রটি দরজা খুলছে না । বিষয়টির গুরুত্ব দেখে এসএইচও কিষাণগড় তাঁর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন । সেখানে গিয়ে দেখা যায় যে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল । পুলিশ এবং দমকল বিভাগের সহায়তায় ঘরের দরজা ভাঙা হলে ছাত্রটিকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায় । ঘটনাস্থলে পৌঁছনো আইআইটি চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, দুই দিন আগে ওই ছাত্র রাতের খাবার খেয়েছিল । তারপর সে তার ঘরে চলে যায় । 3 জুন, সারাদিন ধরে সে কারও সংস্পর্শে আসেনি এবং কেউ তাকে দেখতেও পায়নি । এতে সহপাঠীদের সন্দেহ হয় এবং তারা নিরাপত্তাকর্মীদের খবর দেয় ।

দিল্লি পুলিশের মতে, শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ঘরে বমির চিহ্ন পাওয়া গিয়েছে । যার কারণে প্রাথমিকভাবে মনে হচ্ছে এই ঘটনাটি স্বাস্থ্যগত জটিলতার । দিল্লি পুলিশের ক্রাইম টিম এবং ফরেনসিক দলকে তদন্তের জন্য ডাকা হয়েছে ।

সমস্ত আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করার পর, মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিকটবর্তী সফদরজং হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পুলিশ পরিবারকে ঘটনাটি সম্পর্কে জানিয়েছে । বর্তমানে বিষয়টির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.