ETV Bharat / bharat

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ফেঙ্গল ! তামিলনাড়ুতে জারি হাই অ্যালার্ট

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় ফেঙ্গল ক্রমশ তামিলনাড়ুর দিকে ধেয়ে আসছে ৷

CYCLONE FENGAL
তামিলনাড়ুতে জারি হাই অ্যালার্ট (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 10:53 AM IST

চেন্নাই, 27 নভেম্বর: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফেঙ্গল ৷ ক্রমশ তা তামিল নাড়ুর দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সেকারণে রাজ্যজুড়ে এবার একাধিক শতর্কতা জারি করল তামিলনাড়ু প্রশাসন ৷ দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস, শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ এর ফলে ইতিমধ্যেই, সমগ্র তামিলনাড়ুতে প্রবল ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষের উদ্দেশে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন ৷

ঘূর্ণিঝড়ের আপডেট:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ৷ শেষ 6 ঘণ্টায় এর গতিবেগ ঘণ্টায় 10 কিলোমিটার ৷ ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তরের দিকে ৷ মঙ্গলবার রাত 11টা 30 মিনিটে ঝড়ের অবস্থান ছিল শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে 190 কিলোমিটার দক্ষিণপূর্ব, তামিলনাড়ুর নাগাপাট্টিনাম থেকে 470 কিলোমিটার দক্ষিণপূর্ব, পুদুচেরি থেকে 580 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্ব এবং চেন্নাই থেকে 670 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্বে ৷

এরপর 27 নভেম্বর অর্থাৎ বুধবার শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ ল্যান্ডফলের পর প্রথমে শ্রীলঙ্কার উপকূলে ও পরে তামিলনাড়ুর উপকূলে তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় ফেঙ্গল ৷ এরপর আগামী দু'দিন সেখানে তাণ্ডব দেখাবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷

হাই অ্যালার্ট জারি:

ঘূর্ণিঝড় ফেঙ্গলের কারণে তামিলনাড়ুর একাধিক জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দিল্লির মৌসম ভবন ৷ চেন্নাই, চেঙ্গলপাট্টু, থিরুভালুর, ভিল্লুপুরম-সহ মোট 15টি জেলায় স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ সেই সঙ্গে, জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

ইতিমধ্যেই, আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন । গোটা পরিস্থিতি সরজমিনে নিজে খতিয়ে দেখেছেন । ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথাও বলেছেন তিনি । অন্যদিকে, উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে নিরাপদে সরানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ৷

এদিকে, ঘূর্ণিঝড় ফেঙ্গলের প্রভাব পড়েছে বিমান চলাচলের উপর ৷ চেন্নাই বিমানবন্দরে বেশ কিছু ইন্ডিগোর বিমানের সময় পিছিয়ে গিয়েছে ৷ ঝড় ও প্রবল বৃষ্টির কারণে বিমান চলাচলে সমস্যা হতে পারে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ ৷

পড়ুন: বঙ্গীয় শীতে বাধা ঘূর্ণিঝড় ফেঙ্গল ! মেঘলা আকাশ, বাড়বে রাতের তাপমাত্রা

চেন্নাই, 27 নভেম্বর: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ফেঙ্গল ৷ ক্রমশ তা তামিল নাড়ুর দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সেকারণে রাজ্যজুড়ে এবার একাধিক শতর্কতা জারি করল তামিলনাড়ু প্রশাসন ৷ দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস, শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ এর ফলে ইতিমধ্যেই, সমগ্র তামিলনাড়ুতে প্রবল ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষের উদ্দেশে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন ৷

ঘূর্ণিঝড়ের আপডেট:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ৷ শেষ 6 ঘণ্টায় এর গতিবেগ ঘণ্টায় 10 কিলোমিটার ৷ ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তরের দিকে ৷ মঙ্গলবার রাত 11টা 30 মিনিটে ঝড়ের অবস্থান ছিল শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে 190 কিলোমিটার দক্ষিণপূর্ব, তামিলনাড়ুর নাগাপাট্টিনাম থেকে 470 কিলোমিটার দক্ষিণপূর্ব, পুদুচেরি থেকে 580 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্ব এবং চেন্নাই থেকে 670 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্বে ৷

এরপর 27 নভেম্বর অর্থাৎ বুধবার শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ ল্যান্ডফলের পর প্রথমে শ্রীলঙ্কার উপকূলে ও পরে তামিলনাড়ুর উপকূলে তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় ফেঙ্গল ৷ এরপর আগামী দু'দিন সেখানে তাণ্ডব দেখাবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস ৷

হাই অ্যালার্ট জারি:

ঘূর্ণিঝড় ফেঙ্গলের কারণে তামিলনাড়ুর একাধিক জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দিল্লির মৌসম ভবন ৷ চেন্নাই, চেঙ্গলপাট্টু, থিরুভালুর, ভিল্লুপুরম-সহ মোট 15টি জেলায় স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ সেই সঙ্গে, জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

ইতিমধ্যেই, আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন । গোটা পরিস্থিতি সরজমিনে নিজে খতিয়ে দেখেছেন । ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথাও বলেছেন তিনি । অন্যদিকে, উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে নিরাপদে সরানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ৷

এদিকে, ঘূর্ণিঝড় ফেঙ্গলের প্রভাব পড়েছে বিমান চলাচলের উপর ৷ চেন্নাই বিমানবন্দরে বেশ কিছু ইন্ডিগোর বিমানের সময় পিছিয়ে গিয়েছে ৷ ঝড় ও প্রবল বৃষ্টির কারণে বিমান চলাচলে সমস্যা হতে পারে বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ ৷

পড়ুন: বঙ্গীয় শীতে বাধা ঘূর্ণিঝড় ফেঙ্গল ! মেঘলা আকাশ, বাড়বে রাতের তাপমাত্রা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.