ETV Bharat / bharat

ভিতরকণিকা-ধামরার মধ্যে সম্ভাব্য ল্যান্ডফল ঘূর্ণিঝড় দানা'র, বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দির

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় দানা ওড়িশার ভিতরকণিকা এবং ধামরা পোর্টের মধ্যে আছড়ে পড়তে পারে বৃহস্পতিবার রাতে ৷

CYCLONE DANA LANDFALL
ল্যান্ডফল ঘূর্ণিঝড় দানার (সৌ: এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 2:10 PM IST

ভুবনেশ্বর, 23 অক্টোবর: ঘূর্ণিঝড় দানা'র সম্ভাব্য ল্য়ান্ডফল সম্পর্কে জানাল মৌসম ভবন (আইএমডি) ৷ বুধবার আইএমডি-র তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দানা ওডিশার ভিতরকণিকা এবং ধামরার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্য়ান্ডফলের ঘোষণার পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন ৷ জানা গিয়েছে, বন্ধ করা হয়েছে পুরী জগন্নাথ মন্দির ও কোনার্ক সূর্য মন্দির ৷

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দানা'র জন্য ইতিমধ্যেই ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দানা গত 6 ঘণ্টায় 15 কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ এদিন সকাল সাড়ে 8টায় পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় 520 কিমি দক্ষিণ-পূর্বে, সাগরদ্বীপ থেকে (পশ্চিম) 600 কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে বাংলা এবং খেপুপাড়া (বাংলাদেশ) থেকে 610 কিমি দক্ষিণ-পূর্বে এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ ওইদিনই রাতের মধ্যে ভিতরকণিকা-ধামরার (ওডিশা) কাছে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে ৷ এর গতিবেগ সেই সময় 120 কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে বলে জানিয়েছে আইএমডি ৷ সেই পূর্বাভাস পাওয়ার পরই পুরীতে প্রায় সব হোটেল খালি করা হয়েছে ৷ পর্যটকদের এদিন রাতের মধ্যে পুরী ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখে পুরী জগন্নাথ মন্দির এবং কোনার্ক সূর্য মন্দির বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসাই) ৷ সেই নির্দেশ মোতাবেক এদিনই সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পুরী মন্দির ৷ পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত 51টি ODRF টিম বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে। 20টি NDRF টিম বিভিন্ন এলাকায় পাঠানো হবে। সম্ভাব্য ঝড়ের আশঙ্কায় 13 জেলায় বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। এর মধ্যে ছয়টি জেলা অত্যন্ত সংবেদনশীল বলে জানা গিয়েছে। বালাসোর, ভদ্রক, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া এবং ময়ূরভঞ্জে ঝড়ের ব্যাপক প্রভাব পড়তে পারে বলেও জানা গিয়েছে।

ভুবনেশ্বর, 23 অক্টোবর: ঘূর্ণিঝড় দানা'র সম্ভাব্য ল্য়ান্ডফল সম্পর্কে জানাল মৌসম ভবন (আইএমডি) ৷ বুধবার আইএমডি-র তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দানা ওডিশার ভিতরকণিকা এবং ধামরার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্য়ান্ডফলের ঘোষণার পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন ৷ জানা গিয়েছে, বন্ধ করা হয়েছে পুরী জগন্নাথ মন্দির ও কোনার্ক সূর্য মন্দির ৷

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় দানা'র জন্য ইতিমধ্যেই ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দানা গত 6 ঘণ্টায় 15 কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ এদিন সকাল সাড়ে 8টায় পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় 520 কিমি দক্ষিণ-পূর্বে, সাগরদ্বীপ থেকে (পশ্চিম) 600 কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে বাংলা এবং খেপুপাড়া (বাংলাদেশ) থেকে 610 কিমি দক্ষিণ-পূর্বে এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷ ওইদিনই রাতের মধ্যে ভিতরকণিকা-ধামরার (ওডিশা) কাছে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে ৷ এর গতিবেগ সেই সময় 120 কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে বলে জানিয়েছে আইএমডি ৷ সেই পূর্বাভাস পাওয়ার পরই পুরীতে প্রায় সব হোটেল খালি করা হয়েছে ৷ পর্যটকদের এদিন রাতের মধ্যে পুরী ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেখে পুরী জগন্নাথ মন্দির এবং কোনার্ক সূর্য মন্দির বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসাই) ৷ সেই নির্দেশ মোতাবেক এদিনই সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পুরী মন্দির ৷ পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত 51টি ODRF টিম বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে। 20টি NDRF টিম বিভিন্ন এলাকায় পাঠানো হবে। সম্ভাব্য ঝড়ের আশঙ্কায় 13 জেলায় বিশেষ প্রস্তুতি নিয়েছে সরকার। এর মধ্যে ছয়টি জেলা অত্যন্ত সংবেদনশীল বলে জানা গিয়েছে। বালাসোর, ভদ্রক, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া এবং ময়ূরভঞ্জে ঝড়ের ব্যাপক প্রভাব পড়তে পারে বলেও জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.