ETV Bharat / bharat

এক্সপ্রেসওয়ের উপর 'উড়ছে' গাড়ি ! ঠিকাদারের মোটা জরিমানা - Delhi Vadodora Expressway

Cars Gone Airborne : অদৃশ্য স্পিড ব্রেকার ৷ এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাওয়ার সময় সামনের দিকে মুখ থুবড়ে পড়ছে গাড়ি ৷ দিল্লি-ভদোদরা এক্সপ্রেসওয়ের এমন দুর্দশার দায়ে ঠিকাদারকে কড়া শাস্তি দিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 5:35 PM IST

Cars Gone Airborne
এক্সপ্রেসওয়েতে উড়ছে গাড়ি (ইনস্টাগ্রাম সৌজন্যে)

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গতির সঙ্গে ছুটছে বড় বড় গাড়ি ৷ আচমকাই অদৃশ্য স্পিড ব্রেকারে ধাক্কা লেগে কয়েক সেকেন্ডের জন্য় হাওয়ায় ভেসে যাচ্ছে সেগুলি ৷ দিল্লি-ভদোদরা এক্সপ্রেসওয়ের সেই ভিডিয়ো দেখার পর তৈরির দায়িত্বে থাকা ঠিকাদারকে 50 লক্ষ টাকার জরিমানা ধার্য করল সড়ক ও পরিবহন মন্ত্রক ৷ সেই সঙ্গে, বরখাস্ত করা হল বেশ কয়েকজন শীর্ষ আধিকারিককেও ৷

মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, গত 10 সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ 7 তারিখের সেই ভিডিয়ো দিল্লি-ভদোদরা এক্সপ্রেসওয়ের ৷ ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, একাধিক গাড়ি এক্সপ্রেসওয়ের ব্যারিকেড পেরনো মাত্রই অদৃশ্য স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে সামনের দিকে লাফিয়ে পড়ছে ৷ গতি বেশি থাকায় রাস্তার উপর পড়তেই চাকার ঘর্ষণে রীতিমতো আগুণ জ্বলে উঠছে ৷ তবে ভাগ্যক্রমে বড় কোনও দুর্ঘটনার দৃশ্য সেই ভিডিয়োতে দেখা যায়নি ৷

মন্ত্রকের দাবি, ত্রুটি থাকা সত্ত্বেও রাস্তা তৈরির দায়িত্বে থাকা সেই ঠিকাদার কোনও রকম পদক্ষেপ নেননি ৷ আর সেকারণে তাঁর বিরুদ্ধে 50 লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে ৷ সেই সঙ্গে, এক্সপ্রেসওয়ে তৈরির তদারকির দায়িত্বে থাকা প্রধান ইঞ্জিনিয়রকেও বরখাস্ত করা হয়েছে ৷ পাশাপাশি, দায়িত্বে থাকা পিডি ও টেক ম্য়ানেজারকে সো-কজ নোটিশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই, ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে ৷ বৃষ্টি কমে গেলেই রাস্তা সারানোর কাজ শুরু করা হবেও বলে জানিয়েছে মন্ত্রক ৷

জানা গিয়েছে, এক্সপ্রেসওয়ের এমন দুর্দশার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তাতে রয়েছেন আইআইটি খড়গপুরের অধ্যাপক কেএস রেড্ডি এবং গান্ধিনগর আইআইটির অধ্যাপক জিভি রাও ৷ তাঁদের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞও ৷

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গতির সঙ্গে ছুটছে বড় বড় গাড়ি ৷ আচমকাই অদৃশ্য স্পিড ব্রেকারে ধাক্কা লেগে কয়েক সেকেন্ডের জন্য় হাওয়ায় ভেসে যাচ্ছে সেগুলি ৷ দিল্লি-ভদোদরা এক্সপ্রেসওয়ের সেই ভিডিয়ো দেখার পর তৈরির দায়িত্বে থাকা ঠিকাদারকে 50 লক্ষ টাকার জরিমানা ধার্য করল সড়ক ও পরিবহন মন্ত্রক ৷ সেই সঙ্গে, বরখাস্ত করা হল বেশ কয়েকজন শীর্ষ আধিকারিককেও ৷

মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, গত 10 সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ 7 তারিখের সেই ভিডিয়ো দিল্লি-ভদোদরা এক্সপ্রেসওয়ের ৷ ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, একাধিক গাড়ি এক্সপ্রেসওয়ের ব্যারিকেড পেরনো মাত্রই অদৃশ্য স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে সামনের দিকে লাফিয়ে পড়ছে ৷ গতি বেশি থাকায় রাস্তার উপর পড়তেই চাকার ঘর্ষণে রীতিমতো আগুণ জ্বলে উঠছে ৷ তবে ভাগ্যক্রমে বড় কোনও দুর্ঘটনার দৃশ্য সেই ভিডিয়োতে দেখা যায়নি ৷

মন্ত্রকের দাবি, ত্রুটি থাকা সত্ত্বেও রাস্তা তৈরির দায়িত্বে থাকা সেই ঠিকাদার কোনও রকম পদক্ষেপ নেননি ৷ আর সেকারণে তাঁর বিরুদ্ধে 50 লক্ষ টাকার জরিমানা ধার্য করা হয়েছে ৷ সেই সঙ্গে, এক্সপ্রেসওয়ে তৈরির তদারকির দায়িত্বে থাকা প্রধান ইঞ্জিনিয়রকেও বরখাস্ত করা হয়েছে ৷ পাশাপাশি, দায়িত্বে থাকা পিডি ও টেক ম্য়ানেজারকে সো-কজ নোটিশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই, ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে ৷ বৃষ্টি কমে গেলেই রাস্তা সারানোর কাজ শুরু করা হবেও বলে জানিয়েছে মন্ত্রক ৷

জানা গিয়েছে, এক্সপ্রেসওয়ের এমন দুর্দশার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ তাতে রয়েছেন আইআইটি খড়গপুরের অধ্যাপক কেএস রেড্ডি এবং গান্ধিনগর আইআইটির অধ্যাপক জিভি রাও ৷ তাঁদের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.