পটনা, 16 মার্চ: বিধায়কের আদেশ মেনে উর্দি পরে ঠুমকা নেচেছিলেন দেহরক্ষী কনস্টেবল ৷ ফল পেলেন হাতেনাতে ৷ শনিবার পটনায় বিহারের প্রাক্তন মন্ত্রী তথা আরজেডি বিধায়ক তেজ প্রতাপ যাদবের বাসভবনে হোলির অনুষ্ঠানে কোমর দুলিয়েছিলেন পুলিশ কনস্টেবল দীপক ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতে রবিবারই বদলি করে তাঁকে পুলিশ লাইনে পাঠাল প্রশাসন ৷
এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছেন সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) ৷ সেখানে জানানো হয়েছে, "কনস্টেবল, দীপক কুমারকে বিধায়ক তেজ প্রতাপের নিরাপত্তারক্ষী হিসাবে পোস্টিং দেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি উর্দি পরে নেচেছেন ৷ তাই তাঁকে এখনই পুলিশ লাইনে বদলি করা হল ৷ কুমারের জায়গায় অন্য কনস্টেবল বিধায়কের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করবেন ৷"
শনিবার রাজ্যের সর্বত্র দোল উৎসব পালিত হয় ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর বড় ছেলে তেজ প্রতাপ তাঁর বাসভবনে অনুগামীদের নিয়ে হোলির উদযাপন করেন ৷ সেখানে তিনি গানের সঙ্গে তাল মিলিয়ে ঠুমকা নাচার নির্দেশ দেন তাঁর নিরাপত্তারক্ষী পুলিশ কনস্টেবলকে ৷ রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের দাদা তেজ প্রতাপ হুঁশিয়ারি দেন, ওই কনস্টেবল যদি তাঁর গানের সঙ্গে তাল মিলিয়ে না-নাচেন, তাহলে তাঁকে সাসপেন্ড করা হবে ৷ এমন একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷
স্বাভাবিকভাবে তেজ প্রতাপের এমন কাণ্ডে বিতর্ক তৈরি হয় ৷ আরজেডি বিধায়ক তেজ প্রতাপ কনস্টেবলকে বলেন, "সিপাহি দীপক, শোনো ৷ একটা গান চালাব, তোমাকে ওই গানের সঙ্গে ঠুমকা নাচতে হবে ৷ খারাপ কিছু মনে করো না ৷ আজ হোলি ৷ না-নাচলে সাসপেন্ড হয়ে যাবে ৷ কিন্তু খারাপ কিছু ভেব না ৷ আজ হোলি ৷" এরপর তেজ প্রতাপ নিজেই গান গাইতে শুরু করেন ৷ তাঁর গানের সঙ্গে নাচেন কনস্টেবল দীপক ৷
তেজ প্রতাপের এই হোলির অনুষ্ঠানের নাম ছিল 'কাপড়া ফাড় হোলি' ৷ এর আগে তাঁর বাবা লালুপ্রসাদও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতেন ৷ যে কেউ তাঁকে হোলির শুভেচ্ছা জানাতে এলে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়াই অনুষ্ঠানের রীতি ৷ শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে বাবার পথেই হেঁটে একইভাবে হোলি উদযাপন করেছেন ৷
শুধু কনস্টেবলকে নাচতে বলাতেই ক্ষান্ত থাকেননি তেজ প্রতাপ ৷ রং মেখে একটি বাইক চালিয়ে তাঁর বাড়ি সংলগ্ন রাস্তাগুলিতে ঘুরে বেড়ান তিনি এবং চেঁচিয়ে বলতে থাকেন, "হ্যাপি হোলি পল্টু চাচা" ৷ এই কটাক্ষ যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্দেশে, তা বলার অপেক্ষা রাখে না ৷ দু'দু'বার তিনি আরজেডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৷ এরপর থেকে আরজেডির অনেক নেতাই নীতীশকে এই নামে ডাকেন। এবার তেজপ্রতাপও সেই কাজ করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
এর মধ্যে শনিবার আরজেডি বিধায়ক তেজ প্রতাপ যে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই বাইকের মালিককেও জরিমানা করেছে পটনার ট্রাফিক বিভাগ ৷ অভিযোগ, তেজ প্রতাপ মাথায় হেলমেট না পরে বাইক চালাচ্ছিলেন ৷ ওই বাইকের পলিউশন পরীক্ষার শংসাপত্র ছিল না, এমনকী বিমাও করানো নেই ৷ তাই পুলিশ সুপার (ট্রাফিক) অপরাজিত লোহান বাইকের মালিককে 4 হাজার টাকার চালান ধরিয়েছেন ৷