ETV Bharat / bharat

নির্বাচনে খারাপ ফল, ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দিলেন খাড়গে - Odisha Pradesh Congress Committee

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 8:31 PM IST

Odisha Pradesh Congress Committee: ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । চলতি বছরের লোকসভা নির্বাচনে এবং ওড়িশা বিধানসভা নির্বাচনে খারাপ ফল করেছে এই গ্র্যান্ড ওল্ড পার্টি ৷ এরপরেই এই পদক্ষেপ করল হাত শিবির ।

Odisha Pradesh Congress Committee
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (ছবি সূত্র - সংবাদসংস্থা এএনআই)

ভুবনেশ্বর, 21 জুলাই: ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটি (ওপিসিসি) ভেঙে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এর ফলে স্বাভাবিকভাবে প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) সভাপতি, এর পদাধিকারীরা, কার্যনির্বাহী কমিটি, জেলা/ব্লক, মণ্ডল কংগ্রেস কমিটি, ফ্রন্টাল সংগঠন এবং সেলগুলিতে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা পদ হারালেন ৷

কংগ্রেসের সূত্র জানা গিয়েছে, বর্তমান ওপিসিসি সভাপতি শরৎ পট্টনায়ক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ যতক্ষণ না নতুন পিসিসি সভাপতি নিযুক্ত হচ্ছেন । শোনা যাচ্ছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ নেতা ভক্তিচরণ দাস এবং প্রাক্তন বিধায়ক মহম্মদ মকিম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন । একইভাবে নতুন পিসিসি সভাপতি পদপ্রার্থী হিসাবে ওপিসিসির প্রাক্তন সভাপতি জয়দেব ঘেনার নামও সামনে আসছে ।

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) পোটাঙ্গির বিধায়ক রামচন্দ্র কদমকে বিধানসভার দলনেতা হিসাবে নিযুক্ত করেছে । অশোক দাসকে কংগ্রেসের তরফে দলের উপনেতা হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং সিএস রাজেন এক্কাকে বিধানসভায় দলের মুখ্যসচেতক করা হয়েছে ।

2024 সালের লোকসভা ভোট এবং ওড়িশা বিধানসভা নির্বাচনে কংগ্রেস খারাপ ফল করেছে । লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ করতে পেরেছে এ রাজ্যে ৷ যেখানে বিজেপি রাজ্য থেকে 20টি আসন জিতেছে । দুই দশকেরও বেশি সময় ধরে রাজ্যে ক্ষমতায় ছিল বিজু জনতা দল বা বিজেডি ৷ চলতি বিধানসভা নির্বাচনে তাদেরকে হারিয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে ।

একইসঙ্গে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেয়েছে পূর্ব ভারতের এই রাজ্য়টি ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন চরণ মাঝি ৷ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রবীণ বিজেপি নেতা কেভি সিং দেও এবং প্রভাতী পারিদা ৷

ভুবনেশ্বর, 21 জুলাই: ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটি (ওপিসিসি) ভেঙে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এর ফলে স্বাভাবিকভাবে প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) সভাপতি, এর পদাধিকারীরা, কার্যনির্বাহী কমিটি, জেলা/ব্লক, মণ্ডল কংগ্রেস কমিটি, ফ্রন্টাল সংগঠন এবং সেলগুলিতে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা পদ হারালেন ৷

কংগ্রেসের সূত্র জানা গিয়েছে, বর্তমান ওপিসিসি সভাপতি শরৎ পট্টনায়ক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ যতক্ষণ না নতুন পিসিসি সভাপতি নিযুক্ত হচ্ছেন । শোনা যাচ্ছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ নেতা ভক্তিচরণ দাস এবং প্রাক্তন বিধায়ক মহম্মদ মকিম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন । একইভাবে নতুন পিসিসি সভাপতি পদপ্রার্থী হিসাবে ওপিসিসির প্রাক্তন সভাপতি জয়দেব ঘেনার নামও সামনে আসছে ।

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) পোটাঙ্গির বিধায়ক রামচন্দ্র কদমকে বিধানসভার দলনেতা হিসাবে নিযুক্ত করেছে । অশোক দাসকে কংগ্রেসের তরফে দলের উপনেতা হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং সিএস রাজেন এক্কাকে বিধানসভায় দলের মুখ্যসচেতক করা হয়েছে ।

2024 সালের লোকসভা ভোট এবং ওড়িশা বিধানসভা নির্বাচনে কংগ্রেস খারাপ ফল করেছে । লোকসভা নির্বাচনে কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ করতে পেরেছে এ রাজ্যে ৷ যেখানে বিজেপি রাজ্য থেকে 20টি আসন জিতেছে । দুই দশকেরও বেশি সময় ধরে রাজ্যে ক্ষমতায় ছিল বিজু জনতা দল বা বিজেডি ৷ চলতি বিধানসভা নির্বাচনে তাদেরকে হারিয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে ।

একইসঙ্গে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেয়েছে পূর্ব ভারতের এই রাজ্য়টি ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন চরণ মাঝি ৷ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যের দুই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রবীণ বিজেপি নেতা কেভি সিং দেও এবং প্রভাতী পারিদা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.