ETV Bharat / bharat

বাজেটের আগেই সুখবর ! সিলিন্ডার পিছু 30 টাকা দাম কমল এলপিজির - LPG Cylinder Price Slashed

LPG Cylinder Price Slashed: এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল ৷ পয়লা জুলাই থেকে নয়া দাম কার্যকর হল ৷ নতুন দাম অনুযায়ী সিলিন্ডার পিছু 30 টাকা করে দাম কমল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 12:50 PM IST

Updated : Jul 1, 2024, 1:29 PM IST

LPG Cylinder Price Slashed
সিলিন্ডার পিছু 30 টাকা দাম কমল এলপিজির (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 1 জুলাই: মাস পয়লায় সুখবর ৷ দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ প্রতি সিলিন্ডারে দাম কমানো হল 30 টাকা করে ৷

তেল বিপণন সংস্থাগুলি দাম কমিয়েছে শুধু বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ 19 কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 30 টাকা করে কমানো হয়েছে ৷ এর ফলে সিলিন্ডার পিছু দাম নতুন দাম হল 1646 টাকা ৷

তবে এই দর নয়াদিল্লির ৷ কলকাতায় 19 কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 30 টাকা কমে যাওয়ার পর হল 1756 টাকা ৷ মুম্বই ও চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে 1598 ও 1809 টাকা ৷

অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষে নরেন্দ্র মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বে গঠিত হয়েছে সরকার ৷ প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে শুরু হয়েছে অধিবেশন ৷ বাজেটও পেশ হবে কিছুদিনের মধ্যেই ৷ সেই বাজেট পেশের আগে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে যাওয়া কিছুটা হলেও স্বস্তি দেবে ব্যবসায়িক মহলে ৷ কিন্তু এই ধরনের স্বস্তি কবে পাবেন সাধারণ মানুষ, উঠছে সেই প্রশ্ন ৷

কারণ, এবার দাম কমেছে শুধু বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার দাম কমেনি ৷ এই গ্যাসের দাম দিল্লিতে 803 টাকা, কলকাতায় 829 টাকা, মুম্বইতে 802.50 টাকা ও চেন্নাইয়ে 818.50 টাকা ৷ উজ্জ্বলা যোজনায় অবশ্য আরও দু’শো টাকা কম দিতে হয় ৷

এখন দেখার কেন্দ্রীয় সরকার তাদের বাজেট পেশের সময় সংসদে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানো নিয়ে নতুন কোনও ঘোষণা করে কি না !

নয়াদিল্লি, 1 জুলাই: মাস পয়লায় সুখবর ৷ দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ প্রতি সিলিন্ডারে দাম কমানো হল 30 টাকা করে ৷

তেল বিপণন সংস্থাগুলি দাম কমিয়েছে শুধু বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ 19 কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 30 টাকা করে কমানো হয়েছে ৷ এর ফলে সিলিন্ডার পিছু দাম নতুন দাম হল 1646 টাকা ৷

তবে এই দর নয়াদিল্লির ৷ কলকাতায় 19 কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 30 টাকা কমে যাওয়ার পর হল 1756 টাকা ৷ মুম্বই ও চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে 1598 ও 1809 টাকা ৷

অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষে নরেন্দ্র মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বে গঠিত হয়েছে সরকার ৷ প্রথামাফিক রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে শুরু হয়েছে অধিবেশন ৷ বাজেটও পেশ হবে কিছুদিনের মধ্যেই ৷ সেই বাজেট পেশের আগে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে যাওয়া কিছুটা হলেও স্বস্তি দেবে ব্যবসায়িক মহলে ৷ কিন্তু এই ধরনের স্বস্তি কবে পাবেন সাধারণ মানুষ, উঠছে সেই প্রশ্ন ৷

কারণ, এবার দাম কমেছে শুধু বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার দাম কমেনি ৷ এই গ্যাসের দাম দিল্লিতে 803 টাকা, কলকাতায় 829 টাকা, মুম্বইতে 802.50 টাকা ও চেন্নাইয়ে 818.50 টাকা ৷ উজ্জ্বলা যোজনায় অবশ্য আরও দু’শো টাকা কম দিতে হয় ৷

এখন দেখার কেন্দ্রীয় সরকার তাদের বাজেট পেশের সময় সংসদে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানো নিয়ে নতুন কোনও ঘোষণা করে কি না !

Last Updated : Jul 1, 2024, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.