ETV Bharat / bharat

24 হাজার টাকা বেতন বাড়ল সাংসদদের, অনেকটা বাড়ছে পেনশনও - CENTRE HIKE SALARIES FOR MPS

সংসদ বিষয়ক মন্ত্রক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান সাংসদ এবং প্রাক্তনদের বেতন, পেনশন, ভাতা বৃদ্ধি করা হয়েছে। হিসেব বলছে, সাংসদের বেতন বেড়েছে প্রায় 24 শতাংশ।

CENTRE HIKE SALARIES FOR MPS
বাড়ল সাংসদদের বেতন (ফাইল চিত্র)
author img

By PTI

Published : March 24, 2025 at 5:40 PM IST

2 Min Read

নয়াদিল্লি, 24 মার্চ: এক ধাক্কায় সাংসদদের ভাতা থেকে শুরু করে পেনশন অনেকটাই বাড়ল ৷ কেন্দ্রীয় সরকার সোমবার সাংসদদের বেতন বা ভাতা 24 শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে ৷ এখন সাংসদরা মাসে বেতন বা ভাতা বাবদ এক লক্ষ টাকা পান। এবার থেকে তা বেড়ে হতে চলেছে 1 লক্ষ 24 হাজার টাকা। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, এই নতুন বেতন 2023 সালের 1 এপ্রিলের ব্যয় মুদ্রাস্ফীতি সূচকের ভিত্তিতে কার্যকর হবে।

সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান সংসদ সদস্যদের জন্য দৈনিক ভাতা এবং পাঁচ বছরের বেশি সময় ধরে সদস্য থাকা প্রাক্তনদের জন্য পেনশন এবং অতিরিক্ত পেনশনও বৃদ্ধি করা হয়েছে।

বেতন বৃদ্ধির হিসেব

সংসদ সদস্যরা এখন প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতন পান ৷ এবার থেকে সেটা বেড়ে তাঁরা প্রতি মাসে 1 লক্ষ 24 হাজার টাকা বেতন পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনিক ভাতাও 2 হাজার টাকা থেকে বাড়িয়ে 2 হাজার 500 টাকা করা হয়েছে। প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন 25 হাজার টাকা থেকে বাড়িয়ে 31 হাজার টাকা করা হয়েছে। অতীতে পাঁচ বছরের বেশি সময় ধরে সাংসদ ছিলেন এমন নেতাদের এতদিন ধরে মাসে অতিরিক্ত 2000 টাকা পেনশন দেওয়া হত। সেই পরিমাণ বেড়ে 2 হাজার 500 টাকা হচ্ছে।

সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন ঠিক হয় 1961 সালের আয়কর আইনের ভিত্তিতে। সাংসদদের বেতন থেকে শুরু করে পেনশন নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাড়ানো হয়। এর আগে 2018 সালে বেতন ও পেনশন বেড়েছিল । এবার সাত বছর বাদেও আবারও জনপ্রতিনিধিদের বেতন ও পেনশন বাড়ল।

নয়াদিল্লি, 24 মার্চ: এক ধাক্কায় সাংসদদের ভাতা থেকে শুরু করে পেনশন অনেকটাই বাড়ল ৷ কেন্দ্রীয় সরকার সোমবার সাংসদদের বেতন বা ভাতা 24 শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছে ৷ এখন সাংসদরা মাসে বেতন বা ভাতা বাবদ এক লক্ষ টাকা পান। এবার থেকে তা বেড়ে হতে চলেছে 1 লক্ষ 24 হাজার টাকা। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, এই নতুন বেতন 2023 সালের 1 এপ্রিলের ব্যয় মুদ্রাস্ফীতি সূচকের ভিত্তিতে কার্যকর হবে।

সংসদ বিষয়ক মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান সংসদ সদস্যদের জন্য দৈনিক ভাতা এবং পাঁচ বছরের বেশি সময় ধরে সদস্য থাকা প্রাক্তনদের জন্য পেনশন এবং অতিরিক্ত পেনশনও বৃদ্ধি করা হয়েছে।

বেতন বৃদ্ধির হিসেব

সংসদ সদস্যরা এখন প্রতি মাসে 1 লক্ষ টাকা বেতন পান ৷ এবার থেকে সেটা বেড়ে তাঁরা প্রতি মাসে 1 লক্ষ 24 হাজার টাকা বেতন পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনিক ভাতাও 2 হাজার টাকা থেকে বাড়িয়ে 2 হাজার 500 টাকা করা হয়েছে। প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন 25 হাজার টাকা থেকে বাড়িয়ে 31 হাজার টাকা করা হয়েছে। অতীতে পাঁচ বছরের বেশি সময় ধরে সাংসদ ছিলেন এমন নেতাদের এতদিন ধরে মাসে অতিরিক্ত 2000 টাকা পেনশন দেওয়া হত। সেই পরিমাণ বেড়ে 2 হাজার 500 টাকা হচ্ছে।

সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন ঠিক হয় 1961 সালের আয়কর আইনের ভিত্তিতে। সাংসদদের বেতন থেকে শুরু করে পেনশন নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাড়ানো হয়। এর আগে 2018 সালে বেতন ও পেনশন বেড়েছিল । এবার সাত বছর বাদেও আবারও জনপ্রতিনিধিদের বেতন ও পেনশন বাড়ল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.