রায়পুর, 26 মার্চ: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে সিবিআই গোয়েন্দারা ৷ বুধবার কংগ্রেস নেতার রায়পুর ও ভিলাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এক আইপিএস আধিকারিকের বাড়িতেও এদিন অভিযান চালায় সিবিআই ৷
বুধবারের তল্লাশি অভিযান সম্পর্কে কার্যত মুখে কুলুপ এঁটেছেন কেন্দ্রীয় গোয়ান্দারা ৷ উল্লেখ্য, 15 দিন আগে একটি আর্থিক কেলেঙ্কারি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সদস্যরা ৷
এদিন, বাঘেল ঘনিষ্ঠ একাধিক জনের বাড়িতে অভিযান চালায় সিবিআই ৷ জানা গিয়েছে, 5 নম্বর সেক্টরের বিধায়ক দেবেন্দ্র যাদবের বাড়িতেও পৌঁছয় কেন্দ্রীয় গোয়েন্দা দল । সেই সঙ্গে, সেক্টর 9-এ তাঁর অভিযান চালান তাঁরা । সূত্রের খবর, এদিন দুর্গ জেলার 16টি জায়গায় অভিযান চালায় সিবিআই । তালিকায় রয়েছেন প্রাক্তন ডিজি আনন্দ ছাবরা, আইপিএস প্রশান্ত আগরওয়াল ও আইপিএস অভিষেক মহেশ্বরী ৷ পাশাপাশি, ভিলাইয়ে 32টি এলাকায় অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারকিরা ৷
अब CBI आई है.
— Bhupesh Baghel (@bhupeshbaghel) March 26, 2025
आगामी 8 और 9 अप्रैल को अहमदाबाद (गुजरात) में होने वाली AICC की बैठक के लिए गठित “ड्राफ़्टिंग कमेटी” की मीटिंग के लिए आज पूर्व मुख्यमंत्री भूपेश बघेल का दिल्ली जाने का कार्यक्रम है.
उससे पूर्व ही CBI रायपुर और भिलाई निवास पहुँच चुकी है.
(कार्यालय-भूपेश बघेल)
সিবিআই অভিযান প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রীর অফিস থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ সেখানে লেখা, "এবার সিবিআই এসেছে ৷ আগামী 8 ও 9 এপ্রিল গুজরাতের আমেদাবাদে সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ তার আগে আজ খসড়া কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য দিল্লি যাওয়ার কথা রয়েছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ৷ তার আগেই রায়পুর ও ভিলাইয়ে অভিযান শুরু করে সিবিআই ৷"
বুধবারের ঘটনা প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের যোগাযোগ শাখার প্রধান সুশীল আনন্দ শুক্লা ৷ তিনি বলেন, "পঞ্জাব কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর ভূপেশ বাঘেলকে ভয় পেয়েছে বিজেপি ৷ প্রথমে তাঁর বাসভবনে ইডি-কে পাঠানো হয় ৷ এবার সিবিআই-কে পাঠানো হয়েছে ৷ রাজনৈতিক লড়াইয়ে ব্যর্থ হয়ে গেলে বিজেপি বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে ৷"
উল্লেখ্য়, ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রী থাকাকালীন ছত্তিশগড়ে মদ কেলেঙ্কারির অভিযোগ ওঠে । এই কেলেঙ্কারির মূল্য প্রায় 2161 কোটি টাকা বলে জানা গিয়েছে । এখনও পর্যন্ত, এই মামলায় বেশ কয়েকজন বিশিষ্ট সরকারি কর্তা এবং একজন প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয় ৷ সেই মামলার তদন্ত করছে ইডি ৷ একাধিক সূত্র ধরে গত 10 মার্চ ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর বাড়িয়ে অভিযান চালায় ইডি ৷