মুম্বই, 16 জুলাই: প্রয়াত ক্যামলিনের প্রতিষ্ঠাতা সুভাষ দাণ্ডেকর ৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রয়াত হন তিনি । স্টেশনারি ব্র্যান্ড ক্যামলিনের প্রতিষ্ঠাতা সুভাষ দাণ্ডেকরের মৃত্যুকালীন বয়স হয়েছিল 86 বছর ৷ জাপানের জনপ্রিয় সংস্থা কোকুয়োর কাছে জনপ্রিয় আর্টওয়ার্ক ব্র্যান্ড ক্যামলিন বিক্রি করার পর, তিনি কোকুয়ো-ক্যামলিনের চেয়ারম্যান এমিরেটাস হিসেবে দায়িত্ব পালন করছিলেন ।
ক্যামলিনকে উচ্চমানের আঁকার উপকরণ তৈরিতে শীর্ষে পৌঁছে দিয়েছিলেন তিনি ৷ তার ব্যতিক্রমী নেতৃত্ব, ক্যামলিন অফিসকে ঢেলে সাজানো, পেশাদার শিল্প সরঞ্জাম এবং গাণিতিক যন্ত্র, পেন্সিল, মার্কার এবং কালির মতো শিক্ষামূলক উপকরণ অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর বাণিজ্যিক বুদ্ধি এবং পেশাগত দক্ষতা সংস্থার বিক্রিত পণ্যের পরিসর উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে ।
He is Subhash Dandekar. He passed away few days ago.
— Kaal Chiron काल्किरण (@Kal_Chiron) July 16, 2024
Remember Camlin Compass box? Remember Camlin ink which was used in fountain pens? He was the person who started Camlin company and made it famous. Now it is a huge brand making many specialty chemicals.
ॐ शांति… may he… pic.twitter.com/1sgH06yriT
মহারাষ্ট্র চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ললিত গান্ধি বলেন, ‘‘মহারাষ্ট্রের শিল্পখাতে দান্ডেকরের উল্লেখযোগ্য অবদান রয়েছে । আন্তর্জাতিক স্তরে ক্যামলিন শিল্পগোষ্ঠীর সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন । 1990 থেকে 1992 সাল পর্যন্ত, তিনি মহারাষ্ট্র চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ।’’
তিনি বলেন, ‘‘যে সময়কালে ভারত উন্মুক্ত অর্থনীতি গ্রহণ করেছিল, তিনি কার্যকরভাবে চেম্বারের নেতৃত্ব দিয়েছিলেন ৷ মহারাষ্ট্র চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে রাজ্য জুড়ে ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নিরলসভাবে কাজ করেছিলেন ৷ যা রাজ্যে শিল্পক্ষেত্রকে নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছে ৷’’
कॅम्लिन उद्योग उभे करणारे ज्येष्ठ उद्योजक सुभाष दांडेकर यांच्या निधनाने मराठी उद्योगविश्वाला नावलौकिक मिळवून देणारे दादा व्यक्तिमत्त्व आपण गमावले आहे.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) July 15, 2024
सुभाष दांडेकर यांनी केवळ कॅम्लिन उद्योगाची उभारणी केली नाही तर हजारो तरूणांच्या हाताला रोजगार देऊन त्यांच्या जीवनात रंग भरले.… pic.twitter.com/5FPWUAlVXB
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশিষ্টরা ৷ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এক্স পোস্টে লিখেছেন, ‘‘সুভাষ দাণ্ডেকর কেবল ক্যামলিন সংস্থাই গড়ে তোলেননি, কর্মসংস্থানের মাধ্যমে হাজার হাজার যুবকের জীবনে রঙ যোগ করেছেন । তিনি মূল্যবোধ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে শ্রম মর্যাদা পাবে ৷ তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব যিনি মরাঠিদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম দিয়ে একটি শিল্প গড়ে তুলেছিলেন । তাঁর মৃত্যুতে আগামি প্রজন্ম একজন গুরুকে হারাল । এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে রয়েছি ৷’’