ETV Bharat / bharat

আমদানি শুল্কে সম্পূর্ণ ছাড়, বাজেটে দাম কমল ক্যানসারের জীবনদায়ী 3 ওষুধের - BUDGET 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 4:12 PM IST

UNION BUDGET 2024-25: ক্যানসারের তিন ওষুধের দাম কমছে ৷ কেন্দ্রীয় বাজেটে ওই তিনটি ওষুধের উপর আমদানি শুল্কে সম্পূর্ণ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

ETV BHARAT
বাজেটে দাম কমল ক্যানসারের জীবনদায়ী 3 ওষুধের (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 23 জুলাই: দাম কমছে ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের ৷ মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে ক্যানসারের তিনটি ওষুধে আমদানি শুল্কে সম্পূর্ণ ছাড় দেওয়ার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

লোকসভায় 2024-25-এর জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "ক্যানসার রোগীদের ত্রাণ প্রদানের জন্য আমি শুল্ক থেকে আরও তিনটি ওষুধকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করছি ৷"

Trastuzumab Deruxtecan, Osimertinib এবং Durvalumab-এর উপর শুল্ক 10 শতাংশ থেকে শূন্য করার প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার । পর্যায়ক্রমে উৎপাদন কর্মসূচির অধীনে মেডিক্যাল এক্স-রে মেশিন ব্যবহারের জন্য নির্মলা সীতারামন এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের উপর মৌলিক আমদানি শুল্ক (বেসিক কাস্টমস ডিউটি) পরিবর্তনেরও প্রস্তাব করেছেন, যাতে তাদের দেশীয় ক্ষমতা সংযোজনের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা যায় ।

সীতারামন এদিন বলেন, "অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহ দিতে, স্থানীয় মূল্য সংযোজনকে আরও গভীর করতে, রফতানি-প্রতিযোগিতাকে উন্নীত করতে এবং সাধারণ জনগণ ও ভোক্তাদের স্বার্থকে সামনে রেখে কর আরোপ সহজ করার লক্ষ্যেই কাস্টমস শুল্ক ছাড়ের জন্য আমার প্রস্তাব রাখছি ৷" এফআইসিসিআই হেলথ সার্ভিস কমিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং মহাজন ইমেজিং অ্যান্ড ল্যাবসের চেয়ারম্যান হর্ষ মহাজন বলেছেন, ক্যানসারের চিকিৎসার জন্য তিনটি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক ছাড় একটি স্বাগত করার মতো পদক্ষেপ ।

ফোর্টিস হাসপাতালের প্রিন্সিপাল ডিরেক্টর এবং নিউরোলজির প্রধান প্রবীণ গুপ্ত বলেন যে, তিনটি ক্যানসারের ওষুধের উপর কাস্টমস শুল্ক ছাড় এবং এক্স-রে টিউব ও ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের মতো কিছু মেডিক্যাল প্রযুক্তির উপর শুল্ক হ্রাস স্বাস্থ্যসেবা খাতে দেশীয় সক্ষমতাকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।

তাঁর কথায়, "যদিও এই ব্যবস্থাগুলি প্রত্যাশার থেকে অনেক কম, তবে এগুলে উন্নত ক্যানসারের চিকিৎসাগুলিকে আরও সাশ্রয়ী এবং অ্যাক্সেসযোগ্য করে তুলবে ৷ এই জাতীয় চিকিৎসার উচ্চ ব্যয়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাবে এই উদ্যোগ ৷" (পিটিআই)

নয়াদিল্লি, 23 জুলাই: দাম কমছে ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের ৷ মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে ক্যানসারের তিনটি ওষুধে আমদানি শুল্কে সম্পূর্ণ ছাড় দেওয়ার প্রস্তাব রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷

লোকসভায় 2024-25-এর জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "ক্যানসার রোগীদের ত্রাণ প্রদানের জন্য আমি শুল্ক থেকে আরও তিনটি ওষুধকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করছি ৷"

Trastuzumab Deruxtecan, Osimertinib এবং Durvalumab-এর উপর শুল্ক 10 শতাংশ থেকে শূন্য করার প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার । পর্যায়ক্রমে উৎপাদন কর্মসূচির অধীনে মেডিক্যাল এক্স-রে মেশিন ব্যবহারের জন্য নির্মলা সীতারামন এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের উপর মৌলিক আমদানি শুল্ক (বেসিক কাস্টমস ডিউটি) পরিবর্তনেরও প্রস্তাব করেছেন, যাতে তাদের দেশীয় ক্ষমতা সংযোজনের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা যায় ।

সীতারামন এদিন বলেন, "অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহ দিতে, স্থানীয় মূল্য সংযোজনকে আরও গভীর করতে, রফতানি-প্রতিযোগিতাকে উন্নীত করতে এবং সাধারণ জনগণ ও ভোক্তাদের স্বার্থকে সামনে রেখে কর আরোপ সহজ করার লক্ষ্যেই কাস্টমস শুল্ক ছাড়ের জন্য আমার প্রস্তাব রাখছি ৷" এফআইসিসিআই হেলথ সার্ভিস কমিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এবং মহাজন ইমেজিং অ্যান্ড ল্যাবসের চেয়ারম্যান হর্ষ মহাজন বলেছেন, ক্যানসারের চিকিৎসার জন্য তিনটি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক ছাড় একটি স্বাগত করার মতো পদক্ষেপ ।

ফোর্টিস হাসপাতালের প্রিন্সিপাল ডিরেক্টর এবং নিউরোলজির প্রধান প্রবীণ গুপ্ত বলেন যে, তিনটি ক্যানসারের ওষুধের উপর কাস্টমস শুল্ক ছাড় এবং এক্স-রে টিউব ও ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের মতো কিছু মেডিক্যাল প্রযুক্তির উপর শুল্ক হ্রাস স্বাস্থ্যসেবা খাতে দেশীয় সক্ষমতাকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।

তাঁর কথায়, "যদিও এই ব্যবস্থাগুলি প্রত্যাশার থেকে অনেক কম, তবে এগুলে উন্নত ক্যানসারের চিকিৎসাগুলিকে আরও সাশ্রয়ী এবং অ্যাক্সেসযোগ্য করে তুলবে ৷ এই জাতীয় চিকিৎসার উচ্চ ব্যয়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাবে এই উদ্যোগ ৷" (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.