ETV Bharat / bharat

মুম্বই-ফ্র্যাঙ্কফুর্ট বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ তুরস্কে - Bomb Threat in Vistara Flight

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 12:33 PM IST

Flight Forcefully Landed in Turkey over bomb threat: মুম্বই-ফ্র্যাঙ্কফুর্টগামী ভিস্তারা বিমানে বোমাতঙ্ক ৷ বাধ্য হয়ে তুরস্কের এরজুরাম বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করান পাইল্ট ৷ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য বিমান পাঠানো হয়েছে ভিস্তারার তরফে ৷

Bomb threat in Vistara Flight
ভিস্তারার বিমানে বোমাতঙ্ক (ইটিভি ভারত)

মুম্বই, 7 সেপ্টেম্বর: মাঝ আকাশে ভিস্তারার বিমানে বোমাতঙ্ক ৷ তড়িঘড়ি তুরস্কে নামানো হল মুম্বই-ফ্র্য়াঙ্কফুর্টগামী ফ্লাইট UK27 ৷ বিমানের ক্রু এবং যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন ৷ তাঁদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য মুম্বই থেকে এবার অন্য একটি বিমান পাঠানো হয়েছে ভিস্তারার তরফে ৷ শনিবার দুপুর 12টা 25 মিনিটে তুরস্ক বিমানবন্দরে পৌঁছে যায় বিমানটি ৷ সেখান থেকে আড়াই ঘণ্টা পর, অর্থাৎ দুপুর 2টো 30 মিনিটে ফ্র্য়াঙ্কফুর্টের উদ্দেশে রওনা দেবে বিমানটি ৷

247 জন যাত্রী ও ক্রু মেম্বারদের নিয়ে শুক্রবার নির্ধারিত সময়ের একঘণ্টা পর দুপুর 1টা 01 মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশে রওনা দেয় ফ্লাইট UK27 বিমানটি ৷ ভিস্তারা কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝপথে একটি চিরকুট খুঁজে পান এক বিমান সেবিকা ৷ আর তা থেকেই বোমাতঙ্ক ছড়ায় বিমানে ৷ যাত্রী ও ক্রু মেম্বারদের নিরাপত্তার কথা ভেবে তুরস্কের এরজুরাম বিমানবন্দরে তড়িঘড়ি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট ৷

ঘটনা প্রসঙ্গে ভিস্তারার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে জানান হয়েছে, তুরস্কে জরুরি অবতরণের কারণে ফ্লাইট UK 27 বিমানের ক্রু সদস্যদের নির্দিষ্ট কাজের সময় পেরিয়ে গিয়েছে ৷ সেকারণে যাত্রীদের ফ্র্যাঙ্কফুর্টে পৌঁছে দেওয়ার জন্য মুম্বই থেকে নতুন ক্রু মেম্বারদের নিয়ে অন্য একটি বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷

যদিও বোমাতঙ্কের ঘটনাটি ভুয়ো বলে জানানো হয়েছে ভিস্তারা কর্তৃপক্ষের তরফে ৷ তাদের দাবি, যাত্রী ও ক্রু মেম্বারদেরও তল্লাশি করে দেখা হয়েছে ৷ কিন্তু বিস্ফোরক জাতীয় কোনও দব্য খুঁজে পাওয়া যায়নি ৷ তবে যাত্রীদের সুরক্ষা এবং বিশ্রামের কথা মাথায় রেখে নতুন বিমানে সমস্ত রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা ৷

উল্লেখ্য, কিছুদিন আগে প্যারিস-মুম্বই ভিস্তারা বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটে ৷ 306 জন যাত্রীকে নিয়ে প্যারিস থেকে মুম্বই আসছিল UK024 বিমানটি ৷ এই বিমানের এয়ার সিকনেস ব্যাগে বোমা রাখার হুমকি চিঠি পেয়েছিলেন এক ক্রু মেম্বার ৷

মুম্বই, 7 সেপ্টেম্বর: মাঝ আকাশে ভিস্তারার বিমানে বোমাতঙ্ক ৷ তড়িঘড়ি তুরস্কে নামানো হল মুম্বই-ফ্র্য়াঙ্কফুর্টগামী ফ্লাইট UK27 ৷ বিমানের ক্রু এবং যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন ৷ তাঁদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য মুম্বই থেকে এবার অন্য একটি বিমান পাঠানো হয়েছে ভিস্তারার তরফে ৷ শনিবার দুপুর 12টা 25 মিনিটে তুরস্ক বিমানবন্দরে পৌঁছে যায় বিমানটি ৷ সেখান থেকে আড়াই ঘণ্টা পর, অর্থাৎ দুপুর 2টো 30 মিনিটে ফ্র্য়াঙ্কফুর্টের উদ্দেশে রওনা দেবে বিমানটি ৷

247 জন যাত্রী ও ক্রু মেম্বারদের নিয়ে শুক্রবার নির্ধারিত সময়ের একঘণ্টা পর দুপুর 1টা 01 মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশে রওনা দেয় ফ্লাইট UK27 বিমানটি ৷ ভিস্তারা কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝপথে একটি চিরকুট খুঁজে পান এক বিমান সেবিকা ৷ আর তা থেকেই বোমাতঙ্ক ছড়ায় বিমানে ৷ যাত্রী ও ক্রু মেম্বারদের নিরাপত্তার কথা ভেবে তুরস্কের এরজুরাম বিমানবন্দরে তড়িঘড়ি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট ৷

ঘটনা প্রসঙ্গে ভিস্তারার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে জানান হয়েছে, তুরস্কে জরুরি অবতরণের কারণে ফ্লাইট UK 27 বিমানের ক্রু সদস্যদের নির্দিষ্ট কাজের সময় পেরিয়ে গিয়েছে ৷ সেকারণে যাত্রীদের ফ্র্যাঙ্কফুর্টে পৌঁছে দেওয়ার জন্য মুম্বই থেকে নতুন ক্রু মেম্বারদের নিয়ে অন্য একটি বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷

যদিও বোমাতঙ্কের ঘটনাটি ভুয়ো বলে জানানো হয়েছে ভিস্তারা কর্তৃপক্ষের তরফে ৷ তাদের দাবি, যাত্রী ও ক্রু মেম্বারদেরও তল্লাশি করে দেখা হয়েছে ৷ কিন্তু বিস্ফোরক জাতীয় কোনও দব্য খুঁজে পাওয়া যায়নি ৷ তবে যাত্রীদের সুরক্ষা এবং বিশ্রামের কথা মাথায় রেখে নতুন বিমানে সমস্ত রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা ৷

উল্লেখ্য, কিছুদিন আগে প্যারিস-মুম্বই ভিস্তারা বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটে ৷ 306 জন যাত্রীকে নিয়ে প্যারিস থেকে মুম্বই আসছিল UK024 বিমানটি ৷ এই বিমানের এয়ার সিকনেস ব্যাগে বোমা রাখার হুমকি চিঠি পেয়েছিলেন এক ক্রু মেম্বার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.