ETV Bharat / bharat

ভারত থেকে ঘুরপথে লাহোর, মৃত পাক তরুণের দেহ কলম্বো হয়ে ফিরল বাবা-মায়ের কাছে - PAHALGAM TERROR ATTACK

গত 25 এপ্রিল চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় পাকিস্তানের এক তরুণের ৷ মঙ্গলবার ভোরে তাঁর দেহ শ্রীলঙ্কা থেকে লাহোরে পৌঁছয় ৷

Pakistani National Body sent to Lahore from India
পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য বন্ধ, তাই ঘুরপথে দেশে পৌঁছল মৃত তরুণের দেহ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 29, 2025 at 6:33 PM IST

2 Min Read

চেন্নাই, 29 এপ্রিল: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা-পরবর্তী উত্তপ্ত আবহে পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য বন্ধ করেছে শেহবাজ সরকার ৷ এই পরিস্থিতিতে ঘুরপথে মৃত পাকিস্তানি নাগরিকের দেহ ফেরানো হল পরিবারের কাছে ৷ সোমবার প্রথমে ভারত থেকে কলম্বোয় যায় তরুণের দেহ ৷ পরে এদিনই রাতে কলম্বো থেকে রওনা দিয়ে মঙ্গলবার ভোরে লাহোরে অবতরণ করে পাক তরুণের দেহ ৷

জঙ্গি হামলার পর ভারত থেকে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার মেয়াদ শেষ হয়েছে গতকাল ৷ মেডিক্যাল ভিসার আওতায় থাকা পাক নাগরিকদের ফিরতে হবে মঙ্গলবারের মধ্যে ৷

পাকিস্তানের নাগরিক সইদ আরিয়ান শাহের চিকিৎসা চলছিল চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে ৷ গত 25 এপ্রিল সেখানে তাঁর মৃত্যু হয় ৷ চলতি বছরের 12 ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ হাসপাতাল সূত্রে খবর, তিনি ফুসফুস ও হৃদপিণ্ডের জটির রোগে ভুগছিলেন এবং গত 70 দিন ধরে একমো সাপোর্টে ছিলেন ৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তিন দিন পর গত শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় ৷

সইদ আরিয়ান শাহ মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন ৷ তরুণের মৃত্যুর একদিন আগে অর্থাৎ, 24 এপ্রিল চিকিৎসকরা ইটিভি ভারতকে বলেন, "পাকিস্তান থেকে মেডিক্যাল ট্যুরিজম ভিসার অধীনে এক রোগী ভর্তি হয়েছেন ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই অবস্থায় তাঁকে ফেরত পাঠালে তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠতে পারে ।" কিন্তু শেষমেশ তাঁর প্রাণ বাঁচানো যায়নি ৷ তাঁর সঙ্গে আরও দু'জন পাক-নাগরিক ছিলেন ৷ তরুণের মৃত্যুর পর অভিবাসী কর্তৃপক্ষ এবং তামিলনাড়ুর পুলিশ দেহ পাকিস্তানে পাঠানোর তোড়জোড় শুরু করে ৷ চেন্নাইয়ের আরিয়ানের দেহের ময়নাতদন্ত হয় ৷

এর মধ্যে তাঁর সঙ্গে থাকা দুই পাকিস্তানিকে গতকাল আবু ধাবি হয়ে লাহোরে ফেরানো হয়েছে ৷ মৃত শাহের দেহ চেন্নাই থেকে শ্রীলঙ্কা এয়ারলায়েন্সের বিমানে কলম্বো পৌঁছয় ৷ সোমবার সকালে সেটি কলম্বো থেকে পাকিস্তানের লাহোরে অবতরণ করে ৷

মৃতের বাবা-মা পাকিস্তানের সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, ভারত থেকে ছেলের শবদেহ যেন তাঁদের কাছে পাঠানো হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালোচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি মৃত আরিয়ান শাহের বাবা-মায়ের এই আবেদন দেশের বিদেশ মন্ত্রকের কাছে পৌঁছে দেন ৷ এবার চেন্নাই থেকে ঘুরপথে ফিরল দেহ ৷

চেন্নাই, 29 এপ্রিল: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা-পরবর্তী উত্তপ্ত আবহে পাকিস্তানের আকাশপথ ভারতের জন্য বন্ধ করেছে শেহবাজ সরকার ৷ এই পরিস্থিতিতে ঘুরপথে মৃত পাকিস্তানি নাগরিকের দেহ ফেরানো হল পরিবারের কাছে ৷ সোমবার প্রথমে ভারত থেকে কলম্বোয় যায় তরুণের দেহ ৷ পরে এদিনই রাতে কলম্বো থেকে রওনা দিয়ে মঙ্গলবার ভোরে লাহোরে অবতরণ করে পাক তরুণের দেহ ৷

জঙ্গি হামলার পর ভারত থেকে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার মেয়াদ শেষ হয়েছে গতকাল ৷ মেডিক্যাল ভিসার আওতায় থাকা পাক নাগরিকদের ফিরতে হবে মঙ্গলবারের মধ্যে ৷

পাকিস্তানের নাগরিক সইদ আরিয়ান শাহের চিকিৎসা চলছিল চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে ৷ গত 25 এপ্রিল সেখানে তাঁর মৃত্যু হয় ৷ চলতি বছরের 12 ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ হাসপাতাল সূত্রে খবর, তিনি ফুসফুস ও হৃদপিণ্ডের জটির রোগে ভুগছিলেন এবং গত 70 দিন ধরে একমো সাপোর্টে ছিলেন ৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তিন দিন পর গত শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় ৷

সইদ আরিয়ান শাহ মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন ৷ তরুণের মৃত্যুর একদিন আগে অর্থাৎ, 24 এপ্রিল চিকিৎসকরা ইটিভি ভারতকে বলেন, "পাকিস্তান থেকে মেডিক্যাল ট্যুরিজম ভিসার অধীনে এক রোগী ভর্তি হয়েছেন ৷ তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই অবস্থায় তাঁকে ফেরত পাঠালে তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠতে পারে ।" কিন্তু শেষমেশ তাঁর প্রাণ বাঁচানো যায়নি ৷ তাঁর সঙ্গে আরও দু'জন পাক-নাগরিক ছিলেন ৷ তরুণের মৃত্যুর পর অভিবাসী কর্তৃপক্ষ এবং তামিলনাড়ুর পুলিশ দেহ পাকিস্তানে পাঠানোর তোড়জোড় শুরু করে ৷ চেন্নাইয়ের আরিয়ানের দেহের ময়নাতদন্ত হয় ৷

এর মধ্যে তাঁর সঙ্গে থাকা দুই পাকিস্তানিকে গতকাল আবু ধাবি হয়ে লাহোরে ফেরানো হয়েছে ৷ মৃত শাহের দেহ চেন্নাই থেকে শ্রীলঙ্কা এয়ারলায়েন্সের বিমানে কলম্বো পৌঁছয় ৷ সোমবার সকালে সেটি কলম্বো থেকে পাকিস্তানের লাহোরে অবতরণ করে ৷

মৃতের বাবা-মা পাকিস্তানের সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, ভারত থেকে ছেলের শবদেহ যেন তাঁদের কাছে পাঠানো হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালোচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি মৃত আরিয়ান শাহের বাবা-মায়ের এই আবেদন দেশের বিদেশ মন্ত্রকের কাছে পৌঁছে দেন ৷ এবার চেন্নাই থেকে ঘুরপথে ফিরল দেহ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.