ETV Bharat / bharat

আটদিন পর মিলল ছাটেনে ধসে নিখোঁজ জওয়ানের দেহ, এয়ারলিফ্টে উদ্ধার আরও 48 - SIKKIM LANDSLIDE

আটদিন পর মিলল ছাটেনে ধসে নিখোঁজ থাকা জওয়ানের দেহ ৷ এখনও নিখোঁজ পাঁচজন ৷ চলছে এয়ারলিফ্ট করে উদ্ধার ৷

ETV BHARAT
এয়ারলিফ্ট করে উদ্ধার করা হল আরও 48 জনকে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 9, 2025 at 2:02 PM IST

2 Min Read

গ্যাংটক, 9 জুন: উদ্ধার অভিযান জারি রয়েছে উত্তর সিকিমে । ধসের কারণে নিখোঁজ ভারতীয় সেনা জওয়ানের দেহ আটদিন পর উদ্ধার করল এনডিআরএফ ও ভারতীয় সেনা । এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন ।

1 জুন উত্তর সিকিমে প্রবল বৃষ্টিতে ব্যাপক ধসের ঘটনা ঘটে । ধসে বিপর্যস্ত হয় উত্তর সিকিমের লাচেন, লাচুং, চুংথাং, ছাটেন-সহ একাধিক জায়গা । ধসের কবলে পড়ে ছাটেনে অবস্থিত ভারতীয় সেনাছাউনিও । তারপর থেকে দফায় দফায় এয়ারলিফ্টের মাধ্যমে উদ্ধার অভিযানে নামে ভারতীয় বায়ুসেনা ও এনডিআরএফ । অভিযানে প্রায় দু'হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করা হয় । এরপর পর্যটনমহলের তরফে ধস কবলিত এলাকায় আটকে থাকা গাড়ির চালকদের এয়ারলিফ্টের মাধ্যমে উদ্ধারের আবেদন জানানো হয়েছিল । সেইমতো রবি ও সোমবার এয়ারলিফ্টের মাধ্যমে উদ্ধারে নামে ভারতীয় বায়ুসেনা ।

ETV BHARAT
উদ্ধার অভিযান জারি রয়েছে উত্তর সিকিমে (নিজস্ব চিত্র)

জানা গিয়েছে, এয়ারলিফ্টের মাধ্যমে 48 জনকে উদ্ধার করা হয়েছে । 48 জনের মধ্যে 20 জন সেনা জওয়ান । 28 জন স্থানীয় বাসিন্দা ও গাড়ির চালক রয়েছেন । এছাড়াও তিনটি শিশু রয়েছে । উদ্ধারের জন্য সিকিম প্রশাসন ও ভারতীয় বায়ুসেনাকে ধন্যবাদ জানিয়েছেন গাড়ির চালকরা ।

ETV BHARAT
এয়ারলিফ্ট করে উদ্ধার পর্যটকদের (নিজস্ব চিত্র)

এদিকে, ছাটেন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ । ছাটেন এলাকায় ধস থেকে উদ্ধার হয় সাইনুধিন পিকে নামে জওয়ানের দেহ । 1 জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন । ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছে । এখনও লাচেন, লাচুং ও ছাটেন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সিকিম প্রশাসন । উত্তর সিকিমের সমস্ত রাস্তা এখনও স্বাভাবিক হয়নি ।

ETV BHARAT
এয়ারলিফ্টের মাধ্যমে 48 জনকে উদ্ধার (নিজস্ব চিত্র)

এই বিষয়ে মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন বলেন, "আরও একজন সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে । 48 জনকে এয়ারলিফ্ট করে উদ্ধার করা হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে । রেশন সামগ্রী ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করারও কাজ চলছে ।"

ETV BHARAT
জওয়ানের দেহ আটদিন পর উদ্ধার (নিজস্ব চিত্র)

গ্যাংটক, 9 জুন: উদ্ধার অভিযান জারি রয়েছে উত্তর সিকিমে । ধসের কারণে নিখোঁজ ভারতীয় সেনা জওয়ানের দেহ আটদিন পর উদ্ধার করল এনডিআরএফ ও ভারতীয় সেনা । এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন ।

1 জুন উত্তর সিকিমে প্রবল বৃষ্টিতে ব্যাপক ধসের ঘটনা ঘটে । ধসে বিপর্যস্ত হয় উত্তর সিকিমের লাচেন, লাচুং, চুংথাং, ছাটেন-সহ একাধিক জায়গা । ধসের কবলে পড়ে ছাটেনে অবস্থিত ভারতীয় সেনাছাউনিও । তারপর থেকে দফায় দফায় এয়ারলিফ্টের মাধ্যমে উদ্ধার অভিযানে নামে ভারতীয় বায়ুসেনা ও এনডিআরএফ । অভিযানে প্রায় দু'হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করা হয় । এরপর পর্যটনমহলের তরফে ধস কবলিত এলাকায় আটকে থাকা গাড়ির চালকদের এয়ারলিফ্টের মাধ্যমে উদ্ধারের আবেদন জানানো হয়েছিল । সেইমতো রবি ও সোমবার এয়ারলিফ্টের মাধ্যমে উদ্ধারে নামে ভারতীয় বায়ুসেনা ।

ETV BHARAT
উদ্ধার অভিযান জারি রয়েছে উত্তর সিকিমে (নিজস্ব চিত্র)

জানা গিয়েছে, এয়ারলিফ্টের মাধ্যমে 48 জনকে উদ্ধার করা হয়েছে । 48 জনের মধ্যে 20 জন সেনা জওয়ান । 28 জন স্থানীয় বাসিন্দা ও গাড়ির চালক রয়েছেন । এছাড়াও তিনটি শিশু রয়েছে । উদ্ধারের জন্য সিকিম প্রশাসন ও ভারতীয় বায়ুসেনাকে ধন্যবাদ জানিয়েছেন গাড়ির চালকরা ।

ETV BHARAT
এয়ারলিফ্ট করে উদ্ধার পর্যটকদের (নিজস্ব চিত্র)

এদিকে, ছাটেন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ । ছাটেন এলাকায় ধস থেকে উদ্ধার হয় সাইনুধিন পিকে নামে জওয়ানের দেহ । 1 জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন । ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছে । এখনও লাচেন, লাচুং ও ছাটেন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সিকিম প্রশাসন । উত্তর সিকিমের সমস্ত রাস্তা এখনও স্বাভাবিক হয়নি ।

ETV BHARAT
এয়ারলিফ্টের মাধ্যমে 48 জনকে উদ্ধার (নিজস্ব চিত্র)

এই বিষয়ে মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন বলেন, "আরও একজন সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে । 48 জনকে এয়ারলিফ্ট করে উদ্ধার করা হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে । রেশন সামগ্রী ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করারও কাজ চলছে ।"

ETV BHARAT
জওয়ানের দেহ আটদিন পর উদ্ধার (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.