রাঁচি, 19 মে: সন্ত্রাসের মদতদাতা হিসেবে পাকিস্তানের মুখোশ খুলে দিতে দেশে দেশে প্রতিনিধি পাঠাচ্ছে ভারত ৷ সেই প্রতিনিধি দলের অংশ হিসেবে মুসলিম প্রধান কয়েরকটি দেশে যাবেন বিজেপি সাংসাদ নিশিকান্ত দুবে ৷ সেই দলে আছেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ নিশিকান্ত মনে করেন, তিনি এবং ওয়াইসি দু'জনে একত্রে ভারতীয় মুসলমানদের কথা বিশ্বের দরবারে তুলে ধরবেন ৷
এ নিয়ে সোশাল মিডিয়ায় নিশিকান্ত লেখেন, "মুসলিম প্রধান দেশে গিয়ে পাকিস্তান এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারতের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই ৷ পাশাপাশি ওই সমস্ত দেশে গিয়ে আমি এবং আসাদউদ্দিন ওয়াইসি একত্রে ভারতীয় মুসলমানদের অবস্থা তুলে ধরার সুযোগ পাব ৷ বলতে পারব, ভারতে মুসলমানরা কী পরিমাণ শ্রদ্ধা ও ভালোবাসা পান ৷ এটাই ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে উজ্জ্বল দিক ৷"
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স-সহ সৌদি আরব, কুয়েত, বাহরাইন, আলজেরিয়া, জার্মানি, ইতালি, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, লাইবেরিয়া, কঙ্গো, সিয়েরা লিওন, পানামা, গায়ানা, ব্রাজিল, কলম্বিয়া, স্পেন, স্লোভেনিয়া, লাটভিয়া, রাশিয়া, মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল ৷ তার মধ্যে সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং আলজেরিয়া যাবে একটি দল ৷ এই দলের মাথায় আছেন বিজেপি নেতা বৈজয়ন্ত পান্ডা ৷ তাঁর সঙ্গে নিশিকান্ত এবং ওয়াইসি ছাড়াও আছেন, এস পেঙ্গন কোনিয়াক, সাতনাম সিং সান্ধু, গুলাম নবি আজাদ এবং হর্ষ শিগ্রিলা ৷
এ বিষয়ে পরে আরও একটি পোস্ট করেন নিশিকান্ত ৷ তিনি লেখেন, "মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পরই ভারতের অবস্থান ৷ সন্ত্রাসবাদ হিন্দুদের মতোই মুসলমানদের জন্যও একইরকম ভয়াবহ ৷ সৌদি আরবে মুসলিম দেশগুলিকে নিয়ে তৈরি সংগঠন অর্গানাইজেশন অফ মুসলিম কান্ট্রিজের একটি অফিস আছে ৷ আমরা আমাদের লক্ষ্যে সফল হব ৷ পাকিস্তান কতটা নিষ্ঠুর সেটা সবাই বুঝতে পারবে ৷ দুনিয়া থেকে সন্ত্রাস শেষ হওয়া আসন্ন ৷ "
এখন বিশ্বের দরবারে ভারতীয় মুসলমানদের কথা তুলে ধরার অঙ্গীকার করলেও কয়েকদিন আগেই বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচিত হয়েছিলেন ঝাড়খণ্ডের এই প্রবীণ সাংসদ ৷ পহেলগাওঁয়ে জঙ্গি হামলার পর তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "হিন্দু ও মুসলমানের নামে দেশভাগ হয়েছিল ৷ এরপর মুসলমানদের হিন্দুদের থেকে বেশি অধিকার দিয়ে হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিতে পরিণত করা হয়েছে ৷ যারা এই কাজ করেছে আমি তাদের কাছে জানতে চাই, বৈসরন উপত্যকায় কি ধর্ম জেনে হত্যার ঘটনা ঘটেনি ? ধর্মনিরপেক্ষতার কথা বলা নেতাদের ধিক্কার ৷ পাক-অধিকৃত কাশ্মীর একদিন আমাদের হবে ৷ অপেক্ষা করুন এটা মোদি সরকার ৷ আর এই সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ ৷ ভারতের সংবিধানের 26 এবং 29 ধারা অবলুপ্ত করার এটাই সেরা সময় ৷"